11th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
11th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১১ই ফেব্রুয়ারি – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ‘অটল টানেল’ অফিসিয়ালি UK-ভিত্তিক ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’ দ্বারা ১০,০০০ ফুটের উচ্চতায় বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হিসাবে প্রত্যয়িত হয়েছে। টানেলটির দৈর্ঘ্য কত?
(A) ৮.১৩ কিমি
(B) ৯.৪৮ কিমি
(C) ৯.০২ কিমি
(D) ৮.৭৬ কিমি
- বর্ডার রোড অর্গানাইজেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী পুরস্কারটি গ্রহণ করেন।
- ৯.০২ কিমি দীর্ঘ অটল টানেলটি মানালি-লেহ হাইওয়েতে নির্মিত হয়েছিল, ৩রা অক্টোবর ২০২০-এ প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
২. ICC পুরুষদের ODI ব্যাটিং র্যাঙ্কিং-এ ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানে কে রয়েছেন?
(A) রোহিত শর্মা
(B) কেএল রাহুল
(C) শিখর ধাওয়ান
(D) বিরাট কোহলি
- বিরাট কোহলি ICC পুরুষদের ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং ২০২২-এ শীর্ষস্থানীয় ভারতীয়।
- তিনি ৮২৮ পয়েন্ট নিয়ে বিশ্বে তার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন, তারপরে ৮০৭ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন।
৩. আহমেদাবাদ IPL দলটির নতুন নাম কী?
(A) Gujarat Lions
(B) Ahmedabad Giants
(C) Ahmedabad Titans
(D) Gujarat Titans
- ‘গুজরাট টাইটান্স’ আহমেদাবাদ IPL ফ্র্যাঞ্চাইজির নতুন নাম। নামটি আনুষ্ঠানিকভাবে ৯ই ফেব্রুয়ারী, ২০২২-এ ঘোষণা করা হয়েছিল৷
- হার্দিক পান্ডেকে নতুন আহমেদাবাদ IPL টিমের অধিনায়ক হিসাবে নামকরণ করা হয়েছে (২০২২)৷
৪. ৯৪তম একাডেমি পুরস্কারে কোন চলচ্চিত্রটি সর্বাধিক মনোনয়ন পেয়েছে?
(A) Belfast
(B) Dune
(C) The Power Of The Dog
(D) West Side Story
জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘Power Of The Dog’ , সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অভিনেতা সহ বিভিন্ন প্রধান বিভাগে মোট ১২টি মনোনয়ন সহ ৯৪তম একাডেমি পুরস্কারে সর্বাধিক সংখ্যক মনোনয়ন পেয়েছে। [/spoiler]
৫. কোন রাজ্যের হাইকোর্ট হিজাবের বিষয়টি নিয়ে বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ‘ধর্মীয় জিনিস’ পরতে নিষেধ করেছে?
(A) তেলেঙ্গানা
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) কর্ণাটক
- কর্ণাটক হাইকোর্ট ১০ই ফেব্রুয়ারী, ২০২২ এ হিজাব নিয়ে বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ধর্মীয় জিনিস পরতে নিষেধ করেছে।
- কলেজগুলিতে হিজাবের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদনের শুনানিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
৬. ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি কাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছে?
(A) নীরব মোদী
(B) বিজয় মালিয়া
(C) মেহুল চোকসি
(D) ললিত মোদী
- ভারতের সুপ্রিম কোর্ট ১০ই ফেব্রুয়ারী, ২০২২-এ পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে তার বিরুদ্ধে অবমাননার মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য শেষ ২ সপ্তাহের সুযোগ দিয়েছে।
- তিনি তা করতে ব্যর্থ হলে আদালত বিষয়টি নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
৭. কোন দেশ সম্প্রতি One Ocean Summit আয়োজন করছে?
(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) ফ্রান্স
- ফ্রান্স জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় ফ্রান্সের ব্রেস্টে ৯-১১ই ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত One Ocean Summit এর আয়োজন করছে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ ফেব্রুয়ারি, ২০২২-এ এই শীর্ষ সম্মেলনের উচ্চ-স্তরের অংশে ভাষণ দিলেন।
৮. ভারতের প্রথম বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট কোন রাজ্যে নির্মিত হবে?
(A) মধ্যপ্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ
ভারতের প্রথম বাণিজ্যিক বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হবে মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায়। [/spoiler]
৯. সম্প্রতি কোন দেশে প্রত্নতাত্ত্বিকরা একটি প্রাচীন রোমান বসতি খুঁজে পেয়েছেন?
(A) গ্রীস
(B) রাশিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) যুক্তরাজ্য
- যুক্তরাজ্যের গবেষকরা HS2 নামে একটি উচ্চ-গতির রেলপথ নির্মাণের রুট তদন্ত করার সময় একটি প্রাচীন রোমান বসতি খুঁজে পেয়েছেন।
- সাম্প্রতিক খননে, বিজ্ঞানীরা ৪০টি শিরচ্ছেদ করা কঙ্কাল খুঁজে পেয়েছেন, যা সম্ভবত অপরাধীদের মৃত্যুদণ্ডের ফলে হতে পারে। এদের মধ্যে অনেককে কবরস্থ করা হয়েছিল তাদের বিচ্ছিন্ন মাথা তাদের পায়ের মাঝে বা পায়ের কাছে রেখে।
- প্রত্নতাত্বিক দলটি এর আগে ১,২০০ টি কয়েন, মৃৎপাত্র, কাটলারি, গেমিং ডাইস, ঘণ্টা এবং সীসার বাটখারা খুঁজে পেয়েছিল।
১০. দেশের একটি নতুন স্তন্যপায়ী প্রজাতি ‘White Cheeked Macaque’ সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?
(A) উত্তরাখণ্ড
(B) সিকিম
(C) অরুণাচল প্রদেশ
(D) আসাম
- জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-এর বিজ্ঞানীরা অরুণাচল প্রদেশে সম্প্রতি ‘হোয়াইট চিকড ম্যাকাক’ নামে একটি নতুন স্তন্যপায়ী প্রজাতির সন্ধান পেয়েছেন।
- ম্যাকাক প্রথম ২০১৫ সালে চীনে আবিষ্কৃত হয়েছিল এবং এর আগে ভারতে এর অস্তিত্ব জানা ছিল না।
- হোয়াইট চিকড ম্যাকাকের সাদা গাল, ঘাড়ে লম্বা এবং ঘন চুল এবং অন্যান্য ম্যাকাকের চেয়ে লম্বা লেজ রয়েছে।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবিষ্কৃত সর্বশেষ স্তন্যপায়ী প্রাণী।
To check our latest Posts - Click Here