18th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

18th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৮ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 17th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ‘মুসকুরাতে চাঁদ লমহে অর কুছ খামোশিয়ান’ বইটির লেখক কে?
(A) পবন সি. লাল
(B) জে জে সিং
(C) আরাধনা জোহরি
(D) জীবেশ নন্দন
- অভিনেতা মনোজ বাজপেয়ী ১৬ই সেপ্টেম্বর ২০২২-এ ‘মুসকুরাতে চাঁদ লামহে অর কুছ খামোশিয়ান’ নামের একটি বই প্রকাশ করেছেন।
- বইটি একটি কবিতার সংকলন।
- এটি রচনা করেছেন জীবেশ নন্দন।
- এছাড়াও তিনি ‘Maha Kumbh: A Spiritual Journey’ নামেও একটি বই লিখেছেন।
২. রোমানিয়ার মামাইয়াতে World Youth Chess Championship এ সম্প্রতি কে ওপেন অনূর্ধ্ব-১৬ বিভাগে জয়লাভ করেছেন?
(A) প্রণব আনন্দ
(B) মেরাজ আহমদ খান
(C) রাহুল জাখর
(D) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
- এছাড়াও ভারতের এ আর ইলামপার্টি একই দিনে অনূর্ধ্ব-১৪ বিভাগে জয়লাভ করেছেন।
৩. ২০২২-২০২৩ সময়কালে কোন শহরটিকে প্রথম ‘Shanghai Cooperation Organization’ (SCO)-এর পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে?
(A) আগ্রা
(B) বারাণসী
(C) সিমলা
(D) সুরাট
- বারাণসীকে ২০২২-২০২৩ সময়কালে প্রথম Shanghai Cooperation Organization (SCO)-এর পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছে।
- এটি ১৬ই সেপ্টেম্বর ২০২২-এ উজবেকিস্তানের সমরকন্দে SCO কাউন্সিল অফ হেডস অফ স্টেটের ২২তম সভায় মনোনীত করা হয়েছে।
৪. সম্প্রতি কে নতুন দিল্লিতে ‘National Logistics Policy’ (NLP) লঞ্চ করেছেন?
(A) নরেন্দ্র মোদি
(B) হরদীপ সিং পুরী
(C) পীযূষ গয়াল
(D) অমিত শাহ
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ই সেপ্টেম্বর ২০২২-এ নতুন দিল্লিতে National Logistics Policy (NLP) লঞ্চ করেছেন।
- এই পলিসির মাধ্যমে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার উন্নতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে।
৫. ২০২২-২৩ সালের জন্য অটোমোবাইল শিল্প সংস্থা ‘Society of Indian Automobile Manufacturers’ (SIAM)-এর সভাপতি হিসাবে সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) কেনিচি আয়ুকাওয়া
(B) সতীশ রেড্ডি
(C) জহির পুনাওয়ালা
(D) বিনোদ আগরওয়াল
- অটোমোবাইল শিল্প সংস্থা সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) ১৫ই সেপ্টেম্বর ২০২২-এ বিনোদ আগরওয়ালকে তার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে।
- SIAM হল শীর্ষ জাতীয় সংস্থা যা ভারতের সমস্ত প্রধান যানবাহন নির্মাতাদের প্রতিনিধিত্ব করে।
৬. কোন দিনটিকে ‘বিশ্ব বাঁশ দিবস’ হিসেবে পালন করা হয়?
(A) ১০ই সেপ্টেম্বর
(B) ১৮ই সেপ্টেম্বর
(C) ১৯শে সেপ্টেম্বর
(D) ১৭ই সেপ্টেম্বর
- প্রতি বছর ১৮ই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়।
- এই দিনটি বিশ্বব্যাপী বাঁশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিশ্বব্যাপী বাঁশ শিল্পের প্রচারের জন্য পালিত হয়।
- বাঁশ গাছ বিশ্বের দ্রুত বর্ধনশীল উদ্ভিদগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত।
- চীনের পরে, বাঁশ চাষে ভারত সমগ্র বিশ্বে দ্বিতীয়।
- বিশ্ব বাঁশ দিবস ২০০৯ সালে প্রথম পালিত হয়েছিল।
৭. সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্সে’ ভারতের স্থান কত?
(A) চতুর্থ
(B) ২৭তম
(C) ১১তম
(D) নবম
- ভিয়েতনাম এই সূচকে প্রথম স্থানে রয়েছে।
- সূচকের ২০২১ সংস্করণে, ভারত ভিয়েতনামের ঠিক পিছনে দ্বিতীয় অবস্থানে ছিল।
- Chainalysis দ্বারা প্রকাশিত এই সূচকটি ক্রিপ্টোকারেন্সি গ্রহণকারী বা ডিজিটাল সম্পদে বিনিয়োগকারী দেশগুলিকে ট্র্যাক করে৷
৮. সম্প্রতি কে ভারতের ৭৬তম গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলেন?
(A) অরবিন্দ চিতাম্বরম
(B) শার্দুল গাগরে
(C) প্রণব আনন্দ
(D) আর প্রজ্ঞানান্ধা
- ১৫ বছর বয়সী প্রণব আনন্দ ভারতের ৭৬তম গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলেন।
- ১৫ই সেপ্টেম্বর ২০২২-এ রোমানিয়ায় চলমান বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে জয়লাভের পর এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
- ২০২১ সালের জুলাই মাসে, মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী অভিমন্যু মিশ্র বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here