Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22nd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. স্ট্যান্ডার্ড IS 18267: 2023 এর উদ্দেশ্য কি, যা সম্প্রতি BIS দ্বারা চালু করা হয়েছে?

(A) প্লাস্টিক দূষণ প্রচার
(B) পাত্রে ক্ষতিকর অ্যাডিটিভস সমর্থন
(C) নন-বায়োডিগ্রেডেবল কাটলারি ব্যবহারে উৎসাহিত করা
(D) প্লাস্টিক দূষণ হ্রাস

[spoiler title=’উত্তর ‘ ] (D) প্লাস্টিক দূষণ হ্রাস
দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) IS 18267: 2023 প্রকাশ করেছে যার প্রধান উদেশ্য হল – reducing plastic pollution and promoting sustainability [/spoiler]

২. সম্প্রতি, ডিজি যাত্রা অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। এই অ্যাপটি চালু হয় কোন সালে?

(A) ২০২০
(B) ২০২১
(C) ২০২২
(D) ২০১৯

[spoiler title=’উত্তর ‘ ] (C) ২০২২
ডিজি যাত্রাএকটি ফেসিয়াল রেকগনিশন চেক ইন সিস্টেম।
এটির মূল লক্ষ্য বিমানবন্দরে যাত্রীদের জন্য একটি বিরামহীন এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা প্রদান করা। [/spoiler]

৩. হকিতে ১৩তম ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে কোন দল ?

(A) হকি কর্ণাটক
(B) হকি পাঞ্জাব
(C) হকি মধ্যপ্রদেশ
(D) হকি মহারাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (C) হকি মধ্যপ্রদেশ
আইকনিক বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে হকি চণ্ডীগড়কে ফাইনালে হারিয়ে হকি মধ্যপ্রদেশ ১৩তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছে । [/spoiler]

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট Micron নিচের কোন রাজ্যে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট স্থাপন করতে চলেছে?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) গুজরাট
আমেরিকান চিপমেকার মাইক্রোন গুজরাটে চিপ অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করতে ৮২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। [/spoiler]

৫. আন্তর্জাতিক অলিম্পিক দিবস ২০২৩ এর থিম কি ছিল ?

(A) Together, For a Peaceful World
(B) Let’s Move
(C) Stay healthy, stay strong for a Peaceful World
(D) Stay healthy, stay strong, stay active with the Olympic Day workout on June 23

[spoiler title=’উত্তর ‘ ] (B) Let’s Move
প্রতিবছর ২৩শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। এবছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবস -এর থিম – “Let’s Move” [/spoiler]

৬. নিচের কোন ব্যক্তি “The Power of Facebook Marketing ” শিরোনামে তার প্রথম বই প্রকাশ করেছেন ?

(A) অমিত কুমার ঝা
(B) দীপক কনকরাজু
(C) প্রদীপ চোপড়া
(D) কুনাল চৌধুরী

[spoiler title=’উত্তর ‘ ] (A) অমিত কুমার ঝা
বিখ্যাত ডিজিটাল মার্কেটার অমিত কুমার ঝা তার প্রথম বই প্রকাশ করলেন। বইটির নাম – : “দ্য পাওয়ার অফ ফেসবুক মার্কেটিং”। [/spoiler]

৭. নিচের কোন ব্যক্তি “Symphony to Jazz” নামে একটি নতুন বই প্রকাশ করলেন ?

(A) অঙ্কিত খেমকা
(B) আমান গুপ্তা
(C) রনি স্ক্রুওয়ালা
(D) অমিত কুমার ঝা

[spoiler title=’উত্তর ‘ ] (A) অঙ্কিত খেমকা
বিখ্যাত লেখক অঙ্কিত খেমকা “Symphony to Jazz,” শিরোনামের তার সাম্প্রতিক বইটি প্রকাশ করেছেন। [/spoiler]

৮. নিচের কোন দেশ পাঞ্জাব প্রদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পাকিস্তানের সাথে চুক্তি করলো ?

(A) তুরস্ক
(B) চীন
(C) ইরান
(D) ইরাক

[spoiler title=’উত্তর ‘ ] (B) চীন
চীন পাকিস্তানের সাথে ১,২০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ৪.৮ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে [/spoiler]

৯. নিচের কোন রাজ্যে দেশের বৃহত্তম বেসরকারি রেল কোচ কারখানা উদ্বোধন করা হয়েছে?

(A) মধ্য প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) অন্ধ্র প্রদেশ
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) তেলেঙ্গানা

  • তেলেঙ্গানায়, হায়দ্রাবাদের কাছে রাঙ্গারেডি জেলার কোন্ডকাল গ্রামে দেশের বৃহত্তম বেসরকারী রেল কোচ কারখানার উদ্বোধন করা হয়েছে।
  • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার একটি কোম্পানি মেধা সার্ভো ড্রাইভস প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত এই ফেসিলিটির উদ্বোধন করেছেন।
[/spoiler]

১০. এশিয়ান অনূর্ধ্ব-২১ স্নুকারে ব্রোঞ্জ জিতেছেন রায়ান রাজমি। তিনি নিম্নলিখিত কোন রাজ্যের খেলোয়াড় ?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) মুম্বাই
ভারতীয় স্নুকার খেলোয়াড় রায়ান রাজমি ইরানের তেহরানে এশিয়ান অনূর্ধ্ব-21 স্নুকার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button