1st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩১শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 31th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. “The Poverty of Political Economy: How Economics Abandoned the Poor” বইটির লেখক কে?
(A) মেঘনাদ দেশাই
(B) তমাল বন্দ্যোপাধ্যায়
(C) বিক্রম সম্পাথ
(D) ডঃ অশ্বিন ফার্নান্দেস
- ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাদ দেশাই এই শিরোনামের নতুন বই লিখেছেন।
- বইটি প্রকাশ করেছে হার্পারকলিন্স পাবলিশার্স ইন্ডিয়া।
২. ভারতীয় কোস্ট গার্ড দিবস কবে পালন করা হয়?
(A) ১লা ফেব্রুয়ারি
(B) ২রা ফেব্রুয়ারি
(C) ৩রা ফেব্রুয়ারি
(D) ৪ঠা ফেব্রুয়ারি
- প্রতি বছর 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালন করা হয়।
- ইন্ডিয়ান কোস্ট গার্ড ১লা ফেব্রুয়ারী, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০২৩ সালে, ভারতীয় কোস্ট গার্ড তার ৪৬ তম উত্থাপন দিবস উদযাপন করছে।
- ভারতীয় কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক বীরেন্দ্র সিং পাঠানিয়া।
৩. শান্তি ভূষণ সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
(A) ক্রিকেট
(B) আইন
(C) অভিনয়
(D) চলচ্চিত্র নির্মাণ
- প্রাক্তন আইনমন্ত্রী এবং প্রবীণ আইনজীবী শান্তি ভূষণ ৩১শে জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
- তিনি ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মোরারজি দেশাই-এর নেতৃত্বাধীন জনতা পার্টি সরকারে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি ২০১২ সালে গঠিত আম আদমি পার্টি (AAP) এর প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।
৪. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্ৰীত ‘লাডলি বেহনা যোজনা’-র কথা ঘোষণা করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব
- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২৯শে জানুয়ারী ২০২৩-এ নর্মদা জয়ন্তী উপলক্ষে লাডলি বাহনা যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন।
- এই প্রকল্পের মাধ্যমে, মধ্যপ্রদেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বোনদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।
- প্রকল্পের সুবিধা পেতে, মহিলাকে মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে।
- ৫ বছরে এই প্রকল্পে আনুমানিক ৬০ হাজার কোটি টাকা খরচ হবে।
৫. ২-১৪ই ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত কোন রাজ্যের মুচিন্তালের স্ট্যাচু অফ ইকুয়ালিটির প্রাঙ্গনে ‘সমথ কুম্ভ’ অনুষ্ঠিত হচ্ছে?
(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) গোয়া
(D) তেলেঙ্গানা
- ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানায় এই স্ট্যাচু অফ ইকুয়ালিটির উদ্বোধন করেছিলেন।
- এবার থেকে প্রতি বছর ‘সমথ কুম্ভ মেলা’ অনুষ্ঠিত হবে।
- যজ্ঞের আয়োজনের অংশ হিসেবে নয়টি কুণ্ড দিয়ে যজ্ঞশালা প্রতিষ্ঠা করা হবে।
- রামানুজাচার্য মূর্তিকে অভিষেক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
৬. ৩০শে জানুয়ারী ২০২৩ এ Science 20 ইনসেপশন মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) পুদুচেরি
(B) লাদাখ
(C) দিল্লী
(D) চণ্ডীগড়
- Science 20 ইনসেপশন মিটিং ৩০শে জানুয়ারী ২০২৩ এ পুদুচেরিতে অনুষ্ঠিত হয়েছিল।
- ইন্ডিয়ান ন্যাশনাল সাইন্স একাডেমির (INSA) সভাপতি ডঃ আশুতোষ শর্মা এই মিটিংয়ে সভাপতি ছিলেন।
- G20-এর ১০টি দেশের বিজ্ঞানীদের সাথে ভারতের উন্নত সায়েন্স ইনস্টিটিউশনের বিজ্ঞানীরা আলোচনায় অংশ নিয়েছেন।
৭. হেইন সুম্যাচারকে সম্প্রতি নিচের কোন কোম্পানির নতুন CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) Procter and Gamble
(B) Nestlé
(C) Unilever
(D) Henkel
- ইউনিলিভার তার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হেইন সুম্যাচারকে নিয়োগের ঘোষণা দিয়েছে।
- তিনি অ্যালান জোপের স্থলাভিষিক্ত হবেন।
- হেইন বর্তমানে রয়্যাল ফ্রাইজল্যান্ডক্যাম্পিনার CEO।
- তিনি ১লা জুলাই ২০২৩ থেকে ইউনিলিভারের CEO হিসেবে নিযুক্ত হবেন।
৮. ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) পঙ্কজ কুমার সিং
(B) অরবিন্দ ওয়ালিয়া
(C) পঙ্কজ মোহন
(D) এপি সিং
- ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ হবেন এয়ার মার্শাল এপি সিং।
- তিনি এয়ার মার্শাল সন্দীপ সিংয়ের স্থলাভিষিক্ত হবেন।
- এ পি সিং বর্তমানে সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১লা ফেব্রুয়ারী ২০২৩ থেকে ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন।
৯. Puma ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে?
(A) হরমনপ্রীত কৌর
(B) মহেন্দ্র সিং ধোনি
(C) প্রসূন জোশী
(D) নিখাত জারিন
- Puma India তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হরমনপ্রীত কৌরকে নিযুক্ত করেছে।
- হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।
১০. সংসদের বাজেট অধিবেশন ৩১শে জানুয়ারী ২০২৩ এ শুরু হয়েছে৷ এটি কতদিন পর্যন্ত চলবে?
(A) ১০ই মার্চ ২০২৩
(B) ৩০শে এপ্রিল ২০২৩
(C) ৬ই এপ্রিল ২০২৩
(D) ৩১শে মার্চ ২০২৩
- সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সাথে অধিবেশন শুরু হয়।
- ৩১শে জানুয়ারী ২০২৩ এ অধিবেশনের প্রথম দিনে উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল।
- কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি ২০২৩-এ।
- বাজেট অধিবেশন চলবে ৬ই এপ্রিল ২০২৩ পর্যন্ত।
- ৬৬ দিনে ২৭টি বৈঠক করা হবে।
(A) মাধবেন্দ্র সিং
(B) সিদ্ধার্থ সেমেন্ট অহমেহর্মা
(C) নরেশ লালওয়ানি
(D) ডাঃ রাজীব সিং রঘুবংশী
- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) হিসাবে ডাঃ রাজীব সিং রঘুবংশীর নাম সুপারিশ করেছে।
- তিনি ডক্টর ভি. জি. সোমানির স্থলাভিষিক্ত হবেন যিনি আগস্ট ২০১৯ এ ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
- DCGI হলো ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) এর প্রধান।
To check our latest Posts - Click Here