Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 11th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য সরকার “এক পরিবার এক পরিচয়” (One Family One Identity) এর জন্য একটি পোর্টাল চালু করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) রাজস্থান

[spoiler title=’উত্তর ‘ ] (C) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার “One Family One Identity” এর জন্য একটি পোর্টাল চালু করেছে।
  • এর মাধ্যমে ‘পরিবারে অন্তত একটি চাকরি’-র প্রস্তাব বাস্তবায়িত হবে।
  • জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য যোগ্য নয় এমন সমস্ত পরিবার এই আইডি পেতে সক্ষম হবে।
[/spoiler]

২. সব ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক কে?

(A) বিরাট কোহলি
(B) শিখর ধাওয়ান
(C) মহেন্দ্র সিং ধোনি
(D) রোহিত শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (D) রোহিত শর্মা

  • সব ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে উঠলেন রোহিত শর্মা।
  • ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১০ই ফেব্রুয়ারী ২০২৩-এ, ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে উঠলেন।
  • তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস এবং বাবর আজমের পর অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা চতুর্থ সামগ্রিক ক্রিকেটার হলেন রোহিত।
  • নাগপুরে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রথম টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
[/spoiler]

৩. সম্প্রতি, উকাগুরু স্পাইনি-থ্রোটেড রিড ফ্রগ নামে কণ্ঠহীন ব্যাঙের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এটি কোন দেশে পাওয়া গেছে?

(A) দক্ষিন আফ্রিকা
(B) অস্ট্রেলিয়া
(C) তানজানিয়া
(D) ভারত

[spoiler title=’উত্তর ‘ ] (C) তানজানিয়া

  • তানজানিয়ায় নতুন প্রজাতির ভয়েসহীন ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।
  • গবেষকদের একটি আন্তর্জাতিক দল তানজানিয়ায় একটি সার্ভে করার সময় কাঁটাযুক্ত গলাযুক্ত রিড ব্যাঙের এই নতুন প্রজাতি আবিষ্কার করেছে।
[/spoiler]

৪. আন্তর্জাতিক ডারউইন দিবস কবে পালিত হয়?

(A) ১১ই ফেব্রুয়ারি
(B) ১২ই জানুয়ারী
(C) ১১ই জানুয়ারী
(D) ১২ই ফেব্রুয়ারি

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১২ই ফেব্রুয়ারি

  • এটি প্রতি বছর ১২ই ফেব্রুয়ারি চার্লস ডারউইনের জন্মবার্ষিকীর স্মরণে পালন করা হয়।
  • তিনি ১৮০৯ সালের ১২ই ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
  • ডারউইন একজন ইংরেজ প্রকৃতিবিদ ছিলেন যিনি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে আধুনিক বিবর্তনবাদের ধারণা দিয়েছিলেন।
[/spoiler]

৫. Asian Development Bank কোন রাজ্যে উদ্যান পালনের জন্য ১৩০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে?

(A) মহারাষ্ট্র
(B) আসাম
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) হিমাচল প্রদেশ

  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) হিমাচল প্রদেশের (HP) জন্য ১৩০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে।
  • এটি কৃষি উৎপাদনশীলতা এবং কৃষকদের আয় বাড়াতে এবং রাজ্যে উদ্যান কৃষি ব্যবসাকে উন্নীত করতে ব্যবহার করা হবে।
[/spoiler]

৬. ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৩ কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) রিয়াদ
(B) জেদ্দা
(C) কাহিরা
(D) দুবাই

[spoiler title=’উত্তর ‘ ] (D) দুবাই

  • World Government Summit 2023 ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ এ দুবাইতে শুরু হতে চলেছে।
  • ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৩-এর থিম হলো “Shaping Future Governments”।
  • এটি একটি বিশ্বব্যাপী ফোরাম যা প্রতি বছর দুবাইতে অনুষ্ঠিত হয়।
[/spoiler]

৭. প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন নাতালিয়া গ্যাভরিলিটা। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী?

(A) মোরাকো
(B) মলদোভা
(C) নরওয়ে
(D) ফিনল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (B) মলদোভা

  • মলদোভানের প্রধানমন্ত্রী নাটালিয়া গ্যাভরিলিটা ১০ই ফেব্রুয়ারি ২০২৩ এ তার পদ থেকে পদত্যাগ করেছেন।
  • তিনি পদত্যাগের কারণ হিসেবে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে সমর্থনের অভাবকে উল্লেখ করেছেন।
  • মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু গ্যাভরিলিতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
  • ডোরিন রেসেনকে মনোনীত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
[/spoiler]

৮. বিশ্ব ইউনানী দিবস কার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়?

(A) মাওলানা আবুল কালাম
(B) মোহাম্মদ আলী জওহর
(C) হাকিম আজমল খান
(D) মুখতার আহমেদ আনসারী

[spoiler title=’উত্তর ‘ ] (C) হাকিম আজমল খান

  • হাকিম আজমল খানের জন্মবার্ষিকী উপলক্ষে ১১ই ফেব্রুয়ারি বিশ্ব ইউনানী দিবস পালিত হয়।
  • হাকিম আজমল খান ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ইউনানি পণ্ডিত এবং ইউনানি চিকিৎসা পদ্ধতিতে বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠাতা।
  • ২০২৩ এর থিম: “Unani Medicine for Public Health”।
  • ইউনানি গ্রীক ওষুধ।
  • এটি মূলত আরব এবং পারস্যদের দ্বারা বিকশিত হয়েছিল।
[/spoiler]

৯. কোন শহর ভারতের প্রথম ফর্মুলা E-রেসের আয়োজন করছে?

(A) নয়ডা
(B) হায়দ্রাবাদ
(C) লখনউ
(D) ইন্দোর

[spoiler title=’উত্তর ‘ ] (B) হায়দ্রাবাদ

  • কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১১ই ফেব্রুয়ারী ২০২৩ এ হায়দরাবাদে ফর্মুলা E চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন।
  • হায়দ্রাবাদ ভারতের প্রথম ফর্মুলা E-রেসের আয়োজন করছে।
  • হায়দ্রাবাদ বিশ্বের ২৭ তম শহর যা এই প্রতিযোগিতার আয়োজক।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button