Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩শরা জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কাকে সম্প্রতি ‘সশস্ত্র সীমা বল’ (SSB) এর মহাপরিচালক (DG) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রাকেশ আস্থানা
(B) সুজয় লাল থাওসেন
(C) সুরভ রেড্ডি
(D) রমেশ সিং

উত্তর :
(B) সুজয় লাল থাওসেন

 • ১লা জুন ২০২২-এ তাকে সশস্ত্র সীমা বল (SSB) এর ২১তম মহাপরিচালক (DG) হিসাবে নিযুক্ত করা হয়েছে।
 • এতদিন তিনি BSF এর স্পেশাল DG ছিলেন।
 • শাস্ত্র সীমা বল (SSB) নেপাল এবং ভুটানের পাশাপাশি ভারতীয় সীমান্তের কিছু অংশে পাহাড়া দেয়।

২. বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ১লা জুন
(B) ৪ঠা জুন
(C) ২রা জুন
(D) ৩রা জুন

উত্তর :
(D) ৩রা জুন

 • ২০১৮ সালের এপ্রিল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩রা জুনকে ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
 • দিনটি সাইকেলকে মানুষের অগ্রগতি এবং সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে এবং শান্তির সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে উদযাপন করা হয়।
 • সাইকেল উৎপাদক হিসাবে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ৷

৩. Meta-এর (Facebook) পরবর্তী ‘চিফ অপারেটিং অফিসার’ (COO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মার্ক জুকারবার্গ
(B) জ্যাভিয়ার অলিভান
(C) পরাগ জয়সওয়াল
(D) ইলন মাস্ক

উত্তর :
(B) জ্যাভিয়ার অলিভান

 • জ্যাভিয়ার অলিভানকে ২রা জুন ২০২২-এ, Meta-এর পরবর্তী চিফ অপারেটিং অফিসার (COO) হিসাবে নিযুক্ত করা হয়েছে।
 • তিনি শেরিল স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন, যিনি শীঘ্রই Meta থেকে পদত্যাগ করবেন।

৪. ভারতের প্রথম ‘লিকুইড মিরর টেলিস্কোপ’ সম্প্রতি কোন রাজ্যে স্থাপন করা হয়েছে?

(A) হিমাচল প্রদেশ
(B) অরুণাচল প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) তামিলনাড়ু

উত্তর :
(C) উত্তরাখণ্ড

 • ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপটি উত্তরাখণ্ডের একটি পাহাড় – দেবস্থান-এর উপরে প্রতিস্থাপন করা হয়েছে।
 • টেলিস্কোপটি এশিয়ার বৃহত্তম।
 • ‘ইন্ডিয়ান লিকুইড মিরর টেলিস্কোপ’ (ILMT) নামক টেলিস্কোপটি ভারত, বেলজিয়াম এবং কানাডার জ্যোতির্বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন।

৫. ১লা জুন ২০২২-এ কোন দেশের নাম পরিবর্তনের অনুরোধ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়েছে?

(A) তুরস্ক
(B) ইরান
(C) মিশর
(D) কাজাখস্তান

উত্তর :
(A) তুরস্ক

 • ১লা জুন ২০২২ এ জাতিসংঘ তুরস্কের নাম Turkey থেকে Turkiye রাখার অনুরোধ মঞ্জুর করেছে।
 • ২০২১ সালের ডিসেম্বরে তুরস্ক তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারী নাম ইংরেজিতে Turkiyeতে পরিবর্তন করার পদক্ষেপ শুরু করেছিল।

৬. প্রয়াত হলেন বিখ্যাত সন্তুর উস্তাদ ভজন সোপোরি। তিনি কত সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছিলেন?

(A) ২০০১
(B) ২০০২
(C) ২০০৩
(D) ২০০৪

উত্তর :
(D) ২০০৪

 • সন্তুর উস্তাদ এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, ভজন সোপোরি ২রা জুন ৭৩ বছর বয়সে মারা গেলেন।
 • তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুফিয়ানা ঘরানার অন্তর্গত ছিলেন।
 • তিনি পণ্ডিত শঙ্কর পণ্ডিতের প্রপৌত্র ছিলেন, যিনি সুফিয়ানা কলম এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে ‘সুফি বাজ’ নামে পরিচিত শৈলীটি তৈরি করেছিলেন।

৭. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পত্তি একটি জাতি(ধর্ম)-ভিত্তিক আদমশুমারি করার পরিকল্পনা ঘোষণা করেছেন?

(A) উত্তর প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) ওড়িশা
(D) বিহার

উত্তর :
(D) বিহার

 • বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১লা জুন, ২০২২-এ ঘোষণা করেছেন যে কোনও সংঘাত এড়াতে বিহারে আদমশুমারির পরিবর্তে জাতি ভিত্তিক গণনা আয়োজিত হবে।

বিহার :

 • মুখ্যমন্ত্রী : নীতিশ কুমার
 • রাজ্যপাল : ফাগু চৌহান
 • রাজধানী : পাটনা


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!