Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব বই ও কপিরাইট দিবস (World Book and Copyright Day) প্রতি বছর কবে পালিত হয়?

(A) ২১শে এপ্রিল
(B) ১৯শে এপ্রিল
(C) ২৩শে এপ্রিল
(D) ২০শে এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (C) ২৩শে এপ্রিল

  • দিবসটি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) দ্বারা আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
  • পাঠ, প্রকাশনা এবং কপিরাইট প্রচার করার জন্য ইভেন্টটি পালন করা হয়।
  • দিনটি উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডি সারভান্তেস এবং ইনকা গারসিলাসো দে লা ভেগার মতো বিশিষ্ট লেখকদের মৃত্যুবার্ষিকীকে চিহ্নিত করে।
[/spoiler]

২. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি দিল্লির নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি চৌধুরী
(B) নরেশ কুমার
(C) মনীশ অগ্রবাল
(D) বিবেক যাদব

[spoiler title=”উত্তর : “] (B) নরেশ কুমার

  • স্বরাষ্ট্র মন্ত্রক ১৯৮৭ ব্যাচের IAS অফিসার নরেশ কুমারকে দিল্লির পরবর্তী মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করেছে।
  • নরেশ কুমার বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন।
  • এর পাশাপাশি রাজীব ভার্মাকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্য সচিব হিসাবেও নিযুক্ত করা হয়েছে।
[/spoiler]

৩. কাকে সম্প্রতি প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা (Principal Scientific Advisor) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) কে বিজয় রাঘবন
(B) রবীশ চিনয়
(C) এ কে সুদ
(D) অমিত দত্ত

[spoiler title=”উত্তর : “] (C) এ কে সুদ

  • তিনি প্রফেসর কে. বিজয় রাঘবনের স্থলাভিষিক্ত হন যিনি ২০১৮ সালে PSA-তে নিযুক্ত হয়েছিলেন।
  • ডাঃ সুদ বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন উপদেষ্টা পরিষদ (PM-STIAC) এর একজন সদস্য এবং একজন পদার্থবিদ যিনি গ্রাফিনের উপর তার কাজের জন্য পরিচিত।
  • তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুতে পদার্থবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপক।
[/spoiler]

৪. নিচের কোন রাজ্য ভারতের প্রথম ‘Global Ayush Investment and Innovation Summit 2022’ আয়োজন করেছে?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (A) গুজরাট

  • অনুষ্ঠান চলাকালীন, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সেস (CCRAS), আয়ুষ মন্ত্রক এবং দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে মোট ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
[/spoiler]

৫. কোন দেশ সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, ‘RS-28 Sarmat’ টেস্ট করেছে?

(A) জার্মানি
(B) মঙ্গোলিয়া
(C) চীন
(D) রাশিয়া

[spoiler title=”উত্তর : “] (D) রাশিয়া

  • রাশিয়া সম্প্রতি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
  • RS-28 Sarmat পারমাণবিক শক্তি সহ একটি ১০-টনের পেলোড বহন করতে পারে এবং একবারে একাধিক অবস্থানে টার্গেট করতে পারে।
  • মিসাইলটির দৈর্ঘ্য ৩৫.৩ মিটার এবং ব্যাস ৩ মিটার।
  • আরখানগেলস্কের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।
[/spoiler]

৬. কে সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে ‘Woman International Master’ (WIM) সম্মান অর্জন করেছেন?

(A) তারিণী গয়াল
(B) পূজা জাত্যন
(C) রিয়া জাদন
(D) আরেফা জোহরি

[spoiler title=”উত্তর : “] (A) তারিণী গয়াল

  • মুম্বাই-ভিত্তিক সাংবাদিক আরেফা জোহারি ২০২১-এর জন্য চামেলি দেবী জৈন পুরস্কার জিতেছেন।
  • রিয়া জাদন ৭ই এপ্রিল ২০২২-এ DGC লেডিস ওপেন অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ১১ তম সংস্করণ জিতেছেন।
[/spoiler]

৭. নিচের মধ্যে কে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?

(A) কাইরন পোলার্ড
(B) অ্যারন ফিঞ্চ
(C) ডেভিড ওয়ার্নার
(D) জো রুট

[spoiler title=”উত্তর : “] (A) কাইরন পোলার্ড

  • ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড ২০শে এপ্রিল, ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
  • কাইরন পোলার্ড ১০০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ এবং ১২৩টি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বকারী প্রথম খেলোয়াড় হয়েছিলেন।
  • তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যেটি ২০১২ সালে ICC টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button