Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. অকল্যান্ডে চলমান ‘ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ’-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করে কে ইতিহাস তৈরি করলেন?

(A) মিতালি রাজ
(B) স্নেহ রানা
(C) হরমনপ্রীত কৌর
(D) স্মৃতি মান্ধানা

[spoiler title=”উত্তর : “] (A) মিতালি রাজ

  • ১৯শে মার্চ ২০২২ এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মিতালি রাজ্ এই কৃতিত্ব অর্জন করেন।
  • মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের খেলোয়াড় ডেবি হকলির পর এক ইনিংসে হাফ সেঞ্চুরি বা তার বেশি করা দ্বিতীয় খেলোয়াড় মিতালি রাজ্।
[/spoiler]

২. ২০২২-২৩ সালের তামিলনাড়ু বাজেটের অধীনে, সরকার কোন শহরে বন্যা প্রশমনের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে?

(A) মাদুরাই
(B) কোয়েম্বাটুর
(C) চেন্নাই
(D) তিরুচিরাপল্লী

[spoiler title=”উত্তর : “] (C) চেন্নাই

  • তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন ২০২২-২৩-এর জন্য রাজ্যের বাজেট পেশ করেছেন।
  • তামিলনাড়ু সরকার চেন্নাইতে বন্যা প্রশমনের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
  • এই উদ্দেশ্যে পুলিশ বিভাগের অধীনে একটি নতুন সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হবে।
[/spoiler]

৩. কোন দেশের গবেষকরা একটি মাইক্রোওয়েভ মেশিন ‘Relativistic Klystron Amplifier’ তৈরি করেছেন যা মহাকাশের স্যাটেলাইটগুলিকে জ্যাম বা ধ্বংস করতে পারে?

(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) জাপান

[spoiler title=”উত্তর : “] (B) চীন

  • ডিভাইসটি Ka-ব্যান্ডে 5-MW পরিমাপের একটি তরঙ্গ বিস্ফোরণ তৈরি করতে পারে।
  • কোনো স্যাটেলাইটের সাথে ডিভাইসটি লাগিয়ে অন্য শত্রু সম্পদে (স্যাটেলাইট) আক্রমণ করা যেতে [অরে।
[/spoiler]

৪. নিম্নলিখিত কোন IIT ভবিষ্যতে মস্তিষ্ক-সম্পর্কিত গবেষণা প্রকল্পগুলিতে অবদান রাখার জন্য একটি মস্তিষ্ক গবেষণা কেন্দ্র স্থাপন করছে?

(A) IIT কানপুর
(B) IIT দিল্লি
(C) IIT খড়গপুর
(D) IIT মাদ্রাজ

[spoiler title=”উত্তর : “] (D) IIT মাদ্রাজ
এই গবেষণা কেন্দ্রের নাম হবে ‘Computational and Experimental Platform for High-Resolution Terapixel Imaging of Ex-vivo Human Brain Cells’। [/spoiler]

৫. কোন দেশটিকে সম্প্রতি ‘Continental Europe Synchronous Area’ (CESA)-এর সাথে যুক্ত করা হয়েছে?

(A) চীন
(B) আফগানিস্তান
(C) কাজাখস্তান
(D) ইউক্রেন

[spoiler title=”উত্তর : “] (D) ইউক্রেন

  • ইউক্রেন সম্প্রতি ‘কন্টিনেন্টাল ইউরোপ সিঙ্ক্রোনাস এরিয়া’ (CESA)-তে স্থান পেয়েছে।
  • এটি একটি বিদ্যুত গ্রিড যা ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত।
  • এই পদক্ষেপটি ইউক্রেনকে শত্রু রাশিয়ার কাছ থেকে তার পাওয়ার সিস্টেমকে বিচ্ছিন্ন করার সুযোগ দেবে।
[/spoiler]

৬. ‘Dishaank’ ভারতের কোন রাজ্যের একটি ল্যান্ড ডিজিটাইজেশন অ্যাপ্লিকেশন?

(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরালা

[spoiler title=”উত্তর : “] (A) কর্ণাটক

  • ‘দিশাঙ্ক’ অ্যাপ্লিকেশনটি কর্ণাটক দ্বারা সমস্ত জমি রেকর্ডের ডিজিটালাইজেশনের জন্য লঞ্চ করা হয়েছে।
  • এর ফলে জমির রেকর্ডে স্বচ্ছতা আসবে এবং জমি সংক্রান্ত কলহ মিটবে বলে আশা করা হচ্ছে।
[/spoiler]

৭. কোথায় সম্প্রতি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর (Suspension Bridge) উদ্বোধন করা হল?

(A) তুর্কি
(B) ইউক্রেন
(C) চীন
(D) বুলগেরিয়া

[spoiler title=”উত্তর : “] (A) তুর্কি

  • প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান তুরস্কের দারদানেলেস স্ট্রেইট জুড়ে একটি বিশাল ঝুলন্ত সেতুর উদ্বোধন করলেন।
  • ব্রিজটির টাওয়ারগুলি ৩১৮ মিটার উঁচু এবং সেতুটির মোট দৈর্ঘ্য ৪.৬ কিমি (২.৯ মাইল)।
[/spoiler]

৮. কোন রেলওয়ে স্টেশন প্রথম ‘One Station, One Product’ ধারণাটি বাস্তবায়িত করছে?

(A) কোলকাতা রেলওয়ে স্টেশন
(B) চেন্নাই রেলওয়ে স্টেশন
(C) মুম্বাই রেলওয়ে স্টেশন
(D) বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন

[spoiler title=”উত্তর : “] (D) বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন

  • কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করে, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন প্রথম ‘One Station One Product’ ধারণাটি বাস্তবায়ন করবে।
  • উদ্যোগটি সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ সালের বাজেটে ঘোষণা করেছে, এর লক্ষ্য হল ভারতে স্থানীয় সাপ্লাই চেইনগুলিকে উন্নীত করার লক্ষ্যে রেলওয়ে স্টেশনগুলিকে একটি প্রচারমূলক কেন্দ্র (promotional hub) করে তোলা ৷
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button