14th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

14th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৪ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 13th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিন্মোক্ত কোন রাজ্যে সম্প্রতি ৬তম সিনিয়র এশিয়ান পেনকাক সিলাত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে?
(A) পাঞ্জাব
(B) হরিয়ানা
(C) নতুন দিল্লি
(D) জম্মু ও কাশ্মীর
- জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১৩ই অক্টোবর ২০২২-এ শ্রীনগরে অনুষ্ঠিত ৬তম সিনিয়র এশিয়ান পেনকাক সিলাত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন।
- ইভেন্টটিতে বিভিন্ন দেশের ১৫০ টিরও বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।
- পেনকাক সিলাত একটি অনন্য মার্শাল আর্ট যা ইন্দোনেশিয়া থেকে উদ্ভূত বিভিন্ন শৈলীর মার্শাল আর্টকে সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত করে।
- এটি ২০১৪ সালে ভারতে চালু হয়েছিল।
২. কোন রাজ্য সরকার রাজ্যে ক্যাসিনো স্থাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে?
(A) গোয়া
(B) দমন
(C) সিকিম
(D) মেঘালয়
- মেঘালয় সরকার ১৩ই অক্টোবর ২০২২-এ মেঘালয় রেগুলেশন অফ গেমিং অ্যাক্ট, ২০২১ বাতিল করেছে।
- এই অ্যাক্টটি রাজ্যে ক্যাসিনো স্থাপনের অনুমতি দেয়।
- এই আইনটি ২০২১ সালে রাজ্যের মানুষের জন্য পর্যটন, রাজস্ব উৎপাদন এবং কর্মসংস্থানকে উৎসাহিত করার জন্য চালু করা হয়েছিল।
৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
(A) হিমাচল প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) হরিয়ানা
(D) ওড়িশা
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের অক্টোবরে হিমাচল প্রদেশের চাম্বাতে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
- এই প্রকল্পগুলি বার্ষিক ২৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে।
- রাজ্যে একটি বাল্ক ড্রাগ পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন নরেন্দ্র মোদী।
৪. বিশ্ব মান দিবস কবে পালন করা হয়?
(A) ১২ই অক্টোবর
(B) ২৫শে অক্টোবর
(C) ১৯শে অক্টোবর
(D) ১৪ই অক্টোবর
- পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রতিবছর ১৪ই অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব মান দিবস পালন করা হয়।
- এই দিনটি, আন্তর্জাতিক মান দিবস হিসাবেও পরিচিত।
- এই দিনটির উদ্দেশ্য ভোক্তা, নীতিনির্ধারক এবং ব্যবসায়িকদের মানককরণের মূল্য সম্পর্কে শিক্ষিত করা।
৫. ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?
(A) আব্দুল লতিফ রশীদ
(B) ফুয়াদ হোসেন
(C) জুমা ইনাদ
(D) আলী আলাভী
- ইরাকের পার্লামেন্ট রাজনীতিবিদ আবদুল লতিফ রশিদকে ইরাকের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।
ইরাক :
- রাজধানী : বাগদাদ
- মুদ্রা : ইরাকি দিনার
৬. বিজ্ঞানীরা কোন দেশে একটি নতুন ইকোসিস্টেম ‘The Trapping Zone’ খুঁজে পেয়েছেন?
(A) অস্ট্রেলিয়া
(B) মালদ্বীপ
(C) থাইল্যান্ড
(D) জাপান
- বিজ্ঞানীরা মালদ্বীপে ‘দ্য ট্র্যাপিং জোন’-এর প্রমাণ খুঁজে পেয়েছেন।
- এটিকে ভূপৃষ্ঠের ৫০০ মিটার নীচে মহাসাগরীয় জীবনের মরূদ্যান হিসাবে বর্ণনা করা হয়েছে।
মালদ্বীপ :
- রাজধানী: মালে
- সভাপতি: ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here