1st Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১লা এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ২০২২ এর কোন দিনটিতে রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূতি উদযাপিত হল?
(A) ১লা মে
(B) ২৮শে এপ্রিল
(C) ২৯শে এপ্রিল
(D) ৩০শে এপ্রিল
- ১৮৯৭ সালের ১লা মে স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে উত্তর কলকাতার বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে ছিলেন।
২. বেঙ্গালুরুতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন?
(A) আরিয়ান পাঞ্চাল
(B) মনদীপ সিং
(C) গোবিন্দ সুনীল মহাজন
(D) সরতাজ সিং তিওয়ানা
- বেঙ্গালুরুতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টের ফাইনালে সরতাজ সিং তিওয়ানা অলিম্পিয়ান ঐশ্বরী প্রতাপ সিং তোমরকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে খেলছেন।
৩. সম্প্রতি কাকে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) আনশুল স্বামী
(B) এল. ভি. বৈদ্যনাথন
(C) বিশাখা মুল্যে
(D) রজনীশ কুমার
- পূর্বে তিনি RBL ব্যাঙ্কের সাথে যুক্ত ছিলেন।
- এর পাশাপাশি তিনি Barclays, Citi Financial, এবং Britannia-কোম্পানির সাথেও যুক্ত।
৪. TATA Sons নিচের কোনটির সাথে এয়ার ইন্ডিয়াকে যুক্ত (Merge) করবে?
(A) Air Asia
(B) AirAsia Philippines
(C) Thai AirAsia
(D) Malaysia Airlines
- এয়ার এশিয়ার সাথে এয়ার ইন্ডিয়াকে একীভূত করবে টাটা সন্স।
- TATA Sons সম্প্রতি এয়ার ইন্ডিয়া কোম্পানি অধিগ্রহণ করেছে।
এয়ার এশিয়া :
- CEO : টনি ফার্নান্দেস
- সদর দপ্তর : মালয়েশিয়ার সেপাং
৫. ম্যানিলার এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে সম্প্রতি কে তার দ্বিতীয় এশিয়ান ব্রোঞ্জ পদক জিতলেন?
(A) আংশু মালিক
(B) সাইনা নেহওয়াল
(C) রিয়া জাদন
(D) পিভি সিন্ধু
- তিনি সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে তার দ্বিতীয় এশিয়ান ব্রোঞ্জ পদক জিতেছেন।
- পিভি সিন্ধু একজন দুইবারের অলিম্পিক পদক বিজয়ী এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
৬. সম্প্রতি আসামের কোন জেলায় অসুস্থ ও আহত গরুর জন্য একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে?
(A) জোড়হাট
(B) ডিব্রুগড়
(C) বনগাঁও
(D) গোলাঘাট
- গোপাল গৌশালা দ্বারা পরিচালিত এই পরিষেবাটি ডিব্রুগড়ের জেলা প্রশাসক বিশ্বজিৎ পেগু উদ্বোধন করেছিলেন।
- এটি সমগ্র উত্তর-পূর্বে প্রথম গরুর অ্যাম্বুলেন্স পরিষেবা।
৭. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MoPNG) প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PUMY)-এর কৃতিত্বগুলি উদযাপন করার জন্য কোন দিনটিকে ‘উজ্জ্বলা দিবস’ হিসেবে পালন করে?
(A) ২৮শে এপ্রিল
(B) ১লা মে
(C) ৩০শে এপ্রিল
(D) ২৯শে এপ্রিল
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) প্রতিটি BPL (দারিদ্র সীমার নীচে) পরিবারকে বিনামূল্যে LPG সংযোগ প্রদান করে এবং এটি সামাজিক অন্তর্ভুক্তির দিকে একটি বড় পদক্ষেপ৷
- উত্তরপ্রদেশের বালিয়ায় ১লা মে ২০১৬-তে প্রধানমন্ত্রী মোদী এই স্কিমটি চালু করেছিলেন।
৮. সম্প্রতি কাকে তুষার চিতার সংরক্ষণের জন্য ‘Whitley Gold Award’ প্রদান করা হল?
(A) সুনিতা নারাইন
(B) বন্দনা শিবা
(C) চারুদত্ত মিশ্র
(D) মাইক পাণ্ডে
- বিখ্যাত সংরক্ষণবাদী চারুদত্ত মিশ্র ২৭শে এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা Whitley Fund for Nature (WFN) দ্বারা এই পুরস্কার জিতেছেন।
- তিনি মহীশূর (কর্নাটক)-ভিত্তিক এক প্রকৃতি সংরক্ষণ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং Snow Leopard Trust এর নির্বাহী পরিচালক।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here