8th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ২০২২ সালে বিশ্ব মাতৃদিবস কবে পালিত হল?
(A) ৭ই মে
(B) ১০ই মে
(C) ৯ই মে
(D) ৮ই মে
- ১৯০৮ সালে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে মাতৃদিবস পালিত হয়।
- অ্যানা জারভিস নামক এক মহিলা নিজের মা, অ্যান রিসে জারভিসের স্মৃতির উদ্দেশে মাতৃ দিবসকে স্বীকৃত ছুটি হিসেবে পালনের পক্ষে প্রথম কথা বলেন।
- বিভিন্ন দেশে বিভিন্ন দিনে মাতৃ দিবস পালিত হয়।
- ভারতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।
২. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয়?
(A) ৫ই মে
(B) ৮ই মে
(C) ৭ই মে
(D) ৬ই মে
- দিবসটির উদ্দেশ্য হল অ্যাথলেটিকস সম্পর্কে যুবকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
- এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন (IAAF) দ্বারা ‘Athletic for a better world’ শিরোনামের একটি সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসাবেও চালু করা হয়েছিল।
- ১৯৯৬ সালে IAAF এর প্রেসিডেন্ট প্রিমো নেবিওলো দিবসটি চালু করেছিলেন।
৩. TVS মোটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) অলকেশ কুমার শর্মা
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) সুদর্শন বেণু
- এর আগে সুদর্শন ভেনু TVS মোটর কোম্পানির যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
- TVS মোটর কোম্পানির সদর দফতর তামিলনাড়ুর চেন্নাইতে। ২০১৮-১৯ সালে ২০,০০০ কোটির বেশি আয় সহ ভারতের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানি TVS মোটরস।
৪. কোন রাজ্য সম্প্রতি একটি Vehicle Movement Tracking System (VMTS) মোবাইল অ্যাপ চালু করেছে?
(A) কেরালা
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র
- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি এই মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন।
- এটি বালি এবং অন্যান্য খনির সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে ট্র্যাক করতে সহায়তা করবে।
- অ্যাপটি হরিয়ানার সমস্ত জেলার বিভিন্ন চেকপয়েন্টে ব্যবহার করা হবে এবং গাড়ির নম্বর, গাড়ির ধরন, চালকের বিবরণের মতো গাড়ির বিবরণ এতে আপলোড করা থাকবে।
৫. কাকে সম্প্রতি ২০২২ সালের World Food Prize প্রদান করা হল?
(A) সিনথিয়া রোজেনজওয়েগ
(B) সঞ্জয় রাজারাম
(C) রবার্ট মুয়াঙ্গা
(D) মারিয়া এন্ড্রেন
- তিনি ১৯৯৪ সাল থেকে NASA GISS-এর একজন গবেষণা বিজ্ঞানী এবং ক্লাইমেট ইমপ্যাক্টস গ্রুপের প্রধান।
- এর পাশাপাশি তিনি একজন কৃষিবিদ এবং জলবায়ুবিদ যিনি খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মডেলিং এর উদ্ভাবনে অবদানের জন্য World Food Prize এর পুরষ্কার হিসাবে ২৫০০০০ মার্কিন ডলার পেয়েছেন।
৬. ভারতের কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত (Human sex ratio) লক্ষ্য করা গেছে (২০২০ সালের রিপোর্ট অনুযায়ী) ?
(A) লাদাখ
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) উত্তর প্রদেশ
লাদাখে লিঙ্গানুপাত হলো প্রতি ১০০০ জন পুরুষের পিছু ১১৪০ জন মহিলা। [/spoiler]
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here