Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 9th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী?

(A) মালয়েশিয়া
(B) কাজাখস্তান
(C) মালদ্বীপ
(D) ইন্দোনেশিয়া

উত্তর
(A) মালয়েশিয়া

  • মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ৯ই মার্চ ২০২৩, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে।
  • তিনি ১১/২০২০ থেকে প্রধানমন্ত্রী ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংক্রান্ত আইনের অধীনে অভিযুক্ত।
  • তিনি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিরোধী দল বেরসাতুর সভাপতি।

২. BIMSTEC-এর ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে?

(A) বাংলাদেশ
(B) থাইল্যান্ড
(C) শ্রীলংকা
(D) মায়ানমার

উত্তর
(B) থাইল্যান্ড

  • বিদেশী বিষয়ক মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ৯ই মার্চ ২০২৩-এ ১৯ তম ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’ (BIMSTEC)- মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।
  • বৈঠকে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ডন প্রমুদউইনাই।

৩. EME ইউনিটের প্রথম মহিলা কমান্ডার অফিসার হলেন কে?

(A) গীতা রানা
(B) শালিজা ধামি
(C) মিতালী মধুমিতা
(D) শিব চৌহান

উত্তর
(A) গীতা রানা

  • কর্পস অফ ‘ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের’ (EME) কর্নেল গীতা রানা লাদাখ সেক্টরে একটি স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের কমান্ড গ্রহণকারী প্রথম মহিলা অফিসার হয়েছেন।

৪. নেপালের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) বিদ্যা দেবী ভান্ডারী
(B) পুষ্প কমল দহল
(C) রাম চন্দ্র পাউডেল
(D) রাম বরণ যাদব

উত্তর
(C) রাম চন্দ্র পাউডেল

  • নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম চন্দ্র পাউডেল ৯ই মার্চ ২০২৩-এ নেপালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
  • তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুভাষ চন্দ্র নেম্বওয়াং।
  • রাষ্ট্রপতি, ফেডারেল পার্লামেন্ট এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন।
  • তিনি নেপালের রাষ্ট্রপ্রধান হিসেবে বিদ্যা দেবী ভান্ডারির স্থলাভিষিক্ত হবেন।

৫. ‘Mundaka Upanishad: The Bridge to Immortality’ বইটির রচয়িতা কে?

(A) শশী থারুর
(B) নবীন জিন্দাল
(C) ডাঃ করণ সিং
(D) আমিশ ত্রিপাঠি

উত্তর
(C) ডাঃ করণ সিং

  • সহ-সভাপতি, জগদীপ ধনখর ৯ই মার্চ ২০২৩-এ ‘Mundaka Upanishad: The Bridge to Immortality’ বইটি প্রকাশ করেছেন।
  • বইটি লিখেছেন প্রাক্তন সংসদ সদস্য ডঃ করণ সিং।
  • করণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ এবং দার্শনিক।
  • তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ শাসক মহারাজা স্যার হরি সিং-এর পুত্র।
  • তিনি ১৯৫২ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজপুত্র ছিলেন।

৬. ‘গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান কোন দেশে অনুষ্ঠিত হয়?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) ভারত
(D) ইতালি

উত্তর
(B) জার্মানি

  • ভারত সরকারের পর্যটন মন্ত্রক, জার্মানির ‘ইন্টারন্যাশনাল ট্যুরিসমাস-বোর্সে (ITB বার্লিন) ২০২৩’-এ আন্তর্জাতিক ‘গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস ২০২৩’-এ গোল্ডেন এবং সিলভার স্টার জিতেছে।
  • গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস প্রতি বছর পর্যটন এবং আতিথেয়তার জন্য দেওয়া হয়।

৭. শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন?

(A) কাতার
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ওমান
(D) বাহরাইন

উত্তর
(A) কাতার

  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে।
  • তিনি শেখ খালেদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হলেন।
  • শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • কাতার একটি উপদ্বীপীয় আরব দেশ, এর রাজধানী দোহা এবং এর মুদ্রা কাতারি রিয়াল।

৮. ভারত কোন দেশের সাথে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং ইনোভেশন পার্টনারশিপের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) জাপান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) অস্ট্রেলিয়া
(D) ফ্রান্স

উত্তর
(B) মার্কিন যুক্তরাষ্ট্র

  • ভারত এবং মার্কিন যৌথভাবে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং ইনোভেশন পার্টনারশিপের উপর একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • এটি নয়াদিল্লিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button