Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 12th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ১১ তম ইন্দো-মঙ্গোলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) জয়পুর
(B) ব্যাঙ্গালুরু
(C) মুম্বাই
(D) দিল্লী

উত্তর
(D) দিল্লী

  • ভারত-মঙ্গোলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের 11 তম বৈঠক ১০ই ফেব্রুয়ারী ২০২৩ এ তারিখে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
  • ভারত ১৯৫৫ সালে মঙ্গোলিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

২. সি.পি. রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?

(A) ছত্তিশগড়
(B) ঝাড়খণ্ড
(C) নাগাল্যান্ড
(D) ওড়িশা

উত্তর
(B) ঝাড়খণ্ড

  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়া ১২ই ফেব্রুয়ারী ২০২৩-এ মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে ভগত সিং কোশিয়ারি এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে রাধা কৃষ্ণন মাথুরের পদত্যাগ গ্রহণ করার সময় ১৩ জন নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন।
  • সি.পি. রাধাকৃষ্ণনকে ঝাড়খণ্ডের গভর্নর পদে নিযুক্ত করা হয়েছে রমেশ বাইসের পরিবর্তে, যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • আসামের রাজ্যপাল নিযুক্ত হলেন জিসি কাটারিয়া।

৩. সম্প্রতি, HAL কোন দেশে উন্নত হালকা হেলিকপ্টার (ALH) Mark-III বিতরণ করেছে?

(A) মালদ্বীপ
(B) ইউক্রেন
(C) মরিশাস
(D) শ্রীলংকা

উত্তর
(C) মরিশাস

  • হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি মরিশাস সরকারকে একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার Mark 3 ভেরিয়েন্ট প্রদান করেছে।
  • HAL এই হেলিকপ্টার রপ্তানির জন্য জানুয়ারী ২০২২ এ মরিশাস সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল।

৪. দ্বিতীয় ভারতীয় রাইস কংগ্রেস কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) হায়দরাবাদ
(B) কটক
(C) ব্যাংলোর
(D) দিল্লী

উত্তর
(B) কটক

  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১১ই ফেব্রুয়ারি ২০২৩-এ ওড়িশার কটকের National Rice Research Center Institute এ (NRRI) দ্বিতীয় ভারতীয় ধান কংগ্রেসের উদ্বোধন করেছেন।
  • ২০২৩ সালের এই কংগ্রেসের থিম ছিল “Transforming Rice Research”।
  • এটি বিশ্বব্যাপী খাদ্য সংকট এবং সাম্প্রতিক বৈজ্ঞানিক উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে যা ধান ফসলের উৎপাদন ও ফলন বাড়াতে সাহায্য করবে।

৫. নিকোস ক্রিস্টোডৌলিডস সম্প্রতি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) গ্রীস
(B) সাইপ্রাস
(C) বুলগেরিয়া
(D) আলবেনিয়া

উত্তর
(B) সাইপ্রাস

  • Nikos Christodoulides ১২ই  ফেব্রুয়ারি ২০২৩-এ সাইপ্রাসের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • ক্রিস্টোডৌলিডস, প্রেসিডেন্ট নির্বাচনে আন্দ্রেয়াস মাভ্রোয়ানিসকে পরাজিত করেছেন।
  • এর আগে, তিনি ২০১৪ সালে সরকারের মুখপাত্র এবং ২০১৮ সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।

৬. হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা E রেসে জয়লাভ করলেন কে?

(A) নিক ক্যাসিডি
(B) জিন-এরিক ভার্গনে
(C) পেড্রো ল্যামি
(D) আন্তোনিও ফেলিক্স দা কস্তা

উত্তর
(B) জিন-এরিক ভার্গনে

  • জিন-এরিক ভার্গেন ১১ই ফেব্রুয়ারি ২০২৩-এ হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা E রেসে জয়লাভ করেছেন।
  • নিক ক্যাসিডি এবং আন্তোনিও ফেলিক্স দা কস্তা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।
  • এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা E রেস।
  • এটি হোসেন সাগর লেকের তীরে এবং হায়দ্রাবাদে নির্মিত ভারতের প্রথম স্ট্রিট সার্কিটে অনুষ্ঠিত হয়েছিল।

৭. কোন দেশের গবেষকরা অ্যাটাকামা লার্জ মিলিমিটার অ্যারে ব্যবহার করে একটি ‘Black Galaxy’ বা অদৃশ্য গ্যালাক্সি আবিষ্কার করেছেন?

(A) কানাডা
(B) চিলি
(C) ব্রাজিল
(D) ইতালি

উত্তর
(D) ইতালি

  • ইতালীয় গবেষকরা ALMA ব্যবহার করে একটি কালো ছায়াপথ বা অদৃশ্য গ্যালাক্সি আবিষ্কার করেছেন।
  • ছায়াপথটিকে অদৃশ্য বলা হচ্ছে কারণ এটি থেকে নির্গত আলো পৃথিবী থেকে দেখা যায় না।
  • ছায়াপথটি মিল্কিওয়ের চেয়েও ১০০০ গুণ হারে নতুন নক্ষত্র তৈরি করছে।

৮. G-20 এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি কোন শহরে শুরু হয়েছে?

(A) কলকাতা
(B) ইন্দোর
(C) নতুন দিল্লি
(D) চেন্নাই

উত্তর
(B) ইন্দোর

  • G-20 এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলবে ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
  • বৈঠকে G-20 সদস্য দেশ, অতিথি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button