রচনাCurrent Affairs

নারায়ণ দেবনাথ প্রয়াত – Narayan Debnath

Narayan Debnath is no more

নারায়ণ দেবনাথ প্রয়াত – Narayan Debnath

বন্ধুরা আশা করি সকলেরই মনে আছে ছেলেবেলার সেই বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদার গল্প গুলো। ছেলেবেলার এসমস্ত স্মৃতি ও নস্টালজিয়ার সৃষ্টিকর্তা ছিলেন বিখ্যাত লেখক নারায়ণ দেবনাথ বিভিন্ন কমিকস লেখা ও আঁকা ছাড়াও বিভিন্ন কিশোরদের পত্রিকা অলংকরণে তাঁর কৃতিত্ব রয়েছে। চলো আজ জেনে নিই এই বিখ্যাত কমিক আর্টিস্ট ও তাঁর সৃষ্টিগুলির সম্পর্কে কিছু তথ্য। 

আরও দেখে নাও : পণ্ডিত বিরজু মহারাজ প্রয়াত – Pandit Birju Maharaj

প্রাথমিক জীবন

জন্ম : প্রখ্যাত কমিকস আর্টিস্ট নারায়ণ দেবনাথ ১৯২৫ সালের ২৫শে নভেম্বর হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। 

শিক্ষা : ছোটবেলা থেকেই তাঁর চিত্রকলা শিল্পের উপর বেশ আগ্রহ ছিল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইন্ডিয়ান আর্ট কলেজে ফাইন-আর্টস নিয়ে পড়াশোনা শুরু করলেও শেষ বর্ষে এসে ডিগ্রী সম্পন্ন না করেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানিতে বিভিন্ন সিনেমার স্লাইড ও লোগো ডিজাইনের কাজ শুরু করেন। 

আরও দেখে নাও : প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

কমিকসের জগতে আগমন

  • ১৯৫০ সালে এক বন্ধুর দৌলতে একটি প্রকাশনা সংস্থা “দেব সাহিত্য কুটির”-এর সাথে তার পরিচয় হয়। সেখানে প্রকাশনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি (পূর্ণচন্দ্র চক্রবর্তী, শৈল্য চক্রবর্তী, বলাইবন্ধু রায়, এবং প্রতুল চন্দ্র ব্যানার্জী)।  
  • সেখানে ১৯৫০ সাল থেকে ১৯৬১ সালের মধ্যে বিভিন্ন শিশু-কিশোরদের বই ও পত্রিকা চিত্রায়নের কাজ করেন তিনি। 
  • এরপর ১৯৬২ সালে দেব সাহিত্য কুটিরের বিভিন্ন সম্পাদকদের পরামর্শে তিনি কমিকসের জগতে প্রবেশ করেন তাঁর প্রথম কমিক “হাঁদা-ভোঁদা”-র সাথে। শুকতারা পত্রিকায় এই কমিকটি প্রকাশিত হয়। 
  • “হাঁদা-ভোঁদা” সেই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতি মাসে শুকতারা পত্রিকায় ছাপা হতে থাকে।
  • ১৯৬৫ সালে প্রকাশিত হয় নারায়ণ দেবনাথের প্রথম রঙ্গীন স্ট্রিপ সহ কমিক “বাঁটুল দি গ্রেট” 
  • তিনি বিভিন্ন বিখ্যাত বই যেমন রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে লেখা বিমল ঘোষের “রবি ছবি” ও একই লেখকের বিবেকানন্দকে নিয়ে লেখা বই “রাজার রাজা” বইয়ের চিত্রায়ন (illustrate ) করেন। 
  • ১৯৬৪ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কমিক “শুটকি আর মুটকি” এবং ১৬৬৯ সালে প্রকাশিত হয় চিরকালজয়ী “নন্টে ফন্টে”। 

আরও দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য

মৃত্যু

হৃদরোগজনিত কারণে ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ১৮ই জানুয়ারী ২০২২-এ তিনি মৃত্যুবরণ করেন। 

নারায়ণ দেবনাথের কিছু কমিকস চরিত্র

  • হাঁদা-ভোঁদা (১৯৬২)
  • বাঁটুল দি গ্রেট (১৯৬৫)
  • নন্টে-ফন্টে (১৯৬৯)
  • ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়
  • ডিটেকটিভ কৌশিক রায়
  • বাহাদুর বেড়াল 
  • শুটকি আর মুটকি 
  • পেটুক-মাস্টার বাটুকলাল 
  • ম্যাজিসিয়ান পটলচাঁদ ইত্যাদি। 

টেলিভিশনে কমিকসের সম্প্রচার

নারায়ণ দেবনাথের কমিকসের সিরিজগুলি যেমন নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট এতটাই জনপ্রিয় যে এগুলি নিয়ে আজও টেলিভিসনের কার্টুন শো হয়। যদিও হাঁদা-ভোঁদাও চলেছে কিন্তু সীমিত সময়ের জন্য। 

পুরস্কার ও সম্মান

  • ২০১৩ সালে তিনি বঙ্গ বিভূষণ পুরস্কার পান ও একই বছর সাহিত্য একাডেমি পুরস্কারও পান। 
  • ২৬শে জানুয়ারী, ২০২১-এ ভারত সরকার কর্তৃক “পদ্মশ্রী” সম্মানে ভূষিত হন। 

Covered Topics : নারায়ণ দেবনাথ প্রতিবেদন রচনা , নারায়ণ দেবনাথ জীবনী

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button