Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (13th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  11th &12th November Current Affairs Quiz 2023 – Bengali


১. প্রথম বিশ্ব দয়া দিবস (World Kindness Day) পালিত হয় কোন সালে?

(A) ২০০০
(B) ১৯৯৮
(C) ২০০১
(D) ২০০৪

উত্তর
(B) ১৯৯৮

  • প্রতিবছর ১৩ই অক্টোবর বিশ্ব দয়া দিবস বা বিশ্ব সহানুভূতি দিবস পালন করা হয়।
  • ১৩ই নভেম্বর, ১৯৯৮ সালে জাপান এবং সিঙ্গাপুরে, প্রথম বিশ্ব দয়া দিবস পালিত হয়েছিল।
  • ২০২৩ সালের এই দিবসটির থিম ছিল – “Be Kind Wherever Possible.”

২. কোন স্টেশনে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সম্প্রতি রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন করেছেন ?

(A) হাওড়া
(B) বাঁকুড়া
(C) শিয়ালদহ
(D) কলকাতা

উত্তর
(A) হাওড়া

  • হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন কমপ্লেক্সে এক্সিকিউটিভ লাউঞ্জ এবং হাওড়ার বাপু উদ্যানে রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন হলো।
  • ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন।
  • উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য লকেট চ্যাটার্জি সহ রেলের পদাধিকারীরা।

৩. কোন রাজ্যে QR কোড সহ ভোটার তথ্য স্লিপ সমস্ত ভোটারকে সম্প্রতি বিতরণ করা হয়েছে ?

(A) মধ্য প্রদেশ
(B) ত্রিপুরা
(C) মহারাষ্ট্র
(D) আসাম

উত্তর
(A) মধ্য প্রদেশ
প্রথমবারের মতো, QR কোড সহ ভোটার তথ্য স্লিপ মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনের দ্বারা রাজ্যের সমস্ত ভোটারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

৪. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্‌স’ সম্প্রতি একটি গান লিখেছেন। এই গানটি কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে?

(A) গ্র্যামি পুরস্কার
(B) ফিল্মফেয়ার পুরস্কার
(C) অস্কার
(D) জ্ঞানপীঠ পুরস্কার

উত্তর
(A) গ্র্যামি পুরস্কার

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্‌স’ গানটি লিখেছেন।
  • ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ ওরফে ফালু এবং তাঁর স্বামী গৌরব শাহ সেই গানটি গেয়েছেন।
  • গত ১৬ জুন মুক্তি পেয়েছে গানটি।
  • এবার ২০২৪ গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে মনোনীত হয়েছে এই গানটি।

৫. Ixchiq হল একটি ভ্যাকসিন যা US FDA দ্বারা সম্প্রতি অনুমোদিত হয়েছে। এটি কোন রোগের সাথে সম্পর্কিত?

(A) এইডস
(B) চিকুনগুনিয়া
(C) COVID-19
(D) স্মল পক্স

উত্তর
(B) চিকুনগুনিয়া

  • মশাবাহিত রোগগুলির মধ্যে ডেঙ্গি ও জাপানি এনসেফ্যালাইটিসের পরেই রয়েছে চিকুনগুনিয়া।
  • সম্প্রতি  বিশ্বের প্রথম চিকুনগুনিয়া টিকা এবার বাজারে পাওয়া যাবে।
  • চিকুনগুনিয়ার প্রথম টিকাকে অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
  • এই টিকার নাম Ixchiq

৬. দুবাই এয়ার শো ২০২৩-এ কোন দুটি বিমান/হেলিকপ্টার ভারতীয় বিমানবাহিনীর পক্ষে অংশগ্রহণ করেছিল ?

(A) তেজস ও রাফালে
(B) তেজস এবং Mi-18
(C) তেজস এবং সুখোই 30 MKI
(D) তেজস ও ধ্রুব

উত্তর
(D) তেজস ও ধ্রুব

  • ১৩ই নভেম্বর দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালে (DWC) বহুল প্রত্যাশিত অষ্টম দুবাই এয়ারশোর শুরু হয়েছে।
  • এবছরের এর থিম ছিল – ‘The Future of the Aerospace Industry’
  • এই এয়ারশোতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে তেজস ও ধ্রুব বিমানদুটি অংশগ্রহণ করেছিল।

৭. পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়?

(A) ১০ নভেম্বর
(B) ১১ নভেম্বর
(C) ১২ নভেম্বর
(D) ১৩ নভেম্বর

উত্তর
(C) ১২ নভেম্বর

  • পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দিবস প্রতি বছর ১২ই নভেম্বর পালিত হয়।
  • এটি ১৯৪৭ সালে দিল্লির অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রথম এবং শেষ সফরকে স্মরণ করে পালন করা হয়।

৮. নিচের কোন ভারতীয় নৌজাহাজ সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে নামিবিয়ায় গিয়েছিল?

(A) INS Sumedha
(B) INS Vagir
(C) INS Sutlej
(D) INS Magar

উত্তর
(A) INS Sumedha
দেশীয়ভাবে তৈরি ভারতীয় নৌ জাহাজ, INS সুমেধা, ১০ থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত নামিবিয়ার ওয়ালভিস উপসাগরে একটি শুভেচ্ছা সফরে রয়েছে৷

৯. ইরান থেকে সম্প্রতি নিরাপদে ফিরিয়ে আনা ভারতীয় নৌযানটির নাম কী?

(A) Jaldost
(B) Advantage Sweet
(C) Jalsathi
(D) Iran-Bharat Sweet

উত্তর
(B) Advantage Sweet
ইরান থেকে সম্প্রতি Advantage Sweet নামক নৌযানটি আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে এনেছে ।

১০. ভারতের প্রথম কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করেছে ?

(A) উত্তরাখণ্ড
(B) মধ্য প্রদেশ
(C) আসাম
(D) উত্তর প্রদেশ

উত্তর
(A) উত্তরাখণ্ড

  • উত্তরাখণ্ড (Uttarakhand) দেশের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা হবে।
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) সম্প্রতি এই কথা ঘোষণা করেছেন।
  • ইউনিফর্ম সিভিল কোড মানে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য একই আইন প্রযোজ্য হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button