Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 31th January Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “The Poverty of Political Economy: How Economics Abandoned the Poor” বইটির লেখক কে?

(A) মেঘনাদ দেশাই
(B) তমাল বন্দ্যোপাধ্যায়
(C) বিক্রম সম্পাথ
(D) ডঃ অশ্বিন ফার্নান্দেস

[spoiler title=’উত্তর ‘ ] (A) মেঘনাদ দেশাই

  • ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাদ দেশাই এই শিরোনামের নতুন বই লিখেছেন।
  • বইটি প্রকাশ করেছে হার্পারকলিন্স পাবলিশার্স ইন্ডিয়া।
[/spoiler]

২. ভারতীয় কোস্ট গার্ড দিবস কবে পালন করা হয়?

(A) ১লা ফেব্রুয়ারি
(B) ২রা ফেব্রুয়ারি
(C) ৩রা ফেব্রুয়ারি
(D) ৪ঠা ফেব্রুয়ারি

[spoiler title=’উত্তর ‘ ] (A) ১লা ফেব্রুয়ারি

  • প্রতি বছর 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালন করা হয়।
  • ইন্ডিয়ান কোস্ট গার্ড ১লা ফেব্রুয়ারী, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ২০২৩ সালে, ভারতীয় কোস্ট গার্ড তার ৪৬ তম উত্থাপন দিবস উদযাপন করছে।
  • ভারতীয় কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক বীরেন্দ্র সিং পাঠানিয়া।
[/spoiler]

৩. শান্তি ভূষণ সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) ক্রিকেট
(B) আইন
(C) অভিনয়
(D) চলচ্চিত্র নির্মাণ

[spoiler title=’উত্তর ‘ ] (B) আইন

  • প্রাক্তন আইনমন্ত্রী এবং প্রবীণ আইনজীবী শান্তি ভূষণ ৩১শে জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মোরারজি দেশাই-এর নেতৃত্বাধীন জনতা পার্টি সরকারে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • তিনি ২০১২ সালে গঠিত আম আদমি পার্টি (AAP) এর প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।
[/spoiler]

৪. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্ৰীত ‘লাডলি বেহনা যোজনা’-র কথা ঘোষণা করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব

[spoiler title=’উত্তর ‘ ] (C) মধ্য প্রদেশ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২৯শে জানুয়ারী ২০২৩-এ নর্মদা জয়ন্তী উপলক্ষে লাডলি বাহনা যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন।
  • এই প্রকল্পের মাধ্যমে, মধ্যপ্রদেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বোনদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।
  • প্রকল্পের সুবিধা পেতে, মহিলাকে মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে।
  • ৫ বছরে এই প্রকল্পে আনুমানিক ৬০ হাজার কোটি টাকা খরচ হবে।
[/spoiler]

৫. ২-১৪ই ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত কোন রাজ্যের মুচিন্তালের স্ট্যাচু অফ ইকুয়ালিটির প্রাঙ্গনে ‘সমথ কুম্ভ’ অনুষ্ঠিত হচ্ছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) গোয়া
(D) তেলেঙ্গানা

[spoiler title=’উত্তর ‘ ] (D) তেলেঙ্গানা

  • ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানায় এই স্ট্যাচু অফ ইকুয়ালিটির উদ্বোধন করেছিলেন।
  • এবার থেকে প্রতি বছর ‘সমথ কুম্ভ মেলা’ অনুষ্ঠিত হবে।
  • যজ্ঞের আয়োজনের অংশ হিসেবে নয়টি কুণ্ড দিয়ে যজ্ঞশালা প্রতিষ্ঠা করা হবে।
  • রামানুজাচার্য মূর্তিকে অভিষেক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
[/spoiler]

৬. ৩০শে জানুয়ারী ২০২৩ এ Science 20 ইনসেপশন মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) পুদুচেরি
(B) লাদাখ
(C) দিল্লী
(D) চণ্ডীগড়

[spoiler title=’উত্তর ‘ ] (A) পুদুচেরি

  • Science 20 ইনসেপশন মিটিং ৩০শে জানুয়ারী ২০২৩ এ পুদুচেরিতে অনুষ্ঠিত হয়েছিল।
  • ইন্ডিয়ান ন্যাশনাল সাইন্স একাডেমির (INSA) সভাপতি ডঃ আশুতোষ শর্মা এই মিটিংয়ে সভাপতি ছিলেন।
  • G20-এর ১০টি দেশের বিজ্ঞানীদের সাথে ভারতের উন্নত সায়েন্স ইনস্টিটিউশনের বিজ্ঞানীরা আলোচনায় অংশ নিয়েছেন।
[/spoiler]

৭. হেইন সুম্যাচারকে সম্প্রতি নিচের কোন কোম্পানির নতুন CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) Procter and Gamble
(B) Nestlé
(C) Unilever
(D) Henkel

[spoiler title=’উত্তর ‘ ] (C) Unilever

  • ইউনিলিভার তার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হেইন সুম্যাচারকে নিয়োগের ঘোষণা দিয়েছে।
  • তিনি অ্যালান জোপের স্থলাভিষিক্ত হবেন।
  • হেইন বর্তমানে রয়্যাল ফ্রাইজল্যান্ডক্যাম্পিনার CEO।
  • তিনি ১লা জুলাই ২০২৩ থেকে ইউনিলিভারের CEO হিসেবে নিযুক্ত হবেন।
[/spoiler]

৮. ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) পঙ্কজ কুমার সিং
(B) অরবিন্দ ওয়ালিয়া
(C) পঙ্কজ মোহন
(D) এপি সিং

[spoiler title=’উত্তর ‘ ] (D) এপি সিং

  • ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ হবেন এয়ার মার্শাল এপি সিং।
  • তিনি এয়ার মার্শাল সন্দীপ সিংয়ের স্থলাভিষিক্ত হবেন।
  • এ পি সিং বর্তমানে সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি ১লা ফেব্রুয়ারী ২০২৩ থেকে ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন।
[/spoiler]

৯. Puma ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে?

(A) হরমনপ্রীত কৌর
(B) মহেন্দ্র সিং ধোনি
(C) প্রসূন জোশী
(D) নিখাত জারিন

[spoiler title=’উত্তর ‘ ] (A) হরমনপ্রীত কৌর

  • Puma India তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হরমনপ্রীত কৌরকে নিযুক্ত করেছে।
  • হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।
[/spoiler]

১০. সংসদের বাজেট অধিবেশন ৩১শে জানুয়ারী ২০২৩ এ শুরু হয়েছে৷ এটি কতদিন পর্যন্ত চলবে?

(A) ১০ই মার্চ ২০২৩
(B) ৩০শে এপ্রিল ২০২৩
(C) ৬ই এপ্রিল ২০২৩
(D) ৩১শে মার্চ ২০২৩

[spoiler title=’উত্তর ‘ ] (C) ৬ই এপ্রিল ২০২৩

  • সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সাথে অধিবেশন শুরু হয়।
  • ৩১শে জানুয়ারী ২০২৩ এ অধিবেশনের প্রথম দিনে উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল।
  • কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি ২০২৩-এ।
  • বাজেট অধিবেশন চলবে ৬ই এপ্রিল ২০২৩ পর্যন্ত।
  • ৬৬ দিনে ২৭টি বৈঠক করা হবে।
[/spoiler] ১১. ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মাধবেন্দ্র সিং
(B) সিদ্ধার্থ সেমেন্ট অহমেহর্মা
(C) নরেশ লালওয়ানি
(D) ডাঃ রাজীব সিং রঘুবংশী

[spoiler title=’উত্তর ‘ ] (D) ডাঃ রাজীব সিং রঘুবংশী

  • ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) হিসাবে ডাঃ রাজীব সিং রঘুবংশীর নাম সুপারিশ করেছে।
  • তিনি ডক্টর ভি. জি. সোমানির স্থলাভিষিক্ত হবেন যিনি আগস্ট ২০১৯ এ ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
  • DCGI হলো ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) এর প্রধান।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button