Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 6th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে বিশ্ব তুলা দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২রা জুলাই
(B) ৭ই অক্টোবর
(C) ২৯শে সেপ্টেম্বর
(D) ১৩ই আগস্ট

উত্তর
(B) ৭ই অক্টোবর

  • বিশ্ব বাণিজ্য সংস্থা ৭ই অক্টোবর ২০১৯ সালে বিশ্ব তুলা দিবসের সূচনা করেছে।
  • তুলা একটি বহুমুখী উদ্ভিদ যা প্রধানত বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়।
  • ২০২২ সালের থিম: “Weaving a better future for cotton”।

২. সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গত ১০ বছরে ভারতে সাধারণ প্রজনন হার কত কমেছে?

(A) ১৫ শতাংশ
(B) ৩০ শতাংশ
(C) ২০ শতাংশ
(D) ২৫ শতাংশ

উত্তর
(C) ২০ শতাংশ

  • সম্প্রতি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য অনুসারে গত এক দশকে ভারতে সাধারণ প্রজনন হার (GFR) ২০% কমেছে।
  • GFR এক বছরে প্রতি ১০০০ মহিলা দ্বারা জন্ম দেওয়া শিশুর সংখ্যাকে বোঝায়।
  • ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভারতে গড় GFR ছিল ৮৬.১ এবং ২০১৮-২০ এর মধ্যে তা ৬৮.৭ এ নেমে এসেছে।
  • জম্মু ও কাশ্মীরে এই পতনের হার সব চেয়ে বেশি।

৩. ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (ISA) পঞ্চম অ্যাসেম্বলি ১৭ থেকে ২০শে অক্টোবর ২০২২ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে৷ এই সমাবেশে কে সভাপতিত্ব করবেন?

(A) কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং
(B) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
(C) সভাপতি দ্রৌপদী মুর্মু
(D) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তর
(A) কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং

  • কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং এই সভায় সভাপতিত্ব করবেন।
  • ১০৯টি সদস্য দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন।

৪. সম্প্রতি কে তিন বছরের জন্য Yes ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) আশীষ কপাহি
(B) নিরঞ্জন বনদকর
(C) প্রশান্ত কুমার
(D) অনিতা পাই

উত্তর
(C) প্রশান্ত কুমার

  • RBI ৬ই অক্টোবর ২০২২-এ তার নিয়োগের অনুমোদন দিয়েছে।
  • Yes ব্যাঙ্কে যোগ দেওয়ার আগে তিনি SBI-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং CFO ছিলেন।

৫. জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ সম্প্রতি কোন স্থানে পক্ষী উৎসবের উদ্বোধন করেছে?

(A) পুলওয়ামা
(B) কাঠুয়া
(C) পুঞ্চ
(D) পাহালগাম

উত্তর
(D) পাহালগাম

  • জম্মু ও কাশ্মীরে, ৬ই অক্টোবর, ২০২২-এ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামে প্রথম ধরণের একটি পক্ষী উৎসবের উদ্বোধন করা হয়েছে।
  • স্যাংচুয়ারি নেচার ফাউন্ডেশনের সহযোগিতায় জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ দ্বারা এই পক্ষী উৎসবের আয়োজন করা হচ্ছে।
  • উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যটন সচিব সারমাদ হাফিজ।

৬. নিম্নোক্ত কোন রাজ্য তার প্রতিটি জেলায় কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর স্থাপনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে?

(A) নতুন দিল্লি
(B) দমন ও দিউ
(C) জম্মু ও কাশ্মীর
(D) উত্তর প্রদেশ

উত্তর
(C) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী তার প্রতিটি জেলায় কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর প্রতিষ্ঠা করার মাইলফলক অর্জন করে ফেলেছে।
  • মিশনের নির্দেশিকা অনুসারে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৫ই আগস্ট ২০২২-এর আগে ৩০০টি অমৃত সরোবর এবং ১৫ই আগস্ট ২০২৩-এর মধ্যে ১৫০০টি অমৃত সরোবর সম্পূর্ণ করতে হবে।

৭. তেলেঙ্গানার শাসক দল ‘তেলঙ্গানা রাষ্ট্র সমিতি’-র নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?

(A) জাগরণ রাষ্ট্র সমিতি
(B) মুক্তি রাষ্ট্র সমিতি
(C) তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি
(D) ভারত রাষ্ট্র সমিতি

উত্তর
(D) ভারত রাষ্ট্র সমিতি

  • তেলেঙ্গানার শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) ৫ই অক্টোবর ২০২২-এ তার নাম পরিবর্তন করে ‘ভারত রাষ্ট্র সমিতি’ (BRS) করেছে।
  • দলের সভাপতি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও ঘোষণা করেছেন যে এর পরে দলটি জাতীয় রাজনীতিতে প্রবেশ করবে।

৮. কে সাহিত্যে ২০২২ সালের নোবেল পুরস্কার জিতেছেন?

(A) অ্যানি আর্নাক্স
(B) লীলা স্লিমানি
(C) মিশেল হাউলেবেক
(D) ইয়াসমিনা রেজা

উত্তর
(A) অ্যানি আর্নাক্স

  • ফরাসি লেখক অ্যানি আর্নাক্স সাহিত্যে ২০২২ সালের নোবেল পুরস্কার পেয়েছেন ।
  • অ্যানি আর্নাক্স 1974 সালে একটি আত্মজীবনীমূলক উপন্যাস লেস আর্মোরিজ দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button