Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালের ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত ভারত সরকার কোন সপ্তাহ পালন করছে?

(A) জাতীয় সাক্ষরতা সপ্তাহ
(B) জাতীয় স্বাস্থ্য সপ্তাহ
(C) অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ
(D) জাতীয় পুষ্টি সপ্তাহ

[spoiler title=”উত্তর : “] (C) অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ

  • ভারত সরকার অন্ধত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত এই সপ্তাহ পালন করছে।
  • Prevent Blindness সংস্থা ২০২২ সালকে “Year of Children’s Vision” ঘোষণা করেছে।
[/spoiler]

২. কেন্দ্রীয় সরকার নিম্নলিখিত কোন কোন রাজ্যে সম্প্রতি ‘সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন’ (AFSPA) এর অধীনে অশান্ত এলাকাগুলিতে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে?

(A) পশ্চিমবঙ্গ, ওড়িশা ও মণিপুর
(B) নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ ও মণিপুর
(C) মণিপুর, আসাম ও মিজোরাম
(D) নাগাল্যান্ড, আসাম ও মণিপুর

[spoiler title=”উত্তর : “] (D) নাগাল্যান্ড, আসাম ও মণিপুর

  • কেন্দ্রীয় সরকার ৩১শে মার্চ ২০২২-এ নাগাল্যান্ড, আসাম এবং মণিপুরে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA) এর অধীনে অশান্ত এলাকাগুলিতে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
  • ১৯৫৮ সালের AFSPA আইন, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কিছু বিশেষ ক্ষমতা প্রদান করে।
  • ভারত ছাড়ো আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশরা প্রথম এই আইন প্রবর্তন করেছিল।
[/spoiler]

৩. ভারত এবং কোন দেশের দ্বিপাক্ষিক নৌ মহড়ার ২০ তম সংস্করণ, ‘VARUNA’, সম্প্রতি আরব সাগরে আয়োজিত হচ্ছে?

(A) জাপান
(B) যুক্তরাজ্য
(C) আমেরিকা
(D) ফ্রান্স

[spoiler title=”উত্তর : “] (D) ফ্রান্স

  • ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়ার ২০তম সংস্করণ – ‘VARUNA’ ৩০শে মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত আরব সাগরে আয়োজিত হচ্ছে।
  • দুই নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া ১৯৯৩ সালে শুরু হয়েছিল।
[/spoiler]

৪. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি MyGov নামক সিটিজেন এনগেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) চণ্ডীগড়
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (A) জম্মু ও কাশ্মীর

  • লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সম্প্রতি মিগভ নামে জম্মু ও কাশ্মীরের জন্য এক শক্তিশালী সিটিজেন এনগেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন।
  • MyGov সরকারকে সাধারণ মানুষের কাছাকাছি আনার ধারণা নিয়ে ২৬শে জুলাই ২০১৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন।
[/spoiler]

৫. নিচের কোন রাজ্য সরকারের মন্ত্রিসভা ২০২২-২৭-এর জন্য ‘পুনর্নবীকরণযোগ্য শক্তি নীতি’ (Renewable Energy Policy) অনুমোদন করেছে?

(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) অন্ধ্র প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (B) কর্ণাটক

  • এই নীতিতে বলা হয়েছে যে আগামী পাঁচ বছরের মধ্যে, কর্ণাটক ১০ গিগাওয়াটের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
[/spoiler]

৬. নিম্নলিখিত কোন রাজ্য সম্প্রতি সমস্ত COVID-19 নিষেধাজ্ঞাগুলি তুলে নিয়েছে?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) কেরালা

[spoiler title=”উত্তর : “] (A) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র সরকার ৩১শে মার্চ, ২০২২-এ ঘোষণা করেছে যে ২রা এপ্রিল, ২০২২ থেকে জনসাধারণের মাস্ক পরা সহ COVID-19 সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
[/spoiler]

৭. ২০২২ এ গুড়ি পারওয়া উৎসব কবে পালিত হলো / হচ্ছে?

(A) ১লা এপ্রিল
(B) ৪ঠা এপ্রিল
(C) ৩রা এপ্রিল
(D) ২রা এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (D) ২রা এপ্রিল

  • ২রা এপ্রিল, ২০২২-এ মহারাষ্ট্র এবং গোয়াতে গুড়ি পারওয়া উৎসব অত্যন্ত জমজমাটভাবে উদযাপিত হয়৷
  • গুড়ি পারওয়া বসন্ত ঋতুর সূচনা এবং মহারাষ্ট্র ও গোয়ার অধিবাসীদের জন্য একটি নতুন বছরের সূচনাকে চিহ্নিত করে৷ এটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম দিনে পালিত হয়।
[/spoiler]

৮. নিম্নোক্ত কোন দেশটি সম্প্রতি চরম জ্বালানি, খাদ্য ও বিদ্যুতের ঘাটতি সহ প্রচন্ড খারাপ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে?

(A) বাংলাদেশ
(B) ভিয়েতনাম
(C) মালয়েশিয়া
(D) শ্রীলঙ্কা

[spoiler title=”উত্তর : “] (D) শ্রীলঙ্কা

  • ৩০শে মার্চ শ্রীলংকার বাসিন্দারা প্রায় ১০-ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছিল এবং ৩১শে মার্চ আরও দীর্ঘ ব্ল্যাকআউট দেখা গেছে ৷
  • ৩১শে মার্চ শ্রীলঙ্কায় ডিজেল ফুরিয়ে গিয়েছিল, যা দেশের পরিবহন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল।
  • শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রক এক মিলিয়নেরও বেশি সরকারি কর্মচারীকে জ্বালানি সংরক্ষণের জন্য বাড়ি থেকে কাজ করার জন্য অনুরোধ করেছে।
  • ডিজেল, যা বাস এবং বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানী, ৩১শে মার্চ সারা দেশে অনুপলব্ধ ছিল ৷
[/spoiler]

৯. বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতিবছর কবে পালন করা হয়?

(A) ১লা এপ্রিল
(B) ২রা এপ্রিল
(C) ৩রা এপ্রিল
(D) ৪ঠা এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (B) ২রা এপ্রিল

  • অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং আক্রান্ত ব্যক্তির সামগ্রিক জ্ঞানীয়, মানসিক, সামাজিক এবং শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।
  • উপসর্গের পরিসীমা এবং তীব্রতা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে।
  • সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ভাব বিনিময়ের অসুবিধা, সামাজিক মিথস্ক্রিয়াতে অসুবিধা, আবেশী আগ্রহ এবং পুনরাবৃত্তিমূলক আচরণ।
[/spoiler]

১০. কাকে সম্প্রতি ONGC Videsh Ltd (OVL) এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হল?

(A) আলোক গুপ্ত
(B) ওমকার নাথ জ্ঞানী
(C) ও.এন. জ্ঞানী
(D) সঞ্জীব তখি

[spoiler title=”উত্তর : “] (D) সঞ্জীব তখি

  • তিনি ওমকার নাথ জ্ঞানীর স্থলাভিষিক্ত হলেন।
  • ONGC Videsh Limited এর চেয়ার পারসন অলকা মিত্তল এবং CEO ও MD অলক কুমার গুপ্ত।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button