15th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

15th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৫ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 14th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দেশ সম্প্রতি দ্রুত-পরিবর্তনকারী এবং আরও মারাত্মক ওমিক্রন ভেরিয়েন্ট BF.7 সনাক্ত করেছে?
(A) ভারত
(B) জাপান
(C) ইতালি
(D) চীন
- গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার এই ভেরিয়েন্টের শনাক্ত করেছে।
- চীনে কোভিড-19 -এর সাম্প্রতিক বৃদ্ধির পেছনে BF.7 এবং BA.5.1.7 ভেরিয়েন্টগুলির হাত রয়েছে বলে জানা গেছে।
- ওমিক্রন সাব-ভেরিয়েন্টের ট্রান্সমিসিবিলিটি বেশি।
২. ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জয়ী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন কে?
(A) অভিনব বিন্দ্রা
(B) সুনীল কুমার
(C) মনু ভাকর
(D) রুদ্রাঙ্ক পাতিল
- ১৪ই অক্টোবর ২০২২-এ রুদ্রাঙ্কশ পাটিল, ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন।
- অভিনব বিন্দ্রার পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন।
- এর জন্য দেশের হয়ে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।
- এটি ছিল ভারতের দ্বিতীয় অলিম্পিক কোটা।
- ফাইনাল ম্যাচে ইতালির দানিলো ডেনিস সোল্লাজোকে হারিয়েছেন তিনি।
৩. মিশরের কায়রোতে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম জুনিয়র ইভেন্টে ভারত কোন দেশকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে?
(A) ফ্রান্স
(B) পোল্যান্ড
(C) জার্মানি
(D) ইতালি
- ভারত ১৩ই অক্টোবর ২০২২-এ মিশরের কায়রোতে মহিলাদের
- ২৫ মিটার পিস্তল টিম জুনিয়র প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে।
- এশা সিং, নম্যা কাপুর এবং বিভূতি ভাটিয়ার ত্রয়ী ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির দলকে ১৭-১-এ পরাজিত করেছে।
৪. সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স (PAI) ২০২২-এ কোন রাজ্যের পুলিশ বিভাগ ১৮টি বড় রাজ্যের মধ্যে সেরা-শাসিত রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে?
(A) হরিয়ানা
(B) দিল্লি
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ
- ১৪ই অক্টোবর ২০২২-এ প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স (PAI) ২০২২-এ হরিয়ানা ১৮টি বড় রাজ্যের মধ্যে সেরা শাসিত রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে।
- বেঙ্গালুরু-ভিত্তিক পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার (PAC) এই র্যাঙ্কিং প্রকাশ করেছে।
- রাজ্যগুলি ২টি বিভাগে বিভক্ত – বড় এবং ছোট, এবং মূল্যায়ন করা হয় কেন্দ্রীয় সরকারের ডেটার উপর ভিত্তি করে।
- ১০টি ছোট রাজ্যের মধ্যে সিকিম শীর্ষস্থান দখল করেছে।
৫. কোন শহর সম্প্রতি ‘ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড ২০২২’ জিতেছে?
(A) হায়দ্রাবাদ
(B) মুম্বাই
(C) ঢাকা
(D) কলকাতা
- তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহর ১৪ই অক্টোবর ২০২২-এ দক্ষিণ কোরিয়ার জেজুতে International Association of Horticulture Producers (AIPH) এই পুরস্কার আয়োজিত হয়েছিল।
- এছারাও হায়দ্রাবাদ ‘লিভিং গ্রিন ফর ইকোনমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ পুরস্কারও জিতেছে।
- হায়দ্রাবাদ প্যারিস, মেক্সিকো সিটি, মন্ট্রিল এবং ফোর্তালেজার মতো শহরকে হারিয়ে বিজয়ী ঘোষণা করেছে।
৬. নিচের কোন রাজ্য নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো আয়োজন করবে?
(A) উত্তরাখণ্ড
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) গোয়া
- গোয়া ৮-১১ই ডিসেম্বর, ২০২২ এর মধ্যে নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো হোস্ট করবে।
- অনুষ্ঠানের ফোকাল থিম ‘Ayurveda for One Health’।
- জ্ঞান ভারতীর উদ্যোগে এটির আয়োজন করবে বিশ্ব আয়ুর্বেদ ফাউন্ডেশন।
৭. ১৭তম প্রবাসী ভারতীয় দিবস (PBD) সম্মেলন ২০২৩ সালের জানুয়ারিতে কোন শহরে অনুষ্ঠিত হবে?
(A) গোয়ালিয়র
(B) ইন্দোর
(C) ভোপাল
(D) সাতনা
- ১৭তম প্রবাসী ভারতীয় দিবস (PBD) সম্মেলন ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হবে।
- ভারতের উন্নয়নে বিদেশী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে চিহ্নিত করতে প্রতি বছর ৯ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয।
- ১৬তম PBD ২০১৯ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রবাসী ভারতীয় দিবস ২০০৩ সালে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
৮. বিশ্ব ছাত্র দিবস পালিত হয় কোন দিনটিতে?
(A) ১৫ই অক্টোবর
(B) ১৬ই অক্টোবর
(C) ১লা অক্টোবর
(D) ১০ই অক্টোবর
- ডক্টর এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকীর স্মরণে ১৫ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস পালিত হয়।
- তিনি একজন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির।
- শিক্ষা এবং ছাত্রদের উন্নতির প্রতি তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য দিনটি পালিত হয়।
- ডাঃ কালাম ১৫ই অক্টোবর, ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার পর, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)-এর ভিজিটিং ফ্যাকাল্টি হয়েছিলেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here