Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th & 9th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ ও ৯ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th & 9th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  7th September Current Affairs Quiz 2023 – Bengali


১. স্ট্রিট 20 বিশ্বকাপ ক্রিকেটে কতগুলি দেশ অংশগ্রহণ করবে?

(A) ১০
(B) ১৫
(C) ২০
(D) ২৫

[spoiler title=’উত্তর ‘ ] (B) ১৫

  • স্ট্রিট 20, একটি বিশ্বকাপ ক্রিকেট, বিশেষভাবে স্ট্রিট চিলড্রেনদের জন্য প্রথমবারের মতো চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
  • ভারতে এই টুর্নামেন্টে যুক্তরাজ্য, ব্রাজিল, হাঙ্গেরি, ইত্যাদি সহ ১৫টি দেশের পথশিশুরা অংশ নেবে৷
[/spoiler]

২. সম্প্রতি কোন তামিল অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন?

(A) অরুণ কুমার সিনহা
(B) জয়ন্ত মহাপাত্র
(C) জি মারিমুথু
(D) সিআর রাও

[spoiler title=’উত্তর ‘ ] (C) জি মারিমুথু

  • দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বলা ভালো তামিল ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা তথা পরিচালক জি মারিমুথু মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন।
  • জি মারিমুথুকে শেষবার রজনীকান্ত অভিনীত জেলার ছবিতে দেখা গিয়েছিল। এদিন তিনি তাঁর শো, এথিরনীচলের ডাবিং করার সময়ই প্রয়াত হন।
[/spoiler]

৩. রাজ্য থেকে AFSPA প্রত্যাহারের জন্য কেন্দ্রকে সুপারিশ করেছে আসাম মন্ত্রিসভা। আসামের কোন জেলাগুলি বর্তমানে ডিস্টার্বড এরিয়াস অ্যাক্ট এবং আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (AFSPA) এর অধীনে রয়েছে?

(A) লখিমপুর, মাজুলি এবং সোনিতপুর
(B) তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং, দিমা হাসাও
(C) কামরূপ মেট্রোপলিটন, ধুবরি, কোকরাঝাড়
(D) নগাঁও, বারপেটা, মরিগাঁও

[spoiler title=’উত্তর ‘ ] (B) তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং, দিমা হাসাও

  • বর্তমানে আসামের আটটি জেলায় ডিস্টার্বড এরিয়াস অ্যাক্ট এবং আফস্পা কার্যকর রয়েছে।
  • এগুলি হল: তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং এবং দিমা হাসাও।
[/spoiler]

৪. কোন রাজ্য সম্প্রতি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য পেনশন প্রকল্প অনুমোদন করেছে যেটি তাদের প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ?

(A) ঝাড়খণ্ড
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড সরকার তার সর্বজনীন পেনশন প্রকল্পের অধীনে ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। [/spoiler]

৫. টাইফুন হাইকুই এর জন্য সম্প্রতি কোথায় ১৪০ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে ?

(A) বেইজিং
(B) হং কং
(C) লাসা
(D) সাংহাই

[spoiler title=’উত্তর ‘ ] (B) হং কং
১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে হংকং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। [/spoiler]

৬. ভারতের ৩৭তম জাতীয় গেমসের সঙ্গীতে (থিম সং) কণ্ঠ দিয়েছেন কোন অভিনেতা?

(A) অমিতাভ বচ্চন
(B) শাহরুখ খান
(C) আমির খান
(D) অক্ষয় কুমার

[spoiler title=’উত্তর ‘ ] (A) অমিতাভ বচ্চন

  • গোয়ার রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ৩৭তম জাতীয় গেমসের জন্য ‘মাশাল’ চালু করেছেন।
  • এই জাতীয় গেমসের টিম সং সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন।
[/spoiler]

৭. ভুটান সকল নাগরিকের জন্য স্ব-সার্বভৌম জাতীয় ডিজিটাল আইডি চালু করবে। ভুটানের নতুন স্ব-সার্বভৌম জাতীয় ডিজিটাল আইডি সিস্টেমের জন্য নিবন্ধনকারী প্রথম ব্যক্তি কে?

(A) উজ্জ্বল দীপ দাহল
(B) ভুটানের প্রধানমন্ত্রী
(C) জিগমে নামগেল ওয়াংচুক
(D) লটারির মাধ্যমে জয়ী ভুটানের এক নাগরিক

[spoiler title=’উত্তর ‘ ] (C) জিগমে নামগেল ওয়াংচুক

  • ভুটান সরকার তার সকল নাগরিকের জন্য একটি স্ব-সার্বভৌম জাতীয় ডিজিটাল আইডি চালু করছে। এ
  • ই জাতীয় ডিজিটাল আইডি প্রথম ভুটানের যুবরাজ জিগমে নামগেল ওয়াংচুক এর নামে করা হবে।
[/spoiler]

৮. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কোন উদ্যোগের অধীনে ১৮১টি মোবাইল ভেটেরিনারি যান চালু করেছেন ?

(A) মুখ্যমন্ত্রী ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা সেবা
(B) ভেটেরিনারি যানবাহন মিশন
(C) পশু যত্ন মোবাইল প্রোগ্রাম
(D) প্রাণিসম্পদ স্বাস্থ্য উদ্যোগ

[spoiler title=’উত্তর ‘ ] (A) মুখ্যমন্ত্রী ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা সেবা
এই মোবাইল ভেটেরিনারি যানগুলি ‘মুখ্যমন্ত্রী ভ্রম্যমান প্রাণচিকিৎসা সেবা’ উদ্যোগের অধীনে চালু করা হয়েছে । [/spoiler]

৯. সম্প্রতি খবরে আসা সাতকোসিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?

(A) ওড়িশা
(B) ঝাড়খণ্ড
(C) অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (A) ওড়িশা

  • সাতকোসিয়া টাইগার রিজার্ভ ওড়িশাতে অবস্থিত ।
  • এই রিজার্ভটি ওড়িশায় চারটি জেলা জুড়ে বিস্তৃত: আঙ্গুল, কটক, বৌধ এবং নয়াগড়।
  • এই অভয়ারণ্যটি ১৯৭৬ সালে তৈরি করা হয়েছিল ও ২০০৭ সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়।
  • এই টাইগার রিজার্ভে, সম্প্রতি দুটি অত্যন্ত পচনশীল হাতির মৃতদেহ আবিষ্কৃত হয়েছে।

দেখে নাও : ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের তালিকা

[/spoiler]

১০. মহাত্মা গান্ধীর ১২ ফুট উঁচু মূর্তি সম্প্রতি কোন শহরে ‘গান্ধী ভাটিকা’-এর সাথে উদ্বোধন করা হয়েছে?

(A) সুরাট
(B) কলকাতা
(C) নতুন দিল্লি
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (C) নতুন দিল্লি
ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি মহাত্মা গান্ধীর ১২ ফুট মূর্তি উন্মোচন করেছেন এবং গান্ধী ভাটিকা, নয়াদিল্লিতে গান্ধী দর্শনে উদ্বোধন করেছেন। [/spoiler]

১১. MQ-9B প্রিডেটর ড্রোন কোন দেশ তৈরি করেছে?

(A) ইসরায়েল
(B) রাশিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) জার্মানি

[spoiler title=’উত্তর ‘ ] (C) মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র MQ-9B প্রিডেটর ড্রোন তৈরি করেছে । জেনারেল অ্যাটমিকস থেকে ৩১টি MQ-9B প্রিডেটর ড্রোন কেনার জন্য ভারত মার্কিন সরকারের কাছে একটি লেটার অফ রিকোয়েস্ট (LoR) চূড়ান্ত করছে৷ [/spoiler]

১২. সম্প্রতি খবরে আসা Lunar Reconnaissance Orbiter (LRO), কোন সংস্থা চালু করেছিল ?

(A) NASA
(B) ISRO
(C) ROCOSMOS
(D) JAXA

[spoiler title=’উত্তর ‘ ] (A) NASA

  • NASA-এর Lunar Reconnaissance Orbiter (LRO) সম্প্রতি ভারতের চন্দ্রযান-3 ল্যান্ডারের একটি ছবি তুলেছে।
  • ২০০৯ সালে চালু করা হয়েছে, LRO-এর প্রাথমিক লক্ষ্য হল একটি মেরু কক্ষপথ থেকে চাঁদের পৃষ্ঠের একটি 3D মানচিত্র তৈরি করা।
[/spoiler]

১৩. ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিল সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটিকে প্ল্যাটিনামের সর্বোচ্চ রেটিং ‘গ্রিন রেলওয়ে স্টেশন’ সার্টিফিকেশন প্রদান করেছে ?

(A) হুব্বালি রেলওয়ে স্টেশন, কর্ণাটক
(B) কল্যাণ রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্র
(C) চেঙ্গলপাট্টু রেলওয়ে স্টেশন, তামিলনাড়ু
(D) বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন সম্প্রতি ‘গ্রিন রেলওয়ে স্টেশন’ সার্টিফিকেশন পেয়েছে ।

[/spoiler]

১৪. সম্প্রতি খবরে আসা উমিয়াম হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) পশ্চিমবঙ্গ
(B) অরুণাচল প্রদেশ
(C) সিকিম
(D) মেঘালয়

[spoiler title=’উত্তর ‘ ] (D) মেঘালয়

এই হ্রদটি মেঘালয়ে অবস্থিত। মেঘালয় তার উমিয়াম হ্রদ পরিষ্কার রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম রোবোটিক প্রযুক্তি গ্রহণ করেছে।

দেখে নাও : ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা

[/spoiler]

১৫. ভারতীয় সেনাবাহিনীর নতুন সদর দফতর স্থল সেনা ভবন (Thal Sena Bhawan ), কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি হতে চলেছে?

(A) পাঞ্জাব
(B) নয়াদিল্লি
(C) উত্তরাখণ্ড
(D) রাজস্থান

[spoiler title=’উত্তর ‘ ] (B) নয়াদিল্লি

  • ভারতীয় সেনাবাহিনীর নতুন সদর দফতর থাল সেনা ভবন (Thal Sena Bhawan ), ৩৯-একর জায়গায় নিয়ে নতুন দিল্লিতে তৈরী হচ্ছে।
  • এটি ২০২৫ সালের মাঝামাঝি সম্পন্ন হবে বলে আসা করা হচ্ছে।
[/spoiler]

১৬. কিরকুক কোন দেশে অবস্থিত?

(A) ইসরায়েল
(B) ইরাক
(C) অস্ট্রেলিয়া
(D) গ্রীস

[spoiler title=’উত্তর ‘ ] (B) ইরাক

  • কুর্দি এবং আরব বাসিন্দাদের মধ্যে সহিংস বিক্ষোভের পরে ইরাকের কিরকুকে একটি কারফিউ জারি করা হয়েছে।
  • সংঘর্ষের কারণে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযানের নির্দেশ দিয়েছেন।
[/spoiler]

১৭. কোন শহরের মেট্রো রেল সম্প্রতি ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করেছে?

(A) মুম্বাই
(B) দিল্লি
(C) চেন্নাই
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (B) দিল্লি

  • জি২০ উপলক্ষে ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করল দিল্লি মেট্রো।
  • ৪ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ টি ষ্টেশনে এই কার্ড বিক্রি করা হবে।
  • এর জন্য সাময়িক কাউন্টার খোলা হবে।
  • জানা গিয়েছে, দু ধরণের টিকিট পাওয়া যাবে। ১ দিনের মেয়াদের কার্ড ২০০ টাকায় ও ৩ দিনের মেয়াদের কার্ড ৫০০ টাকায় পাওয়া যাবে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button