Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি16th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী রোজা বনহেউর-এর ২০০তম জন্মবার্ষিকী উদযাপিত হল?

(A) ১৫ই মার্চ
(B) ১৩ই মার্চ
(C) ১৪ই মার্চ
(D) ১৬ই মার্চ

[spoiler title=”উত্তর : “] (D) ১৬ই মার্চ

  • রোসা বনহেউর, একজন ফরাসি শিল্পী ছিলেন।
  • তিনি প্রধানত প্রাণীদের চিত্রশিল্পী কিন্তু বাস্তববাদী শৈলীতে একজন ভাস্করও ছিলেন।
  • তিনি ১৬ই মার্চ ১৮২২, ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
  • Google Doodle এও তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
[/spoiler]

২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি Critics’ Choice Awards 2022 এর জন্য ‘সেরা অভিনেতার পুরস্কার’ জিতেছে?

(A) ব্র্যাড পিট
(B) টম হ্যান্কস
(C) উইল স্মিথ
(D) মরগ্যান ফ্রিম্যান `

[spoiler title=”উত্তর : “] (C) উইল স্মিথ

  • ১৩ই মার্চ ২০২২ তারিখে লস অ্যাঞ্জেলেসে Critics’ Choice Awards বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
  • Succession সেরা ড্রামা সিরিজ টাইটেল জিতেছে।
  • Lee Jung-Jae,  Squid Game এর জন্য ড্রামা সিরিজে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
  • টেড ল্যাসো সেরা কমেডি সিরিজ জিতেছে।
  • উইল স্মিথ, King Richard এর জন্য সেরা অভিনেতা শিরোপা জিতেছেন।
  • জেসিকা চ্যাস্টেইন The Eyes of Tammy Faye এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
[/spoiler]

৩. ২০১৭-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী অস্ত্রের বৃহত্তম আমদানিকারক হিসাবে কোন দেশের নাম উঠে এসেছে?

(A) আফগানিস্তান
(B) যুক্তরাজ্য
(C) ভারত
(D) সৌদি আরব

[spoiler title=”উত্তর : “] (C) ভারত

  • Stockholm International Peace Research Institute এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার ২০২১’-এর সর্বশেষ রিপোর্ট ২০২২ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছে।
  • এই রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী মোট আমদানি করা অস্ত্রের মধ্যে ভারত নিজেই ১১% আমদানি করেছে।
  • এই রিপোর্ট এ ভারতের পর যথাক্রমে রয়েছে ইজিপ্ট, অস্ট্রেলিয়া এবং চীন।
[/spoiler]

৪. নিম্নোক্তদের মধ্যে কে ২০২২-২৩ সালের জন্য ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (CII)-এর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন?

(A) সতীশ চন্দ্র
(B) সুনীল চরদিয়া
(C) বিমল জৈন
(D) রবি গয়াল

[spoiler title=”উত্তর : “] (B) সুনীল চরদিয়া

  • তিনি বর্তমানে রাজরতন গ্লোবাল ওয়্যারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • TATA পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সিনহা ২০২২-২৩ সালের জন্য ইন্ডাস্ট্রি লবিতে পশ্চিমাঞ্চলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • কদিন আগে CII এর কর্ণাটক অঞ্চলের চেয়ার পারসন হলেন অর্জুন রাঙ্গা।
[/spoiler]

৫. টিকাদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে কোন দিনটিকে জাতীয় টিকা দিবস (National Vaccination Day) হিসেবে পালন করা হয়?

(A) ৯ই মার্চ
(B) ১৬ই মার্চ
(C) ১৫ই মার্চ
(D) ৮ই মার্চ

[spoiler title=”উত্তর : “] (B) ১৬ই মার্চ

  • টিকাদানের গুরুত্ব এবং জনস্বাস্থ্যে এর ভূমিকা বোঝাতে প্রতি বছর ১৬ই মার্চ জাতীয় টিকা দিবস পালন করা হয়।
  • ১৬ই মার্চ, ১৯৯৫ সালে, দেশে প্রথম মৌখিক (Oral) পোলিও ভ্যাকসিন ডোজ শুরু হয়। এই দিনটিকে স্মরণীয় করতে জাতীয় টিকা দিবস হিসাবে পালন করা হয়।
  • ২০২২ সালের থিম ‘Vaccines Work for all’।
  • ভ্যাকসিনগুলি অ্যান্টিবডি তৈরি করতে একজন ব্যক্তির ইমিউন সিস্টেমকে গাইড করে।
[/spoiler]

৬. কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রুপিয়াহ বোয়েজানি বান্দা সম্প্রতি প্রয়াত হলেন?

(A) ঘানা
(B) জাম্বিয়া
(C) জার্মানি
(D) দক্ষিন আফ্রিকা

[spoiler title=”উত্তর : “] (B) জাম্বিয়া

  • তিনি জাম্বিয়ার চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন যিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

জাম্বিয়া :

  • রাজধানী : লুসাকা
  • মুদ্রা : জাম্বিয়ান কোয়াচা
  • বর্তমান রাষ্ট্রপতি : হাকাইন্দে হিচিলেমা
[/spoiler]

৭. পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড কাকে সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় তেল ও গ্যাস উৎপাদনকারী ‘অয়েল ইন্ডিয়া লিমিটেড’-এর প্রধান হিসেবে বেছে নিয়েছে?

(A) রঞ্জিত রথ
(B) এ.কে. গৌতম
(C) দিলীপ কুমার প্যাটেল
(D) গুরদীপ সিং

[spoiler title=”উত্তর : “] (A) রঞ্জিত রথ

  • বর্তমানে তিনি মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড (MECL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
  • অয়েল ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুশীল চন্দ্র মিশ্র, ৩০সে জুন ২০২২-এ অবসর গ্রহণ করবেন।
[/spoiler]

৮. প্রদীপ কুমার রাওয়াত সম্প্রতি কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) চীন
(B) আমেরিকা
(C) পোল্যান্ড
(D) মালয়েশিয়া

[spoiler title=”উত্তর : “] (A) চীন

  • চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত ১৪ই মার্চ ২০২২ এ দায়িত্ব গ্রহণ করেন।
  • তিনি বিক্রম মিসরির স্থলাভিষিক্ত হন, যিনি উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি সেপ্টেম্বর ২০১৭-ডিসেম্বর ২০২০ পর্যন্ত ইন্দোনেশিয়া এবং তিমুর-লেস্তে ভারতের রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন।
[/spoiler]

৯. সম্প্রতি ‘Iberdrola Spanish Para-Badminton International 2022’-এ কোন ভারতীয় দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) কৃষ্ণ নগর
(B) প্রমোদ ভগত
(C) গৌরব খান্না
(D) মনোজ সরকার

[spoiler title=”উত্তর : “] (B) প্রমোদ ভগত

  • ভারতের সুকান্ত কদমও এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।
  • ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেল প্রমোদকে ৯-২১ ১৩-২১ এ হারিয়ে স্বর্ণ পদক জিতেছেন।
[/spoiler]

১০. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ‘ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া’ (USI)-এ কার স্মরণে একটি ‘Chair of Excellence’ উৎসর্গ করেছে?

(A) বিপিন রাওয়াত
(B) কে.এস. থিমাইয়া
(C) টি.এন. রায়না
(D) জে.এন. চৌধুরী

[spoiler title=”উত্তর : “] (A) বিপিন রাওয়াত

  • USI এর পরিচালক মেজর জেনারেল বি কে শর্মার কাছে ৫ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে যা মনোনীত ‘চেয়ার অফ এক্সিলেন্স’-কে সম্মান হিসাবে দেওয়া হবে।
  • জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম CDS এবং ভারতীয় সেনাবাহিনীর ২৭ তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button