Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালে বিশ্ব মাতৃদিবস কবে পালিত হল?

(A) ৭ই মে
(B) ১০ই মে
(C) ৯ই মে
(D) ৮ই মে

[spoiler title=”উত্তর : “] (D) ৮ই মে

  • ১৯০৮ সালে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে মাতৃদিবস পালিত হয়।
  • অ্যানা জারভিস নামক এক মহিলা নিজের মা, অ্যান রিসে জারভিসের স্মৃতির উদ্দেশে মাতৃ দিবসকে স্বীকৃত ছুটি হিসেবে পালনের পক্ষে প্রথম কথা বলেন।
  • বিভিন্ন দেশে বিভিন্ন দিনে মাতৃ দিবস পালিত হয়।
  • ভারতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।
[/spoiler]

২. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয়?

(A) ৫ই মে
(B) ৮ই মে
(C) ৭ই মে
(D) ৬ই মে

[spoiler title=”উত্তর : “] (C) ৭ই মে

  • দিবসটির উদ্দেশ্য হল অ্যাথলেটিকস সম্পর্কে যুবকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
  • এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন (IAAF) দ্বারা ‘Athletic for a better world’ শিরোনামের একটি সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসাবেও চালু করা হয়েছিল।
  • ১৯৯৬ সালে IAAF এর প্রেসিডেন্ট প্রিমো নেবিওলো দিবসটি চালু করেছিলেন।
[/spoiler]

৩. TVS মোটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) অলকেশ কুমার শর্মা
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) সুদর্শন বেণু

[spoiler title=”উত্তর : “] (D) সুদর্শন বেণু

  • এর আগে সুদর্শন ভেনু TVS মোটর কোম্পানির যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
  • TVS মোটর কোম্পানির সদর দফতর তামিলনাড়ুর চেন্নাইতে।  ২০১৮-১৯ সালে ২০,০০০ কোটির বেশি আয় সহ ভারতের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানি TVS মোটরস।
[/spoiler]

৪. কোন রাজ্য সম্প্রতি একটি Vehicle Movement Tracking System (VMTS) মোবাইল অ্যাপ চালু করেছে?

(A) কেরালা
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (B) হরিয়ানা

  • হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি এই মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন।
  • এটি বালি এবং অন্যান্য খনির সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে ট্র্যাক করতে সহায়তা করবে।
  • অ্যাপটি হরিয়ানার সমস্ত জেলার বিভিন্ন চেকপয়েন্টে ব্যবহার করা হবে এবং গাড়ির নম্বর, গাড়ির ধরন, চালকের বিবরণের মতো গাড়ির বিবরণ এতে আপলোড করা থাকবে।
[/spoiler]

৫. কাকে সম্প্রতি ২০২২ সালের World Food Prize প্রদান করা হল?

(A) সিনথিয়া রোজেনজওয়েগ
(B) সঞ্জয় রাজারাম
(C) রবার্ট মুয়াঙ্গা
(D) মারিয়া এন্ড্রেন

[spoiler title=”উত্তর : “] (A) সিনথিয়া রোজেনজওয়েগ

  • তিনি ১৯৯৪ সাল থেকে NASA GISS-এর একজন গবেষণা বিজ্ঞানী এবং ক্লাইমেট ইমপ্যাক্টস গ্রুপের প্রধান।
  • এর পাশাপাশি তিনি একজন কৃষিবিদ এবং জলবায়ুবিদ যিনি খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মডেলিং এর উদ্ভাবনে অবদানের জন্য World Food Prize এর পুরষ্কার হিসাবে ২৫০০০০ মার্কিন ডলার পেয়েছেন।
[/spoiler]

৬. ভারতের কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত (Human sex ratio) লক্ষ্য করা গেছে (২০২০ সালের রিপোর্ট অনুযায়ী) ?

(A) লাদাখ
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) উত্তর প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (A) লাদাখ
লাদাখে লিঙ্গানুপাত হলো প্রতি ১০০০ জন পুরুষের পিছু ১১৪০ জন মহিলা। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button