Daily Current Affairs in BengaliCurrent Affairs

23-24th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23-24th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩-২৪শে  অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23-24th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী ‘গ্রাম সড়ক যোজনা (PMGSY)-III’ কোন রাজ্যে চালু করা হয়েছে?

(A) গুজরাট
(B) কেরালা
(C) সিকিম
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(D) হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ:

  • মুখ্যমন্ত্রী: জয় রাম ঠাকুর
  • রাজধানী: সিমলা (গ্রীষ্ম), ধর্মশালা (শীতকাল)

২. ২০২৩ FIFA মহিলা বিশ্বকাপের জন্য উন্মোচিত মাসকটের নাম কী?

(A) Nina
(B) Appu
(C) Tazuni
(D) Pokoyo

উত্তর
(C) Tazuni

  • ‘তাজুনি নামের মহিলা রূপ বিশিষ্ট একটি পেংগুইন’ আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে FIFA নারী বিশ্বকাপের আনুষ্ঠানিক মাসকট হিসেবে উন্মোচিত হয়েছে।

৩. কোন দিনটিতে প্রতিবছর জাতিসংঘ দিবস পালন করা হয়?

(A) ২৪শে অক্টোবর
(B) ২৭শে অক্টোবর
(C) ২৬শে অক্টোবর
(D) ২৫শে অক্টোবর

উত্তর
(A) ২৪শে অক্টোবর

  • জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর ১৯৪৫ থেকে জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পালিত হয়।
  • ২০২২ সাল জাতিসংঘের ৭৭তম বার্ষিকীকে চিহ্নিত করে।
  • জাতিসংঘের সনদ ১৯৪৫ সালের ২৬শে জুন ৫০টি দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল।

৪. সম্প্রতি কোথায় ১৪তম ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে?

(A) নিউ দিল্লি
(B) রায়পুর
(C) আগরতলা
(D) রাঁচি

উত্তর
(A) নিউ দিল্লি

  • ১৯শে অক্টোবর ২০২২-এ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

৫. সম্প্রতি বঙ্গোপসাগরে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম কি?

(A) মান্দাউস
(B) সিত্রাং
(C) মোচা
(D) অশনি

উত্তর
(B) সিত্রাং

  • ‘সিত্রাং’ নামকরণটি করেছে থাইল্যান্ড।
  • এবং এর অর্থ – পাতা

৬. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে কোন দিনটিকে ‘সপ্তাহের সবচেয়ে খারাপ দিন’ হিসাবে ঘোষণা করেছে?

(A) সোমবার
(B) রবিবার
(C) শুক্রবার
(D) মঙ্গলবার

উত্তর
(A) সোমবার

  • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে “সোমবার”-কে সপ্তাহের সবচেয়ে খারাপ দিন ঘোষণা করেছে।
  • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ১৯৫৫ সালে সূচনার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গিনেস বুক অফ রেকর্ডস হিসাবে পরিচিত ছিল।

৭. সম্প্রতি কোথায় ভারতের প্রথম ‘Migration Monitoring System’ এর উদ্বোধন করা হল?

(A) কলকাতা
(B) দিল্লী
(C) মুম্বাই
(D) চেন্নাই

উত্তর
(C) মুম্বাই

  • ২১শে অক্টোবর, ২০২২-এ, ভারত তার প্রথম ‘মাইগ্রেশন মনিটরিং সিস্টেম’-এর উদ্বোধন করেছে।
  • সিস্টেমটি অভিবাসী গর্ভবতী মহিলাদের, স্তন্যদানকারী মা এবং শিশুদের সম্পর্কে রিপোর্ট পেশ করবে।
  • মহিলা ও শিশু উন্নয়ন অধিদপ্তর দ্বারা তৈরি এই ব্যবস্থাটি মুম্বাইতে মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মঙ্গলপ্রভাত লোধা উদ্বোধন করেছিলেন।

৮. ২০২২ সালের দীপাবলিতে কতগুলি দিয়া প্রজ্জ্বলনের সাথে অযোধ্যা নতুন বিশ্ব রেকর্ড গড়লো?

(A) ১২ লক্ষ (১০ লক্ষের বেশি)
(B) ১০ লক্ষ
(C) ৮ লক্ষ
(D) ১৭ লক্ষ (১৫ লক্ষের বেশি)

উত্তর
(D) ১৭ লক্ষ (১৫ লক্ষের বেশি)

  • অযোধ্যার দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ উপলক্ষ্যে রাম কি পায়দির ৩৭টি ঘাটে প্রায় ১৯,০০০ স্বেচ্ছাসেবকদের দ্বারা মোট ১৭লক্ষ দিয়া প্রজ্বলিত করা হয়েছে।
  • যাইহোক, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা শুধুমাত্র পাঁচ মিনিট বা তার বেশি সময় ধরে আলোকিত দিয়াগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • এছাড়াও, বাধ্যতামূলক ৪০ মিনিটের মধ্যে সমস্ত দিয়ার আলো জ্বালাতে হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button