Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th – 20th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th – 20th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ থেকে ২০ অক্টোবর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th – 20th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সেলা টানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) উত্তরাখণ্ড
(B) সিকিম
(C) অরুণাচল প্রদেশ
(D) আসাম

[spoiler title=”উত্তর : “] (C) অরুণাচল প্রদেশ
সেলা টানেল হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দ্বি-লেন টানেল যা ১৩,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। এই টানেলের কাজ ২০২২ সালের জুনে সম্পন্ন হবার লক্ষ্য রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন রাজনাথ সিং । [/spoiler]

২. WHO Director-General’স পুরস্কার প্রাপ্ত হেনরিয়েটা ল্যাকস কোন দেশের বাসিন্দা ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) অস্ট্রেলিয়া
(C) যুক্তরাজ্য
(D) জার্মানি

[spoiler title=”উত্তর : “] (A) মার্কিন যুক্তরাষ্ট্র
হেনরিয়েটা ল্যাকস এর শরীর থেকে প্রাপ্ত ক্যান্সার কোষ ‘হেলা (HeLa )কোষ’ নামে পরিচিত । এই শরীরে প্রাপ্তরা নিখুঁত এই কোষ ইবোলা, ক্যান্সার এবং টাইফয়েডের মতো রোগের ঔষধ বা ভ্যাকসিন খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে। [/spoiler]

৩. আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১৫
(B) অক্টোবর ১৮
(C) অক্টোবর ১৭
(D) অক্টোবর ১৯

[spoiler title=”উত্তর : “] (C) অক্টোবর ১৭
দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে ১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এক প্রস্তাবের প্রেক্ষিতে ১৯৯৩ সাল থেকে প্রতিবছর ১৭ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালিত হয়ে আসছে । এবছর এই দিবসের থিম ছিল – “Building forward together: Ending Persistent Poverty, Respecting all People and our Planet.” [/spoiler]

৪. ভারতের প্রথম কোন শহরে পাবলিক ট্রান্সপোর্ট এর জন্য রোপ ওয়ে চালু করা হয়েছে ?

(A) গান্ধীনগর
(B) গ্যাংটক
(C) বারাণসী
(D) চেন্নাই

[spoiler title=”উত্তর : “] (C) বারাণসী
উত্তর প্রদেশের বারানসিতে ভারতের প্রথম পাবলিক ট্রান্সপোর্ট এর জন্য রোপ ওয়ে চালু করা হয়েছে। ৪২৪ কোটি টাকা ব্যয়ে এই রোপওয়ে তৈরি করা হবে । [/spoiler]

৫. Forbes World’s Best Employer 2021 – লিস্টে ভারতে কোন কোম্পানি শীর্ষে রয়েছে ?

(A) JSW Steel
(B) Reliance Industries
(C) TCS
(D) Wipro

[spoiler title=”উত্তর : “] (B) Reliance Industries
ভারতের মধ্যে শীর্ষে রয়েছে Reliance Industries । বিশ্বে শীর্ষে রয়েছে Samsung । [/spoiler]

৬. ভ্রাম্যমাণ অঙ্গনওয়াড়ি বা ‘Anganwadi on Wheels’ কর্মসূচি চালু করলো কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ?

(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) মধ্যপ্রদেশ
(D) দিল্লি

[spoiler title=”উত্তর : “] (D) দিল্লি
‘অঙ্গনওয়াড়ি অন হুইলস’ -এর অধীনে, দিল্লি সরকারের লক্ষ্য সেইসব শিশুদের কাছে পৌঁছানো, যারা কোনো কারণে অঙ্গনওয়াড়িতে পৌঁছতে পারছে না। [/spoiler]

৭. ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিলো কোন দেশ ?

(A) মালদ্বীপ
(B) নেপাল
(C) পাকিস্তান
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (D) ভারত
২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিলো ভারতীয় ফুটবল টিম।

২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ

  • আয়োজক দেশ : মালদ্বীপ
  • চ্যাম্পিয়ন : ভারত ( এই নিয়ে ৮বার )
  • রানার্স – আপ : নেপাল
  • শীর্ষ গোলদাতা :  সুনীল ছেত্রী (৫টি গোল)
  • সেরা খেলোয়াড় : সুনীল ছেত্রী
  • ফেয়ার প্লে পুরষ্কার : মালদ্বীপ
[/spoiler]

৮. সম্প্রতি বিমান চলাচল মন্ত্রক ( Ministry of Civil Aviation ) কোন বিমান সংস্থাকে ভারতে তাদের বিমান চালানোর জন্য NOC (no-objection certificate ) দিয়েছে ?

(A) Go First
(B) Alliance Air
(C) TruJet
(D) Akasa Air

[spoiler title=”উত্তর : “] (D) Akasa Air
২০২২ সাল থেকে এই এয়ারলাইন তাদের কাজ শুরু করতে পারবে । [/spoiler]

৯. ২০২১ সালে Harmony India Awards -এ সম্মানিত হয়েছেন –

(A) ডঃ রণদীপ গুলেরিয়া
(B) বি গোপাল
(C) বীর মুন্সী
(D) বেনিয়ামিন

[spoiler title=”উত্তর : “] (C) বীর মুন্সী
প্রবীণ শিল্পী বীর মুন্সী ২০২১ সালের ১৭ই অক্টোবর এই সম্মানে সম্মানিত হয়েছেন। [/spoiler]

১০. ৫১তম কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিল্ম ও স্ক্রিনপ্লে পুরস্কার জিতে নিয়েছে কোন চলচ্চিত্র ?

(A) Ayyappanum Koshiyum
(B) Thinkalazcha Nishchayam
(C) The Great Indian Kitchen
(D) Bonami

[spoiler title=”উত্তর : “] (C) The Great Indian Kitchen

৫১তম কেরালা চলচ্চিত্র উৎসব সম্পর্কিত কিছু তথ্য

  •     Best Director – Sidharth Siva for Ennivar
  •     Best Actor – Jayasurya for Vellam
  •     Best Actress – Anna Ben for Kappela
  •     Best Second Movie – Thinkalazcha Nishchayam
  •     Best Popular Movie – Ayyappanum Koshiyum
  •     Best Children’s Movie – Bonami
  •     Best Debutant Director – Muhammad Musthafa
  •     Best Actor In A Character Role – Sudheesh for Ennivar, Bhoomiyile Manohara Swakaryam
  •     Best Story – Senna Hegde
[/spoiler]

১১. প্রতি বছর বিশ্ব ট্রমা দিবস কবে পালিত হয়?

(A) অক্টোবর ১৪
(B) অক্টোবর ১৫
(C) অক্টোবর ১৬
(D) অক্টোবর ১৭

[spoiler title=”উত্তর : “] (D) অক্টোবর ১৭
বিশ্ব ট্রমা দিবস প্রতি বছর ১৭ই অক্টোবর পালন করা হয়। ট্রমা বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোন আঘাত। [/spoiler]

১২. সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ‘Red light on, gaadi off’ উদ্যোগ শুরু হয়েছে ?

(A) কর্ণাটক
(B) চণ্ডীগড়
(C) দিল্লি
(D) মহারাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (C) দিল্লি
১৮ই অক্টোবর থেকে দিল্লিতে ‘Red light on, gaadi off’ উদ্যোগ শুরু হয়েছে এবং চলবে ১৮ই নভেম্বর ২০২১ পর্যন্ত । [/spoiler]

১৩. সম্প্রতি কে Global Peace Photo Award জিতলেন ?

(A) অনুরাধা আগরওয়াল
(B) আধ্যা অরবিন্দ
(C) ত্রিশা শ্রীবাস্তব
(D) মনিকা গুপ্ত

[spoiler title=”উত্তর : “] (B) আধ্যা অরবিন্দ
বেঙ্গালুরুর ৭ বছর বয়সী এক বালিকা আধ্যা অরবিন্দ এই পুরস্কার জিতে নিয়েছেন। [/spoiler]

১৪. ২০২১ সালের অক্টোবর মাসে কোন প্রজেক্টটি প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কার (Earthshot Prize ) জিতেছে ?

(A) The Blue Map App, China
(B) Sanergy, Kenya
(C) Pristine Seas, USA
(D) Takachar, India

[spoiler title=”উত্তর : “] (D) Takachar, India
বিদ্যুৎ মোহনের কৃষি বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্প “তাকাচার” প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কার (Earthshot Prize ) জিতেছে । এই পুরস্কারটি এক অস্কার নামেও পরিচিত । [/spoiler]

১৫. সম্প্রতি ভারত সরকার মাউন্ট হ্যারিয়েট এর নাম বদলে নতুন নাম মাউন্ট মণিপুর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্বতটি ভারতের কোন কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

(A) মনিপুর
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) উত্তরাখণ্ড
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
মনিপুরের স্বাধীনতা সংগ্রামীদের সম্মানে ভারত সরকার মাউন্ট হ্যারিয়েট এর নাম বদলে নতুন নাম মাউন্ট মণিপুর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্বতটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এ অবস্থিত। [/spoiler]

১৬. Chingari সম্প্রতি তাদের ক্রিপ্টো কারেন্সী ‘$GARI’ চালু করেছে। Chingari -এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন –

(A) শাহরুখ খান
(B) আমির খান
(C) আয়ুষ্মান খুরানা
(D) সালমান খান

[spoiler title=”উত্তর : “] (D) সালমান খান
Chingari -এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড অভিনেতা সালমান খান। [/spoiler]

১৭. সম্প্রতি কে ভারতে রাশিয়ান চলচ্চিত্র উৎসবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) অমিতাভ বচ্চন
(B) সালমান খান
(C) ইমতিয়াজ আলী
(D) মাধুরী দীক্ষিত

[spoiler title=”উত্তর : “] (C) ইমতিয়াজ আলী
পরিচালক-প্রযোজক ইমতিয়াজ আলীকে ভারতে রাশিয়ান চলচ্চিত্র উৎসবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। [/spoiler]

১৮. প্রতি বছর বিশ্ব মেনোপজ দিবস কবে পালিত হয়?

(A) অক্টোবর ১৭
(B) অক্টোবর ১৮
(C) অক্টোবর ১৯
(D) অক্টোবর ২০

[spoiler title=”উত্তর : “] (B) অক্টোবর ১৮
১৮ই অক্টোবর প্রতিবছর বিশ্ব মেনোপজ দিবস কবে পালিত হয়। ২০২১ সালে এই দিবসের থিম ছিল “Bone Health”.। [/spoiler]

১৯. রাজ্যে চা এবং কফি চাষের প্রচারের জন্য সম্প্রতি একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) ছত্তিশগড়

[spoiler title=”উত্তর : “] (D) ছত্তিশগড়
কৃষিমন্ত্রী রবীন্দ্র চৌবের সভাপতিত্বে ‘ছত্তিশগড় চা কফি বোর্ড’ গঠিত হবে। [/spoiler]

২০. ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ডের কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল ?

(A) ১০০তম
(B) ১২৫তম
(C) ১৫০তম
(D) ১৭৫তম

[spoiler title=”উত্তর : “] (A) ১০০তম
১৯২১ সালের ১৮ই অক্টোবর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ডের প্রথম সম্মেলন হয়েছিল \ [/spoiler]

২১. সম্প্রতি রাশিয়া এবং কোন দেশের মধ্যে “Joint Sea 2021” নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে ?

(A) জাপান
(B) দক্ষিণ কোরিয়া
(C) চীন
(D) পাকিস্তান

[spoiler title=”উত্তর : “] (C) চীন
রাশিয়া ও চীনের যৌথ নৌ-মহড়া “Joint Sea 2021” রাশিয়ার পিটার দ্য গ্রেট উপসাগরে ১৪ই অক্টোবর শুরু হয়েছে । [/spoiler]

২২. সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড -এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন –

(A) সিপি গুরনানি
(B) সঞ্জীব মেহতা
(C) এ বালাসুব্রামানিয়ান
(D) কেকি মিস্ত্রী

[spoiler title=”উত্তর : “] (C) এ বালাসুব্রামানিয়ান
সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড (AMFI) -এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন – এ বালাসুব্রামানিয়ান । AMFI প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে। [/spoiler]

২৩. ২০২১ সালের অক্টোবরে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিচের কোন ব্যাঙ্কের উপর ১ কোটি টাকা জরিমানা করেছে?

(A) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
(B) ব্যাংক অফ বরোদা
(C) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) বন্ধন ব্যাংক

[spoiler title=”উত্তর : “] (A) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
ব্যাঙ্কিং এর নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা না মানার জন্যেই ওই জরিমানার শিকার হয়েছে SBI। [/spoiler]

২৪. কোন রাজ্যের সরকারী ক্যালেন্ডার হিসেবে যুক্ত হতে চলেছে ভাস্করাব্দ ?

(A) আসাম
(B) সিকিম
(C) নাগাল্যান্ড
(D) ত্রিপুরা

[spoiler title=”উত্তর : “] (A) আসাম
ভাস্করাব্দ ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে ৫৯৩ বছর আলাদা এবং কুমার ভাস্কর বর্মনের কামরূপে সিংহাসনে আরোহণের তারিখ থেকে গণনা করা হয়। [/spoiler]

২৫. কোন দেশ ১৯শে অক্টোবর তার পূর্ব উপকূলে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টেস্ট ফায়ার করেছে ?

(A) দক্ষিণ কোরিয়া
(B) মালয়েশিয়া
(C) ভিয়েতনাম
(D) উত্তর কোরিয়া

[spoiler title=”উত্তর : “] (D) উত্তর কোরিয়া
১৯শে অক্টোবর উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এটিকে তারা “বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র” হিসেবে বর্ণনা করেছে। ক্ষেপণাস্ত্রটি সিনপোর আশপাশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, [/spoiler]

২৬. অপরাধ সনাক্তকরণ এর ক্ষেত্রে কোন ভারতের মধ্যে কোন রাজ্য শীর্ষে রয়েছে ?

(A) গোয়া
(B) কর্ণাটক
(C) উত্তর প্রদেশ
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (A) গোয়া
এখনও পর্যন্ত ২০২১ সালে ৮৬% অপরাধ সনাক্তকরণ হার সহ গোয়া ভারতের রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে। ২০২০ সালে গোয়ার অপরাধ সনাক্তকরণ হার ছিল ৯৩% । [/spoiler]

২৭. কে সম্প্রতি ‘Super Corona Warrior’ পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(A) এস এম কৃষ্ণ
(B) ডি ভি সদানন্দ গৌড়া
(C) বি এস ইয়েদিউরাপ্পা
(D) বাসভরাজ বোম্মাই

[spoiler title=”উত্তর : “] (C) বি এস ইয়েদিউরাপ্পা
প্রাক্তন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ১৯শে অক্টোবর এই পুরস্কারে সম্মানিত হয়েছেন । [/spoiler]

২৮. ভারতের কোভিড-১৯ টিকাকরন অভিযানের অ্যান্থেম সং কে গেয়েছেন?

(A) উদিত নারায়ণ
(B) সনু নিগম
(C) কৈলাশ খের
(D) এ.আর.রহমান

[spoiler title=”উত্তর : “] (C) কৈলাশ খের
‘Bharat Ka Tikakaran’ নামক এই অ্যান্থেম সং -টি গেয়েছেন কৈলাশ খের। [/spoiler]

২৯. ৩০০টি টি-২০ ম্যাচে ক্যাপেন হিসেবে খেলা প্রথম ক্রিকেটার কে ?

(A) বিরাট কোহলি
(B) রোহিত শর্মা
(C) শিখর ধাওয়ান
(D) মহেন্দ্র সিং ধোনি

[spoiler title=”উত্তর : “] (D) মহেন্দ্র সিং ধোনি
প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০টি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি । [/spoiler]

৩০. জোনাস গহর স্টোর সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(A) লেবানন
(B) নরওয়ে
(C) সুইডেন
(D) জর্জিয়া

[spoiler title=”উত্তর : “] (B) নরওয়ে
নরওয়ে-এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন জোনাস গহর স্টোর । প্রসংঙ্গত উল্লেখ্য যে নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। [/spoiler]

৩১. মহাকাশে প্রথম চলচ্চিত্র শ্যুট করলো কোন দেশ ?

(A) রাশিয়া
(B) ভারত
(C) আমেরিকা
(D) ফ্রান্স

[spoiler title=”উত্তর : “] (A) রাশিয়া
রাশিয়া মহাকাশে “The Challenge” নামক সিনেমাটি শ্যুট করেছে । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button