Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 21st June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইউরো ২০২৪ -এর মাসকট হিসেবে জার্মানি নিম্নের কোনটিকে উন্মোচন করেছে ?

(A) সিংহ
(B) টেডি বিয়ার
(C) হাতি
(D) বাঘ

উত্তর
(B) টেডি বিয়ার

  • জার্মানিতে আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মাসকট হবে টেডি বিয়ার।
  • জার্মানিতে ১৪ জুন থেকে ১৪ জুলাই, ২০২৪ পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

২. নিচের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির নির্মিত হবে?

(A) মধ্য প্রদেশ
(B) বিহার
(C) রাজস্থান
(D) গুজরাট

উত্তর
(B) বিহার

  • বিহারের পূর্ব চম্পারণ জেলায় “বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির” এর জন্য ২০ জুন, ২০২৩-এ নির্মাণ কাজ শুরু হয়েছে ।
  • তিন তলা বিশিষ্ট বিরাট রামায়ণ মন্দিরের নির্মাণ কাজ ২০২৫  সালের শেষ নাগাদ ৫০০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হবে।

৩. নিচের কোন ভারতীয় নৌ জাহাজটি ২০২৩ সালের জুনে ভারত ভিয়েতনামকে উপহার দিয়েছে ?

(A) INS Delhi
(B) INS Magar
(C) INS Kirpan
(D) INS Vagir

উত্তর
(C) INS Kirpan
ভারত সম্প্রতি ভিয়েতনামকে দেশীয়ভাবে তৈরি ইন-সার্ভিস মিসাইল কর্ভেট আইএনএস কিরপান উপহার দিয়েছে।

৪. ২০২৩ সালের জুন মাসে জলবায়ু প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত মহাদেশগুলির মধ্যে কোনটি বিশ্বের দ্রুততম উষ্ণতা বৃদ্ধিকারী মহাদেশ?

(A) এশিয়া
(B) অস্ট্রেলিয়া
(C) ইউরোপ
(D) আফ্রিকা

উত্তর
(C) ইউরোপ

  • ইউরোপ বিশ্বের দ্রুততম-উষ্ণ হওয়া মহাদেশ।
  • গত বছরের তুলনায় এবছর ইউরোপ প্রায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম।

৫. নতুন দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (DERC) এর প্রধান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে ?

(A) উমেশ কামাথ
(B) রাজেশ শুক্লা
(C) দীপক মাজেঠিয়া
(D) উমেশ কুমার

উত্তর
(D) উমেশ কুমার
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (প্রাক্তন ) উমেশ কুমারকে দিল্লি বিদ্যুতের রেগুলেটরি কমিশন (DERC) এর চেয়ারপার্সন নিযুক্ত করেছেন।

৬. সম্প্রতি খবরে আসা ‘Common Annual Confidential Reports’ নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাথে যুক্ত ?

(A) প্রতিরক্ষা
(B) খেলাধুলা
(C) রাজনীতি
(D) MSME

উত্তর
(A) প্রতিরক্ষা
এই রিপোর্টে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্তৃপক্ষ সম্প্রতি সশস্ত্র বাহিনীর সকল শাখায় সিনিয়র অফিসারদের জন্য অভিন্ন বার্ষিক গোপনীয় প্রতিবেদন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

৭. অমিত শাহ মধ্যপ্রদেশের কোন জায়গা থেকে সম্প্রতি গৌরব যাত্রার উদ্বোধন করেছিলেন?

(A) বালাঘাট
(B) ইন্দোর
(C) উজ্জয়িন
(D) গোয়ালিয়র

উত্তর
(A) বালাঘাট
মধ্যপ্রদেশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোন্ড রাজ্যের রানী দুর্গাবতীর আত্মত্যাগের গল্প ছড়িয়ে দিতে বালাঘাট থেকে গৌরব যাত্রার উদ্বোধন করেছেন ।

৮. গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স ২০২৩ অন্যজয়ী বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটি?

(A) সিডনি
(B) মেলবোর্ন
(C) কোপেনহেগেন
(D) ভিয়েনা

উত্তর
(D) ভিয়েনা

  • অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এবং ডেনমার্কের কোপেনহেগেন, মেলবোর্ন এবং সিডনি তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে এবং ভ্যাঙ্কুভার বসবাসযোগ্যতা সূচকে ৫তম সেরা শহর হিসাবে স্থান পেয়েছে।
  • ভারত থেকে, নয়াদিল্লি এবং মুম্বাই ১৪১ তম অবস্থানে এবং চেন্নাই ১৪৪ তম স্থানে রয়েছে। আহমেদাবাদ এবং বেঙ্গালুরু ১৪৭ এবং ১৪৮ তম স্থানে রয়েছে।

৯. সম্প্রতি আমুল গার্ল এর স্রষ্টা প্রয়াত হয়েছেন। এই আমুল গার্ল এর স্রষ্টার নাম –

(A) আর কে লক্ষ্মণ
(B) সিলভেস্টার দাকুনহা
(C) ভি কুরিয়ান
(D) ইউস্টেস ফার্নান্দেস

উত্তর
(B) সিলভেস্টার দাকুনহা

  • প্রয়াত ‘আমুল গার্লে’র স্রষ্টা সিলভেস্টার দাকুনহা (Sylvester daCunha)।
  • আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এক টুইটে এই খবর জানিয়েছেন।
  • ‘আমুল গার্ল’ ১৯৬৬ সালে প্রথম সামনে আনেন সিলভেস্টার দা কুনহা।

১০. ২০২৩ সালের জুন মাসে পূর্ব লাদাখে ভারত কর্তৃক পরিচালিত বিশাল সামরিক মহড়ার নাম কি ছিল ?

(A) আগ্নেয়াস্ত্র ১
(B) আগ্নেয়াস্ত্র ২
(C) আগ্নেয়াস্ত্র ৩
(D) আগ্নেয়াস্ত্র ৪

উত্তর
(A) আগ্নেয়াস্ত্র ১
ভারতীয় সেনাবাহিনী পূর্ব লাদাখে একটি বিশাল সামরিক মহড়া – অগ্নেয়াস্ত্র ১ সম্প্রতি সম্পন্ন করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button