Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে ‘ন্যাশনাল সিভিল সার্ভিস ডে’ হিসেবে পালন করা হয়?

(A) ২১শে এপ্রিল
(B) ১৭শে এপ্রিল
(C) ২০শে এপ্রিল
(D) ১৮শে এপ্রিল

উত্তর :
(A) ২১শে এপ্রিল

 • ১৯৪৭ সালে এই দিনে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটকাফ হাউসে প্রশাসনিক পরিষেবা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।
 • সেই দিনটিকে স্মরণ করার জন্য এটি উদযাপন করা হয়।
 • নরেন্দ্র মোদী ২১শে এপ্রিল Minister’s Awards for Excellence প্রদান করবেন।

২. প্রতি বছর জাতিসংঘ চীনা ভাষা দিবস কবে পালন করা হয়?

(A) ১৮ই এপ্রিল
(B) ২১শে এপ্রিল
(C) ২০শে এপ্রিল
(D) ১৯ই এপ্রিল

উত্তর :
(C) ২০শে এপ্রিল

 • জাতিসংঘ চীনা ভাষা দিবস প্রতি বছর ২০শে এপ্রিল বা তার কাছাকাছি পালিত হয়।
 • এই দিনে বিশ্ব সংস্কৃতিতে চীনা সাহিত্য, কবিতা এবং ভাষার অবদান তুলে ধরা হয়।
 • প্রথম জাতিসংঘ চীনা ভাষা দিবস ১২ই নভেম্বর, ২০১০ এ অনুষ্ঠিত হয়েছিল।
 • ২০১১ সালে, তারিখটি পরিবর্তন করে ২০শে এপ্রিল করা হয়েছিল।
 • জাতিসংঘের ৬টি অফিসিয়াল ভাষা রয়েছে – আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ।

৩. ২০২২ সালের এপ্রিলে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে নিচের মধ্যে কে ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) সুনীল কুমার
(B) অর্জুন হালাকুরকি
(C) A এবং B উভয়ই
(D) উপরের কেউই না

উত্তর :
(C) A এবং B উভয়ই

 • সুনীল কুমার সহ ভারতের কুস্তিগীররা এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ১৯শে এপ্রিল ২০২২-এ ব্রোঞ্জ পদক জিতেছিল।
 • ৫৫ কেজি প্রতিযোগিতায় অর্জুন হালাকুরকি, দাবাবন্দী মুনখ এরডেনেকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

৪. কে সম্প্রতি ‘La Roda International Open Chess Tournament’-এ বিজয়ী হয়েছেন?

(A) মনদীপ সিং
(B) ডি গুকেশ
(C) আশীষ কুমার
(D) সজন প্রকাশ

উত্তর :
(B) ডি গুকেশ

 • ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ৪৮তম ‘লা রোদা আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্ট’-এ বিজয়ী হয়েছেন।
 • তিনি ১৭ই এপ্রিল ২০২২-এ চূড়ান্ত পর্বে ইজরায়েলের ভিক্টর মিখালেভস্কিকে পরাজিত করেন।

৫. ‘পেমেন্ট সিস্টেম ট্রান্সফরমেশন’ বিভাগের অধীনে কোন ব্যাংককে বিশ্বব্যাপী ‘Celent Model Bank’ পুরস্কার দেওয়া হয়েছে?

(A) IndusInd Bank
(B) HDFC Bank
(C) Kotak Mahindra Bank
(D) ICICI Bank

উত্তর :
(A) IndusInd Bank

IndusInd Bank :

 • CEO : সুমন্ত কাঠপালিয়া
 • সদর দপ্তর : মুম্বাই
 • প্রতিষ্ঠা কাল : ১৯৯৪

৬. ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম কোন মন্দির কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে?

(A) শ্রী রঙ্গনাথস্বামী মন্দির
(B) স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির
(C) প্রম্বানন, ত্রিমূর্তি মন্দির
(D) ছত্রপুর মন্দির

উত্তর :
(B) স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির

 • ১৮ই এপ্রিল ২০২২-এ গান্ধীনগরের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কমপ্লেক্সে ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

৭. সম্প্রতি কে বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতের দ্রুততম ৬০০০ T20 রান সংগ্রাহক হয়েছেন?

(A) কেএল রাহুল
(B) এমএস ধোনি
(C) শিখর ধাওয়ান
(D) রোহিত শর্মা

উত্তর :
(A) কেএল রাহুল

 • লখনউ সুপার জায়ান্টস-এর অধিনায়ক কেএল রাহুল ১৯শে এপ্রিল, ২০২২-এ বিরাট কোহলিকে পেছনে ফেলে ইনিংসের পরিপ্রেক্ষিতে ভারতের দ্রুততম ৬০০০ টি-টোয়েন্টি রান করেন।
 • তিনি ১৭৯ ইনিংসে ১৩৮.১৮ স্ট্রাইক রেটে এই মাইলফলক ছুঁয়েছেন এবং বিরাট কোহলির ১৮৪ ইনিংসে এই রান সম্পন্ন করেছিলেন।

৮. ইন্দো-আমেরিকান শান্তি শেঠি সম্প্রতি কোন বিশ্বনেতার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) জো বাইডেন
(B) জাস্টিন ট্রুডো
(C) কমলা হ্যারিস
(D) বরিস জনসন

উত্তর :
(C) কমলা হ্যারিস

 • ইন্দো-আমেরিকান মার্কিন নৌসেনার প্রবীণ শান্তি শেঠিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাহী সচিব এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 • শান্তি শেঠি মার্কিন নৌবাহিনীর একটি বড় যুদ্ধ জাহাজের প্রথম ইন্দো-আমেরিকান কমান্ডার।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button