Current AffairsDaily Current Affairs in Bengali

সাম্প্রতিকী | সেপ্টেম্বর ১২, ১৩, ১৪, ১৫, ১৬ – ২০২০ | Daily Current Affairs

Daily Current Affairs - 12th, 13th, 14th, 15th , 16th September - 2020

সাম্প্রতিকী – সেপ্টেম্বর ১২, ১৩, ১৪, ১৫, ১৬  – ২০২০

দেওয়া রইলো ১২, ১৩, ১৪, ১৫, ১৬  সেপ্টেম্বর – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

দেখে নাও সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের – এর ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ 

সাম্প্রতিকী MCQ

১. স্বরাষ্ট্র মন্ত্রক ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) আইন, ২০১০ এর অধীনে শ্রী হরমান্দির সাহেব মন্দিরটিকে বিদেশি অর্থ বিনিয়োগের অনুমোদন দিয়েছে । শ্রী হরমন্দির সাহেব কোথায় অবস্থিত?

(A) নতুন দিল্লি
(B) অমৃতসর
(C) ভাটিন্দা
(D) চণ্ডীগড়

উত্তর :
(B) অমৃতসর

হরমন্দির সাহিব বা দরবার সাহিব, কথ্যরূপে স্বর্ণমন্দির, শিখধর্মের পবিত্রতম তীর্থস্থান। এটি চতুর্থ শিখ গুরু রাম দাস কর্তৃক প্রতিষ্ঠিত অমৃতসর শহরে অবস্থিত। এই শহরটি গুরু দি নগরি বা গুরুর নগরী নামে পরিচিত।


২. ২০২০ সালের সেপ্টেম্বরে ডায়ানা রিগ প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) অভিনয়
(B) রাজনীতি
(C) ক্রিকেট
(D) সোশ্যাল অ্যাক্টিভিজম

উত্তর :
(A) অভিনয়

ডেম এনিড ডায়ানা এলিজাবেথ রিগ, ডিবিই (২০ জুলাই ১৯৩৮ – ১০ সেপ্টেম্বর ২০২০) একজন ইংরেজ অভিনেত্রী ছিলেন। তিনি দি অ্যাভেঞ্জার্স (১৯৬৫-৬৮) টেলিভিশন ধারাবাহিকে এমা পিল এবং গেম অব থ্রোনস (২০১৩-১৭) টেলিভিশন ধারাবাহিকে ওলেনা টাইরেল চরিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন।


৩. প্রথম বারের জন্য ” International Day to Protect Education from Attack ” – দিবস পালন করা হলো কবে ?

(A) সেপ্টেম্বর ৮
(B) সেপ্টেম্বর ৯
(C) সেপ্টেম্বর ১০
(D) সেপ্টেম্বর ১১

উত্তর :
(B) সেপ্টেম্বর ৯

UNICEF এবং UNESCO প্রথমবারের জন্য এই দিবসটি পালন করলো ২০২০ সালের সেপ্টেম্বর ৯ তারিখে ।


৪. প্রতি বছর হিমালয় দিবস কবে পালিত হয়?

(A) সেপ্টেম্বর ৭
(B) সেপ্টেম্বর ৮
(C) সেপ্টেম্বর ৯
(D) সেপ্টেম্বর ১০

উত্তর :
(C) সেপ্টেম্বর ৯

প্রতিবছর ৯ই সেপ্টেম্বর হিমালয় দিবস পালন করা হয়। ২০২০ সালের থিম ছিল – ‘Himalayas and Nature’.


৫. ভারতে শিশুদের অধিকার সম্পর্কে প্রচারের জন্য কাকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ঘোষণা করা হয়েছে ?

(A) আয়ুষ্মান খুরানা
(B) রাজকুমার রাও
(C) জিতেন্দ্র কুমার
(D) রণবীর সিং

উত্তর :
(A) আয়ুষ্মান খুরানা

সম্প্রতি শিশুদের নিগ্রহ রুখতে, তাদের অধিকার সুরক্ষিত করতে UNICEF-এর সেলিব্রিটি অ্যাডভোকেট হলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা।


৬. ২০১৯ সালের বিশ্ব উশু চ্যাম্পিয়ন হলেন 

(A) পুনম খাতরী
(B) পূজা কাদিয়ান
(C) সিমরান খান্না
(D) অনামিকা গুপ্ত

উত্তর :
(A) পুনম খাতরী

পুনম মহিলাদের ৭৫ কেজি বিভাগে ইরানি প্রতিপক্ষ মেরিয়ামের কাছে ফাইনাল হেরেছিলেন।  কিন্তু  সম্প্রতি মরিয়ম ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পরে পুনম খাতরিকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।


৭. ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতজুড়ে প্রায় ২ কোটিরও বেশি পরিবারকে নলের জলের সংযোগ দেওয়া হয়েছে। “জল জীবন” মিশনের আওতায় দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে কোন বছরের মধ্যে পানীয় জল সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে ?

(A) ২০২৩
(B) ২০২৪
(C) ২০২৫
(D) ২০২৬

উত্তর :
(B) ২০২৪

২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে পানীয় জল সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে  “জল জীবন” মিশনের আওতায় ।


৮. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইলাহাঙ্কায় একটি ফ্লাইওভারের উদ্বোধন করলেন ও নামকরণ করলেন  বীর সাভারকারের নামে ?

(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) কর্ণাটক

উত্তর :
(D) কর্ণাটক

কর্ণাটকের মুখ্যমন্ত্র বি এস ইয়েদুরাপ্পা ইলাহাঙ্কায় একটি ফ্লাইওভারের উদ্বোধন করলেন ও নামকরণ করলেন  বীর সাভারকারের নামে ।


৯. অ্যামাজন – এর ডিজিটাল সহকারী  আলেক্সা (Alexa ) -এর কণ্ঠস্বর দিতে চলেছেন কোন বিখ্যাত বলিউড অভিনেতা ? 

(A) শাহরুখ খান
(B) ঋত্বিক রোশন
(C) অমিতাভ বচ্চন
(D) সালমান খান

উত্তর :
(C) অমিতাভ বচ্চন

অ্যামাজন তার ডিজিটাল সহকারী অ্যালেক্সার জন্য সেলিব্রিটি ভয়েস তৈরি করতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।


১০. ইয়োশিহিদ সুগা সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ?

(A) জাপান
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) জার্মানি

উত্তর :
(A) জাপান

বিদায়ী প্রধানমন্ত্রী সিনজো আবের অনুগত সহযোগী জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদ সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন ।


১১. অরুন শ্রীনীবাসকে কোন সংস্থা সম্প্রতি তাদের গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে ?

(A) টুইটার
(B) ফেসবুক
(C) ইনস্টাগ্রাম
(D) উবার

উত্তর :
(B) ফেসবুক

অরুন শ্রীনীবাসকে কোন সংস্থা সম্প্রতি তাদের গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে।


১২. World First Aid Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ৯
(B) সেপ্টেম্বর ১০
(C) সেপ্টেম্বর ১১
(D) সেপ্টেম্বর ১২

উত্তর :
(D) সেপ্টেম্বর ১২

২০০০ সাল থেকে প্রতিবছর World First Aid Day ১২ই সেপ্টেম্বর পালিত হয়ে আসছে ।


১৩. ইউএস ওপেন উইমেনস সিঙ্গলস ২০২০ জিতলেন কে ?

(A) সেরেনা উইলিয়ামস
(B) মারিয়া শারাপোভা
(C) নাওমি ওসাকা
(D) ক্যারোলিনা কে প্লিসকোভা

উত্তর :
(C) নাওমি ওসাকা

জাপানের ২২ বছর বয়সি নাওমি ওসাকা দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেন শিরোপা জিতেছেন। ২০২০ সালের ফাইনালে ওসাকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করেছেন। প্রথম সেটটি হেরে ওসাকা দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেন এবং টানা দু’টি সেট জিতে ম্যাচটি জিতে নেন। তিনি আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ ফলাফলে পরাজিত করেন।


১৪. ২০২০ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন মেনস সিঙ্গলস কে জিতলেন ? 

(A) নোভাক জোকোভিচ
(B) আলেকজান্ডার জাভেরেভ
(C) ড্যানিল মেদভেদেভ
(D) ডোমিনিক থিম

উত্তর :
(D) ডোমিনিক থিম

করোনা পরবর্তী ইউএস ওপেনে ছিলেন না রজার ফেদেরার-রাফায়েল নাদাল। বিগ থ্রির দুই না থাকায় নোভাক জোকোভিচের সামনে ছিল দারুণ সুযোগ। তবে মাঝপথে এক অঘটনে তিনিও বহিষ্কার হন।

ইউএস ওপেন-২০২০ এর ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তুলেছেন অস্ট্রিয়ার ডোমিনিক থিম। একই সঙ্গে ফাইনালে তার হেরে যাওয়ার ঘটনাতেও দাড়ি পড়লো। কারণ, এর আগে তিনটি ফাইনাল ম্যাচ খেলেও শিরোপা বঞ্চিত থেকেছেন থিম।


১৫. ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য  (Best Screenplay ) পুরস্কার জিতেছে – 

(A) And Tomorrow the Entire World
(B) The Disciple
(C) Dear Comrades
(D) Shiva Baby

উত্তর :
(B) The Disciple

চলচ্চিত্র নির্মাতা চৈতন্য তামান্নের “The Disciple” ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য  (Best Screenplay ) পুরস্কার জিতেছে ।


১৬. টিকিটকের বিকল্প স্বরূপ নিম্নলিখিত কোন সংস্থা ‘Shorts’ নামক  সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আনতে চলেছে ?

(A) ফেসবুক
(B) ইনস্টাগ্রাম
(C) ইউটিউব
(D) হোয়াটসঅ্যাপ

উত্তর :
(C) ইউটিউব

ইউটিউব ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  ‘Shorts’ আনতে চলেছে ।


১৭. কোন রাজ্য সরকার এক বছরের জন্য অক্সিজেন বহনকারী যানবাহনগুলিকে অ্যাম্বুলেন্সের মর্যাদা দিতে চলেছে ?

(A) পাঞ্জাব
(B) তেলেঙ্গানা
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(C) মহারাষ্ট্র

মহারাষ্ট্র সরকার এক বছরের জন্য অক্সিজেন বহনকারী যানবাহনগুলিকে অ্যাম্বুলেন্সের মর্যাদা দিতে চলেছে ।


১৮. বিজেপি নিম্নলিখিত কার জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর ২০২০ তে এক সপ্তাহব্যাপী “সেবা সপ্তাহ” পালন করছে ?

(A) নরেন্দ্র মোদী
(B) অটল বিহারি বাজপেয়ী
(C) সুষমা স্বরাজ
(D) অমিত মিত্র

উত্তর :
(A) নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর জন্মদিন – ১৭টি সেপ্টেম্বর ২০২০ । এবছর এটি নরেন্দ্র মোদির ৭০তম জন্মবার্ষিকী ।


১৯. ২০২০ সালের সেপ্টেম্বরে সংসদটি নিম্নলিখিত কোন বিলটি/বিলগুলি  পাস করেছে?

  • ১. National Commission for Homoeopathy Bill, 2020
  • ২. National Commission for Indian System of Medicine Bill, 2020
  • ৩. National Commission for Ayurveda Bill, 2020

 

(A) শুধুমাত্র ১
(B) ১ এবং ২
(C) ২ এবং ৩
(D) সবগুলি

উত্তর :
(B) ১ এবং ২

লোকসভা ১৪ই সেপ্টেম্বর এই দুটি বিল ( National Commission for Homoeopathy Bill, 2020 ও National Commission for Indian System of Medicine Bill, 2020 ) পাস্ করেছে ।


২০. ভারত সম্প্রতি কত বছরের জন্য Commission on Status of Women (CSW) এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

চীন কে হারিয়ে Economic and Social Council (ECOSOC) এর Commission on Status of Women (CSW) এর ৪ বছরের সদস্যপদ পেলো ভারত  ।


২১. ২০২০ সালের সেপ্টেম্বরে, কেন্দ্র সরকার নিম্নলিখিত কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করলো ?

(A) টমেটো
(B) পেঁয়াজ
(C) আলু
(D) ধান

উত্তর :
(B) পেঁয়াজ

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।


২২. ২০২০ সালের সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংক  (Asian Development  Bank ) এর এক্সিকিউটিভ  ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

(A) সমীর কুমার খারে
(B) রাজেশ খুল্লার
(C) অরুণ কুমার
(D) চেতন সিং

উত্তর :
(A) সমীর কুমার খারে

সমীর কুমার খারে সম্প্রতি শীয় উন্নয়ন ব্যাংক  (Asian Development  Bank ) এর এক্সিকিউটিভ  ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ।


২৩. আদিত্য পুরিকে সম্প্রতি “Euromoney Awards of Excellence ”  এর তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়েছে।  আদিত্য পুরি নিম্নলিখিত কোন ব্যাংকের এমডি ?

(A) Axis Bank
(B) SBI Bank
(C) HDFC Bank
(D) Canara Bank

উত্তর :
(C) HDFC Bank

২৪.  ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক ডেনমার্কের টমাস এবং উবার কাপ কোন সাল পর্যন্ত স্থগিত রাখা হলো ?

(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪

উত্তর :
(A) ২০২১

এই প্রতিযোগিতা থেকে অনেক দল নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক ডেনমার্কের টমাস এবং উবার কাপ ২০২১ সাল পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে ।


২৫. রেলপথ মন্ত্রণালয় ২০২০ সালের ২১ শে সেপ্টেম্বর থেকে কত জোড়া ক্লোন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে?

(A) ১০
(B) ২০
(C) ৩০
(D) ৪০

উত্তর :
(B) ২০

ব্যস্ত রুটগুলিতে রেলপথ মন্ত্রণালয় ২০২০ সালের ২১ শে সেপ্টেম্বর থেকে ২০ জোড়া ক্লোন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।


আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

সাম্প্রতিকী – আগস্ট মাস-  ২০২০ । Monthly Current Affairs | August 2020

সাম্প্রতিকী | সেপ্টেম্বর ৯, ১০, ১১ –  ২০২০ | Daily Current Affairs

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button