Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি একটি অনলাইন লাইব্রেরি উদ্যোগ ‘ই-কিতাব কোশ’ লঞ্চ করা হয়েছে?

(A) দিল্লী
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) জম্মু ও কাশ্মীর

[spoiler title=”উত্তর : “] (D) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতা ১৯শে এপ্রিল ২০২২ ‘ই-কিতাব কোশ’ চালু করেছিলেন।
  • এই অনলাইন লাইব্রেরিটি www.elibrary.jk.gov.in-এ অ্যাক্সেস করা যেতে পারে।
[/spoiler]

২. কোন রাজ্য সরকার সম্প্রতি তার শিক্ষা সম্পর্কিত গান ‘ইরাদা কর লিয়া হ্যায় হামনে’ প্রকাশ করেছে?

(A) চণ্ডীগড়
(B) পাঞ্জাব
(C) দিল্লী
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (C) দিল্লী

  • গানটির কথা লিখেছেন অলোক শ্রীবাস্তব এবং এটি গেয়েছেন বিখ্যাত গায়ক শান ও স্নেহা শঙ্কর।
  • শিক্ষা সম্পর্কে অনুপ্রেরণামূলক একটি গান এটি।
  • গানটি পেয়ে যাবে এখানে :
[/spoiler]

৩. কোন দেশের সাংবাদিক Vladyslav Yesypenko-কে সম্প্রতি ‘PEN/Barbey Freedom to Write’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে?

(A) এস্তোনিয়া
(B) ক্ষুধার্ত
(C) রাশিয়া
(D) ইউক্রেন

[spoiler title=”উত্তর : “] (D) ইউক্রেন

  • তাকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং মিথ্যে বিস্ফোরক পাচারের অভিযোগে একটি রাশিয়ান শ্রম শিবিরে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
  • ‘PEN/Barbey Freedom to Write’ পুরস্কারটি ১৯৮৭ সালে চালু করা হয়েছিল এবং এটি কর্মের জন্য কারাবন্দী লেখক, শিল্পী এবং সাংবাদিকদের দেওয়া হয়।
[/spoiler]

৪. কোথায় সম্প্রতি ৮৩তম ‘সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২২’ শুরু হয়েছে?

(A) নাগাল্যান্ড
(B) ত্রিপুরা
(C) মেঘালয়
(D) মিজোরাম

[spoiler title=”উত্তর : “] (C) মেঘালয়

  • মেঘালয়ের শিলং-এর SAI ইন্দোর স্টেডিয়ামে ১৯শে এপ্রিল এই চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
  • ভারতের ‘টেবিল টেনিস ফেডারেশন’-এর তত্ত্বাবধানে মেঘালয় সরকারের ক্রীড়া যুব বিষয়ক বিভাগের সহযোগিতায় মেঘালয় টেবিল টেনিস অ্যাসোসিয়েশনগুলি এই ইভেন্টটি আয়োজন করছে।
  • ৩৬টি বিভিন্ন দলের প্রায় ৪৫০ জন খেলোয়াড় এখানে অংশ নিচ্ছেন।
[/spoiler]

৫. কোন দেশে সম্প্রতি ‘সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২২’ শুরু হয়েছে?

(A) চীন
(B) মঙ্গোলিয়া
(C) জাপান
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (B) মঙ্গোলিয়া

  • সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ১৯শে এপ্রিল ২০২২ এ মঙ্গোলিয়াতে শুরু হয়েছে।
  • অলিম্পিক পদক বিজয়ী রবি দাহিয়া এবং বজরং পুনিয়া সহ ৩০ জন ভারতীয় কুস্তিগীর এই ইভেন্টে অংশ নেবেন।
[/spoiler]

৬. কোন রাজ্য সম্প্রতি ১২তম ‘সিনিয়র মেন’স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ’-এ জয়ী হয়েছে?

(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) হরিয়ানা
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (C) হরিয়ানা

  • ফাইনালে হরিয়ানা তামিলনাড়ুকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে।
  • ২০১১ সালের পর প্রথমবার ট্রফি জিতেছে হরিয়ানা।
[/spoiler]

৭. ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’ (BRO) শিনকু লা পাস-এ বিশ্বের সর্বোচ্চ টানেল নির্মাণ করতে চলেছে। কত উচ্চতায় টানেলটি নির্মিত হবে?

(A) ১৪,২৩০ ফুট
(B) ২০,৭৮০ ফুট
(C) ১৮,৯১০ ফুট
(D) ১৬,৫৮০ ফুট

[spoiler title=”উত্তর : “] (D) ১৬,৫৮০ ফুট

  • টানেলটি হিমাচল প্রদেশকে লাদাখের জান্সকার উপত্যকার সাথে সংযুক্ত করবে।
  • BRO এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
[/spoiler]

৮. Digit Insurance এর নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মনোজ সোনি
(B) গোপাল শর্মা
(C) বিক্রম সিং মেহতা
(D) জ্যাসলীন কোহলি

[spoiler title=”উত্তর : “] (D) জ্যাসলীন কোহলি

  • নতুন MD এবং CEO হিসাবে জ্যাসলীন কোহলি, বিজয় কুমারের স্থলাভিষিক্ত হবেন।
  • Digit Insurance এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর : বিরাট কোহলি।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button