20th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
20th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২০শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি একটি অনলাইন লাইব্রেরি উদ্যোগ ‘ই-কিতাব কোশ’ লঞ্চ করা হয়েছে?
(A) দিল্লী
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) জম্মু ও কাশ্মীর
- জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতা ১৯শে এপ্রিল ২০২২ ‘ই-কিতাব কোশ’ চালু করেছিলেন।
- এই অনলাইন লাইব্রেরিটি www.elibrary.jk.gov.in-এ অ্যাক্সেস করা যেতে পারে।
২. কোন রাজ্য সরকার সম্প্রতি তার শিক্ষা সম্পর্কিত গান ‘ইরাদা কর লিয়া হ্যায় হামনে’ প্রকাশ করেছে?
(A) চণ্ডীগড়
(B) পাঞ্জাব
(C) দিল্লী
(D) হরিয়ানা
- গানটির কথা লিখেছেন অলোক শ্রীবাস্তব এবং এটি গেয়েছেন বিখ্যাত গায়ক শান ও স্নেহা শঙ্কর।
- শিক্ষা সম্পর্কে অনুপ্রেরণামূলক একটি গান এটি।
- গানটি পেয়ে যাবে এখানে :
৩. কোন দেশের সাংবাদিক Vladyslav Yesypenko-কে সম্প্রতি ‘PEN/Barbey Freedom to Write’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে?
(A) এস্তোনিয়া
(B) ক্ষুধার্ত
(C) রাশিয়া
(D) ইউক্রেন
- তাকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং মিথ্যে বিস্ফোরক পাচারের অভিযোগে একটি রাশিয়ান শ্রম শিবিরে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
- ‘PEN/Barbey Freedom to Write’ পুরস্কারটি ১৯৮৭ সালে চালু করা হয়েছিল এবং এটি কর্মের জন্য কারাবন্দী লেখক, শিল্পী এবং সাংবাদিকদের দেওয়া হয়।
৪. কোথায় সম্প্রতি ৮৩তম ‘সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২২’ শুরু হয়েছে?
(A) নাগাল্যান্ড
(B) ত্রিপুরা
(C) মেঘালয়
(D) মিজোরাম
- মেঘালয়ের শিলং-এর SAI ইন্দোর স্টেডিয়ামে ১৯শে এপ্রিল এই চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
- ভারতের ‘টেবিল টেনিস ফেডারেশন’-এর তত্ত্বাবধানে মেঘালয় সরকারের ক্রীড়া যুব বিষয়ক বিভাগের সহযোগিতায় মেঘালয় টেবিল টেনিস অ্যাসোসিয়েশনগুলি এই ইভেন্টটি আয়োজন করছে।
- ৩৬টি বিভিন্ন দলের প্রায় ৪৫০ জন খেলোয়াড় এখানে অংশ নিচ্ছেন।
৫. কোন দেশে সম্প্রতি ‘সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২২’ শুরু হয়েছে?
(A) চীন
(B) মঙ্গোলিয়া
(C) জাপান
(D) ভারত
- সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ১৯শে এপ্রিল ২০২২ এ মঙ্গোলিয়াতে শুরু হয়েছে।
- অলিম্পিক পদক বিজয়ী রবি দাহিয়া এবং বজরং পুনিয়া সহ ৩০ জন ভারতীয় কুস্তিগীর এই ইভেন্টে অংশ নেবেন।
৬. কোন রাজ্য সম্প্রতি ১২তম ‘সিনিয়র মেন’স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ’-এ জয়ী হয়েছে?
(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) হরিয়ানা
(D) কর্ণাটক
- ফাইনালে হরিয়ানা তামিলনাড়ুকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে।
- ২০১১ সালের পর প্রথমবার ট্রফি জিতেছে হরিয়ানা।
৭. ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’ (BRO) শিনকু লা পাস-এ বিশ্বের সর্বোচ্চ টানেল নির্মাণ করতে চলেছে। কত উচ্চতায় টানেলটি নির্মিত হবে?
(A) ১৪,২৩০ ফুট
(B) ২০,৭৮০ ফুট
(C) ১৮,৯১০ ফুট
(D) ১৬,৫৮০ ফুট
- টানেলটি হিমাচল প্রদেশকে লাদাখের জান্সকার উপত্যকার সাথে সংযুক্ত করবে।
- BRO এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৮. Digit Insurance এর নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) মনোজ সোনি
(B) গোপাল শর্মা
(C) বিক্রম সিং মেহতা
(D) জ্যাসলীন কোহলি
- নতুন MD এবং CEO হিসাবে জ্যাসলীন কোহলি, বিজয় কুমারের স্থলাভিষিক্ত হবেন।
- Digit Insurance এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর : বিরাট কোহলি।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here