Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 1st December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘এক্সারসাইজ অগ্নি ওয়ারিয়রের’ ১২ তম সংস্করণ সম্প্রতি কোন রাজ্যের ফিল্ড ফায়ারিং রেঞ্জে শেষ হয়েছে?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) ওড়িশা
(D) পাঞ্জাব

[spoiler title=’উত্তর ‘ ] (B) মহারাষ্ট্র

  • অনুশীলন অগ্নি ওয়ারিয়রের ১২ তম সংস্করণ ১লা ডিসেম্বর ২০২২-এ মহারাষ্ট্রের দেবলালিতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে সমাপ্ত হয়েছে।
  • সিঙ্গাপুরের সাথে এই সামরিক মহড়া আয়োজিত হয়।
[/spoiler]

২. কোন দেশ ২০২৩ সালের জন্য ‘Wassenaar Arrangement’ প্লেনারির সভাপতিত্ব গ্রহণ করবে?

(A) আমেরিকা
(B) যুক্তরাজ্য
(C) ভারত
(D) জাপান

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভারত

  • ৩০শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত ভিয়েনায় অনুষ্ঠিত Wassenaar Arrangement এর ২৬তম বার্ষিক প্লেনারিতে, আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ইয়ন ও’লেরির কাছ থেকে এই দায়িত্ব নেন ভারতের রাষ্ট্রদূত জয়দীপ মজুমদার।
  • ভারত ৪২তম অংশগ্রহণকারী রাষ্ট্র হিসাবে ডিসেম্বর ২০১৭ তে ‘Wassenaar Arrangement’ এ যোগদান করেছিল।
  •  Wassenaar Arrangement হল প্রচলিত অস্ত্র এবং দ্বৈত-ব্যবহারের পণ্য ও প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা।
[/spoiler]

৩. সম্প্রতি কে ‘স্কুল শিক্ষা ও সাক্ষরতা’ বিভাগের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) এএস সঞ্জয় কুমার
(B) বান্দারু উইলসনবাবু
(C) উমেশ মিশ্র
(D) সঞ্জীব চোপড়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) এএস সঞ্জয় কুমার

  • তিনি যুব বিষয়ক মন্ত্রালয় এবং ক্রীড়া বিভাগের প্রাক্তন সচিব ছিলেন।
  • তিনি ৩০শে নভেম্বর, ২০২২-এ অনিতা কারওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন।
[/spoiler]

৪. নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটিকে ‘রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার ২০২২’ দেওয়া হয়েছে?

(A) Indian Skill Institute of Technology
(B) Kalinga Institute of Industrial Technology
(C) Manav Rachna International Institute of Research and Studies
(D) Lakshmibai National College of Physical Education

[spoiler title=’উত্তর ‘ ] (B) Kalinga Institute of Industrial Technology

  • কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ৩০শে নভেম্বর ২০২২-এ রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছে।
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু KIIT এবং KISS-এর প্রতিষ্ঠাতা ডঃ অচ্যুতা সামন্তকে পুরস্কারটি প্রদান করেছেন।
[/spoiler]

৫. অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?

(A) প্রসূন জোশী
(B) পার্থ সতপতী
(C) সঞ্জয় মালহোত্রা
(D) উমেশ মিশ্র

[spoiler title=’উত্তর ‘ ] (C) সঞ্জয় মালহোত্রা

  • সিনিয়র আমলা সঞ্জয় মালহোত্রা ১লা ডিসেম্বর ২০২২-এ অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি তরুণ বাজাজের স্থলাভিষিক্ত হলেন।
  • তিনি ২০২২ সালের অক্টোবর থেকে রাজস্ব বিভাগের OSD হিসেবে কর্মরত ছিলেন।
[/spoiler]

৬. সম্প্রতি কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যালের ২৩তম সংস্করণ শুরু হয়েছে?

(A) নাগাল্যান্ড
(B) ওডিশা
(C) মহারাষ্ট্র
(D) গোয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) নাগাল্যান্ড

  • নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যালের ২৩তম সংস্করণ ১লা ডিসেম্বর, ২০২২-এ কিসামার নাগা হেরিটেজ ভিলেজে শুরু হয়েছে।
  • উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্নবিল উৎসবের প্রধান অতিথি সহ-সভাপতি জগদীপ ধনখর।
  • নাগাল্যান্ডের গভর্নর অধ্যাপক জগদীশ মুখী উৎসবের প্রধান হোস্ট ছিলেন এবং মুখ্যমন্ত্রী নেফিউ রিও এর আয়োজক ছিলেন।
[/spoiler]

৭. জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়?

(A) ৫ই ডিসেম্বর
(B) ৯ই ডিসেম্বর
(C) ৭ই ডিসেম্বর
(D) ২রা ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২রা ডিসেম্বর

  • ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিহতদের স্মরণে এই দিনটি পালিত হয়।
  • ভারতে, প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন মানুষ বায়ু দূষণের কারণে মারা যায়।
[/spoiler]

৮. কে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘The Emissary of Peace’ পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) দালাই লামা
(B) রামদেব
(C) শ্রী শ্রী রবিশঙ্কর
(D) সদগুরু

[spoiler title=’উত্তর ‘ ] (C) শ্রী শ্রী রবিশঙ্কর

  • ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং বিশ্ব মানবতাবাদী শ্রী শ্রী রবিশঙ্করকে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘দ্য এমিসারি পিস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
  • ভারতীয় আধ্যাত্মিক নেতা তার বিশ্বব্যাপী ‘I Stand for Peace’ প্রচারাভিযানের সময় এই পুরস্কার প্রদান করেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button