Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতের “মোট উর্বরতার হার” (Total Fertility Rate – অর্থাৎ একজন নারী জীবদ্দশায় যতগুলি বাচ্চা নিতে পারে) কত?

(A) ১.৫
(B) ০.৮
(C) ২.০
(D) ১.৮

[spoiler title=”উত্তর : “] (C) ২.০

  • ২০১৫-১৬ সালে ভারতের মোট উর্বরতার হার (TFR) ছিল ২.২ শিশু প্রতি মহিলা।
  • সেখান থেকে কমে বর্তমানে ২.০।
  • প্রতিবেদন অনুসারে, ২৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে প্রথম জন্ম দেওয়ার গড় বয়স ২১.২ বছর।
[/spoiler]

২. কোন রাজ্যের কারা অধিদপ্তর (Department of Prisons) সম্প্রতি রাজ্য জুড়ে কারাগারে সাজা ভোগকারী বন্দীদের জন্য একটি ঋণ প্রকল্প চালু করেছে?

(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (D) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক – ‘জিভহালা’ নামে ক্রেডিট স্কিম অফার করছে।
  • প্রকল্পটি পুনের ইয়েরওয়াদা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে প্রায় ৬০টি কারাগারে বাড়ানো হবে।
[/spoiler]

৩. টাটা মোটরস ৭ই মার্চ, ২০২৬ পর্যন্ত কাকে অতিরিক্ত ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত করেছে?

(A) অলকেশ কুমার শর্মা
(B) ওম প্রকাশ ভাট
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) নরেশ কুমার

[spoiler title=”উত্তর : “] (B) ওম প্রকাশ ভাট

  • তার টানা দ্বিতীয় মেয়াদ শুরু হবে ৯ই মে, ২০২২ থেকে।
  • এর আগে, তিনি ৯ই মে, ২০১৭ থেকে ৮ই মে, ২০২২ পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে নন-এক্সিকিউটিভ স্বাধীন পরিচালক হিসাবে নিযুক্ত হন।
[/spoiler]

৪. বিশ্বের প্রথম উদ্ভিদ-ভিত্তিক কোভিড-19 ভ্যাকসিন লঞ্চ হয়েছে যা করোনাভাইরাসের পাঁচটি ভেরিয়েন্টের বিরুদ্ধে ৭০% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটির নাম কি?

(A) Covifenz
(B) CoviPro
(C) Covihelp
(D) Coviplus

[spoiler title=”উত্তর : “] (A) Covifenz

  • এটি তৈরি করেছে কানাডিয়ান বায়োটেকনোলজি কোম্পানি ‘Medicago’।
[/spoiler]

৫. ১২তম ‘Hockey India Senior Women National Championship 2022’ সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে?

(A) গুজরাট
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (C) মধ্য প্রদেশ

  • ১২ তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ৬ই মে ২০২২ এ মধ্যপ্রদেশের ভোপালে শুরু হয়েছে।
  • মোট ২৭টি দল ১২ দিনের টুর্নামেন্টে শীর্ষ সম্মানের জন্য লড়বে।
  • অংশগ্রহণকারী দলগুলোকে আটটি পুলে ভাগ করা হয়েছে।
[/spoiler]

৬. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নিচের কোন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটি বিলুপ্তির পথে?

(A) Harbour Porpoise
(B) Yangtze finless porpoise
(C) Vaquita
(D) Numataphocoena

[spoiler title=”উত্তর : “] (C) Vaquita

  • বিশ্বের ক্ষুদ্রতম সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ‘ভাকুইটা পোরপোইস’ এখন বিলুপ্তির পথে।
  • ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ডেটা অনুসারে মেক্সিকো উপসাগরের ক্যালিফোর্নিয়া অংশের মধ্যে তাদের একমাত্র আবাসস্থলে আর মাত্র ১০টি ভাকুইটা অবশিষ্ট রয়েছে।
  • ভ্যাকুইটা প্রতি দুই বছরে একবার প্রজনন করে।
  • ভুলবশত মাছ ধরার জালে আটকা পড়ে এবং অবৈধ মাছ ধরার কারণে তারা আজ বিলুপ্তির পথে।
[/spoiler]

৭. ভারতের কোন রাজ্যে সম্প্রতি শিগেলা ব্যাকটেরিয়ার একটি মারাত্মক কেস রিপোর্ট করা হয়েছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু `
(C) গোয়া
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (A) কেরালা

  • সম্প্রতি কেরালার কাসারগোদের একটি খাবারের দোকান থেকে শাওয়ারমা খেয়ে একটি কিশোরী মেয়ে মারা গেছে।
  • রাজ্যের স্বাস্থ্য বিভাগ শিগেলা ব্যাকটেরিয়াকে খাদ্যে বিষক্রিয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে।
  • এর পর একই জেলার আরো কয়েকজনকে শাওয়ারমা খাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[/spoiler]

৮. ৮,০০০ মিটারের উপরে পাঁচটি পর্বতশৃঙ্গে পা রাখা প্রথম ভারতীয় মহিলা কে হলেন?

(A) অরুণিমা সিনহা
(B) শিবাঙ্গী পাঠক
(C) প্রিয়াঙ্কা মোহিতে
(D) বাচেন্দ্রী পাল

[spoiler title=”উত্তর : “] (C) প্রিয়াঙ্কা মোহিতে

  • ৫ই মে, ২০২২-এ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) আরোহণের পর তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • এছাড়াও তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অন্নপূর্ণা পর্বত অতিক্রম করেছেন।
  • তিনি পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button