Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18-19th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন পণ্যটি “Product of the Year 2023” তালিকায় নেই?

(A) মোবাইল ফোন
(B) জীবন বীমা পরিকল্পনা
(C) এয়ার পিউরিফায়ার
(D) ওয়াটার হিটার

[spoiler title=’উত্তর ‘ ] (A) মোবাইল ফোন
“Product of the Year 2023” তালিকায় রয়েছে Air Purifier, Ceiling Fan, Tower Air Cooler, Water Heater, Water Purifier and Life Insurance Plans [/spoiler]

২. নিচের কোন ব্যক্তি US ওপেন গলফ জিতে নিয়েছেন ?

(A) উইন্ডহাম ক্লার্ক
(B) ররি ম্যাকিলরয়
(C) স্কটি শেফলার
(D) ক্যামেরন স্মিথ

[spoiler title=’উত্তর ‘ ] (A) উইন্ডহাম ক্লার্ক
উইন্ডহাম ক্লার্ক এবারের US ওপেন জিতে নিয়েছেন ররি ম্যাকইলরয়কে পরাজিত করে। [/spoiler]

৩. প্রথম ভারতীয় ফেন্সার যিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতে নিয়েছেন –

(A) ভবানী দেবী
(B) করণ সিং
(C) শেফালী দেবী
(D) শিবা মাগেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভবানী দেবী
শিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভবানী দেবী (Bhavani Devi)। জাপানের মিসাকি ইমুরাকে হারিয়ে দিয়েছিলেন তিনি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। এরপরই পদক নিশ্চিত করেন তিনি। [/spoiler]

৪. কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‘Governor of the Year’ পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) শ্রীলঙ্কা
(B) আফগানিস্তান
(C) ভারত
(D) ইরান

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভারত
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর গভর্নর শক্তিকান্ত দাস কেন্দ্রীয় ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস ২০২৩ -এ ‘গভর্নর অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। [/spoiler]

৫. কোন মধ্য ইউরোপীয় দেশ প্রথম সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে ?

(A) পোল্যান্ড
(B) চেক প্রজাতন্ত্র
(C) হাঙ্গেরি
(D) এস্তোনিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) এস্তোনিয়া
এস্তোনিয়ার পার্লামেন্ট সমকামী বিবাহকে বৈধতা দেওয়ার জন্য একটি আইন অনুমোদন করেছে। [/spoiler]

৬. RBI-এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) উমেশ জেঠওয়া
(B) রাকেশ রাজৌরিয়া
(C) আর. গান্ধী
(D) স্বামীনাথন জানকিরামন

[spoiler title=’উত্তর ‘ ] (D) স্বামীনাথন জানকিরামন

  • কেন্দ্রীয় সরকার, ২০শে জুন ২০২৩-এ স্বামীনাথন জানকিরামনকে তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করেছে ।
  • মহেশ কুমার জৈনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
  • জানকিরামন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
  •  আরবিআই-এর বাকি তিনজন ডেপুটি গভর্নর হলেন – টি. রবি শঙ্কর, এম. রাজেশ্বর রাও এবং মাইকেল পাত্র৷
[/spoiler]

৭. বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৩ এর থিম কি ছিল?

(A) Conservation through hydrography
(B) Innovation and collaboration in hydrography
(C) Hydrography – Underpinning the Digital Twin of the Ocean
(D) Hydrography – the key to well-managed seas and waterways

[spoiler title=’উত্তর ‘ ] (C) Hydrography – Underpinning the Digital Twin of the Ocean
প্রতিবছর ২১শে জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন করা হয় । [/spoiler]

৮. WEF প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৩ -এ ভারতের অবস্থান কী?

(A) ১০০
(B) ১২১
(C) ১২৭
(D) ১৩৫

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১২৭

  • ১৪৬টি দেশের মধ্যে ভারত রয়েছে ১২৭তম অবস্থানে।
  • এই রিপোর্টে শীর্ষে রয়েছে আইসল্যান্ড ।
  • ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থান নিম্নরূপ
    • পাকিস্তান – ১৪২
    • বাংলাদেশ – ৫৯
    • চীন – ১০৭
    • নেপাল – ১১৬
    • শ্রীলংকা – ১১৫
    • ভুটান – ১০৩
[/spoiler]

৯. নিচের কোন জায়গাটিতে যোগা সেশনে (Yoga session ) ১.৫৩ লাখ লোক একসাথে অংশগ্রহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে?

(A) জবলপুর
(B) সুরাট
(C) লখনউ
(D) হরিদ্বার

[spoiler title=’উত্তর ‘ ] (B) সুরাট
যোগা দিবসে একসাথে ১.৫৩ লাখ লোক সূরাতে একটি সেশনে যোগাতে অংশগ্রহন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে । [/spoiler]

১০. নিচের কোন জায়গায় উত্তর ভারতের প্রথম স্কিন ব্যাঙ্ক উদ্বোধন করা হয়েছে ?

(A) চণ্ডীগড়
(B) গুরুগ্রাম
(C) লখনউ
(D) নতুন দিল্লি

[spoiler title=’উত্তর ‘ ] (D) নতুন দিল্লি
নয়াদিল্লির সফদরজং হাসপাতালে উত্তর ভারতের প্রথম স্কিন ব্যাঙ্কের উদ্বোধন করা হয়েছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button