Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতের “মোট উর্বরতার হার” (Total Fertility Rate – অর্থাৎ একজন নারী জীবদ্দশায় যতগুলি বাচ্চা নিতে পারে) কত?

(A) ১.৫
(B) ০.৮
(C) ২.০
(D) ১.৮

উত্তর :
(C) ২.০

  • ২০১৫-১৬ সালে ভারতের মোট উর্বরতার হার (TFR) ছিল ২.২ শিশু প্রতি মহিলা।
  • সেখান থেকে কমে বর্তমানে ২.০।
  • প্রতিবেদন অনুসারে, ২৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে প্রথম জন্ম দেওয়ার গড় বয়স ২১.২ বছর।

২. কোন রাজ্যের কারা অধিদপ্তর (Department of Prisons) সম্প্রতি রাজ্য জুড়ে কারাগারে সাজা ভোগকারী বন্দীদের জন্য একটি ঋণ প্রকল্প চালু করেছে?

(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর :
(D) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক – ‘জিভহালা’ নামে ক্রেডিট স্কিম অফার করছে।
  • প্রকল্পটি পুনের ইয়েরওয়াদা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে প্রায় ৬০টি কারাগারে বাড়ানো হবে।

৩. টাটা মোটরস ৭ই মার্চ, ২০২৬ পর্যন্ত কাকে অতিরিক্ত ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত করেছে?

(A) অলকেশ কুমার শর্মা
(B) ওম প্রকাশ ভাট
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) নরেশ কুমার

উত্তর :
(B) ওম প্রকাশ ভাট

  • তার টানা দ্বিতীয় মেয়াদ শুরু হবে ৯ই মে, ২০২২ থেকে।
  • এর আগে, তিনি ৯ই মে, ২০১৭ থেকে ৮ই মে, ২০২২ পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে নন-এক্সিকিউটিভ স্বাধীন পরিচালক হিসাবে নিযুক্ত হন।

৪. বিশ্বের প্রথম উদ্ভিদ-ভিত্তিক কোভিড-19 ভ্যাকসিন লঞ্চ হয়েছে যা করোনাভাইরাসের পাঁচটি ভেরিয়েন্টের বিরুদ্ধে ৭০% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটির নাম কি?

(A) Covifenz
(B) CoviPro
(C) Covihelp
(D) Coviplus

উত্তর :
(A) Covifenz

  • এটি তৈরি করেছে কানাডিয়ান বায়োটেকনোলজি কোম্পানি ‘Medicago’।

৫. ১২তম ‘Hockey India Senior Women National Championship 2022’ সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে?

(A) গুজরাট
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(C) মধ্য প্রদেশ

  • ১২ তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ৬ই মে ২০২২ এ মধ্যপ্রদেশের ভোপালে শুরু হয়েছে।
  • মোট ২৭টি দল ১২ দিনের টুর্নামেন্টে শীর্ষ সম্মানের জন্য লড়বে।
  • অংশগ্রহণকারী দলগুলোকে আটটি পুলে ভাগ করা হয়েছে।

৬. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নিচের কোন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটি বিলুপ্তির পথে?

(A) Harbour Porpoise
(B) Yangtze finless porpoise
(C) Vaquita
(D) Numataphocoena

উত্তর :
(C) Vaquita

  • বিশ্বের ক্ষুদ্রতম সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ‘ভাকুইটা পোরপোইস’ এখন বিলুপ্তির পথে।
  • ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ডেটা অনুসারে মেক্সিকো উপসাগরের ক্যালিফোর্নিয়া অংশের মধ্যে তাদের একমাত্র আবাসস্থলে আর মাত্র ১০টি ভাকুইটা অবশিষ্ট রয়েছে।
  • ভ্যাকুইটা প্রতি দুই বছরে একবার প্রজনন করে।
  • ভুলবশত মাছ ধরার জালে আটকা পড়ে এবং অবৈধ মাছ ধরার কারণে তারা আজ বিলুপ্তির পথে।

৭. ভারতের কোন রাজ্যে সম্প্রতি শিগেলা ব্যাকটেরিয়ার একটি মারাত্মক কেস রিপোর্ট করা হয়েছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু `
(C) গোয়া
(D) কর্ণাটক

উত্তর :
(A) কেরালা

  • সম্প্রতি কেরালার কাসারগোদের একটি খাবারের দোকান থেকে শাওয়ারমা খেয়ে একটি কিশোরী মেয়ে মারা গেছে।
  • রাজ্যের স্বাস্থ্য বিভাগ শিগেলা ব্যাকটেরিয়াকে খাদ্যে বিষক্রিয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে।
  • এর পর একই জেলার আরো কয়েকজনকে শাওয়ারমা খাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮. ৮,০০০ মিটারের উপরে পাঁচটি পর্বতশৃঙ্গে পা রাখা প্রথম ভারতীয় মহিলা কে হলেন?

(A) অরুণিমা সিনহা
(B) শিবাঙ্গী পাঠক
(C) প্রিয়াঙ্কা মোহিতে
(D) বাচেন্দ্রী পাল

উত্তর :
(C) প্রিয়াঙ্কা মোহিতে

  • ৫ই মে, ২০২২-এ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) আরোহণের পর তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • এছাড়াও তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অন্নপূর্ণা পর্বত অতিক্রম করেছেন।
  • তিনি পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button