Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৩ মহিলা বিভাগে জিতেছে?

(A) আন সে ইয়ং
(B) নেহা পণ্ডিত
(C) পি. ভি. সিন্ধু
(D) সাইনা নেহওয়াল

[spoiler title=’উত্তর ‘ ] (A) আন সে ইয়ং

  • দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং টোকিও ২০২০ অলিম্পিকের স্বর্ণপদক জয়ী চীনের চেন ইউ ফেইকে হারিয়ে মহিলাদের শিরোপা জিতেছে।
  • দক্ষিণ কোরিয়ার কিম সো-ইয়ং এবং কং হি-ইয়ং মহিলাদের দ্বৈত বিভাগে জিতেছেন এবং ইন্দোনেশিয়ান জুটি ফাজার আলফিয়ান এবং মুহাম্মদ রেইন আরদিয়ান্টো পুরুষদের ডাবলসে জিতেছেন।
  • অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৩ বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

২. ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?

(A) ডেনমার্ক
(B) ফিনল্যান্ড
(C) ইসরায়েল
(D) আইসল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (B) ফিনল্যান্ড

  • সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে, যাতে বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে বিশ্বের দেশগুলিকে স্থান দেওয়া হয়েছে।
  • ফিনল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।
  • ফিনল্যান্ড টানা ষষ্ঠ বছরের জন্য শীর্ষে রয়েছে।
  • ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩-এর অধীনে, তিন বছরের গড় ২০২০-২০২২-এর ভিত্তিতে হ্যাপিনেস র‌্যাঙ্কিংয়ে ভারত ১২৬ তম স্থানে রয়েছে।
[/spoiler]

৩. কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হিসাবে রাজ্যের বার কাউন্সিলে সম্প্রতি কার নাম নথিভুক্ত করা হয়েছে?

(A) বিদ্যা কাম্বলে
(B) জয়িতা মন্ডল
(C) স্বাতী বিধান বড়ুয়া
(D) পদ্মা লক্ষ্মী

[spoiler title=’উত্তর ‘ ] (D) পদ্মা লক্ষ্মী

  • কেরালার পদ্মা লক্ষ্মী রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হয়েছেন।
  • তার লক্ষ্য দরিদ্র এবং প্রান্তিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।
  • পদ্মা লক্ষ্মী পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পর এর্নাকুলাম সরকারি আইন কলেজে LLB-তে ভর্তি হন।
  • তিনি সিনিয়র অ্যাডভোকেট কেভি ভদ্রকুমারীর সাথে একজন ইন্টার্ন হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
[/spoiler]

৪. MCF রায়বেরেলি হকি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে কোন মহিলা হকি খেলোয়াড়ের নামে?

(A) গুরজিত কৌর
(B) সুশীলা চানু
(C) রানী রামপাল
(D) ঈশিকা চৌধুরী

[spoiler title=’উত্তর ‘ ] (C) রানী রামপাল

  • উত্তরপ্রদেশের রায় বেরেলি জেলার MCF রায়বেরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ভারতীয় দলের তারকা মহিলা হকি খেলোয়াড় রানি রামপালের নামানুসারে ‘Rani’s Girls Hockey Turf’ রাখা হয়েছে।
  • এই প্রথম কোনো নারী হকি খেলোয়াড়ের নামে কোনো স্টেডিয়ামের নামকরণ করা হলো।
[/spoiler]

৫. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে?

(A) যুক্তরাজ্য
(B) শ্রীলঙ্কা
(C) উত্তর কোরিয়া
(D) রাশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) রাশিয়া

  • ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশনে বেআইনি নির্বাসন এবং শিশুদের স্থানান্তরের অভিযোগে যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
[/spoiler]

৬. কোন সালকে পর্যটন বর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে?

(A) ২০২৩
(B) ২০২৭
(C) ২০২৫
(D) ২০২৪

[spoiler title=’উত্তর ‘ ] (A) ২০২৩

  • সম্প্রতি বারাণসীতে SCO পর্যটন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  • এই ইভেন্টের সময়, ভারত ২০২৩ কে পর্যটনের বছর হিসাবে চিহ্নিত করার জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে।
[/spoiler]

৭. বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে পালন করা হয়?

(A) ১৮ই মার্চ
(B) ১৯শে মার্চ
(C) ২০শে মার্চ
(D) ২১শে মার্চ

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২১শে মার্চ

  • ডাউনস সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির একটি অতিরিক্ত ক্রোমোজোম থাকে, যা জন্মগত একটি ব্যাধি।
  • জাতিসংঘ সাধারণ পরিষদ নভেম্বর ২০১১ সালে একটি রেজুলেশন পাস করে এই তারিখটিকে আন্তর্জাতিক ডাউন সিনড্রোম দিবস হিসেবে ঘোষণা করে।
[/spoiler]

৮. কাকে ২০২২ সালের ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডের বিজয়ী ঘোষণা করা হয়েছে?

(A) জ্ঞানেন্দ্র মাল্লা
(B) রোহিত পাউডেল
(C) কুশল ভর্তেল
(D) আসিফ শেখ

[spoiler title=’উত্তর ‘ ] (D) আসিফ শেখ

  • নেপালের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আসিফ শেখকে ২০২২ সালের ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
  • ২০১৩ সালে প্রাক্তন MCC প্রেসিডেন্ট এবং BBC টেস্ট ম্যাচের বিশেষ কমেন্টেটর ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্সের স্মরণে এই পুরস্কারটি চালু করা হয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button