Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে প্রতিবছর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়?

(A) ৭ই অক্টোবর
(B) ১১ই অক্টোবর
(C) ১০ই অক্টোবর
(D) ৮ই অক্টোবর

উত্তর
(D) ৮ই অক্টোবর

  • ভারতে বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস উদ্বোধনের জন্য প্রতি বছর ৮ই অক্টোবর ভারত বায়ুসেনা দিবস পালন করা হয়।
  • ভারতীয় বিমান বাহিনী (IAF) ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা ১৯৩২ সালের ৮ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ২০২২ সালে ভারতীয় বিমান বাহিনীর ৯০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো।
  • ভারতীয় বিমান বাহিনীর প্রধান: ভি আর চৌধুরী

২. ৩৬তম ন্যাশনাল গেমসে যোগাসনে স্বর্ণপদক জয়ী প্রথম ক্রীড়াবিদ হয়ে উঠলেন কে?

(A) রবি কুমার
(B) পূজা প্যাটেল
(C) উদয় কাম্বলে
(D) প্রিয়া সিং

উত্তর
(B) পূজা প্যাটেল

  • ২০২২ সালের জাতীয় গেমসে প্রথমবারের মতো যোগ করা পাঁচটি খেলার মধ্যে যোগাসন একটি।

৩. কোন পার্লামেন্ট সমস্ত নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একটি স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহারের নির্দেশ দিয়েছে?

(A) ইউরোপিয়ান পার্লামেন্ট
(B) ইউনাইটেড স্টেটস কংগ্রেস
(C) ভারতীয় পার্লামেন্ট
(D) কোনটিই নয়

উত্তর
(A) ইউরোপিয়ান পার্লামেন্ট

  • ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট একটি নতুন আইন পাস করেছে যাতে বলা হয়েছে যে সমস্ত নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একটি একক স্ট্যান্ডার্ড চার্জার থাকবে।
  • এই নতুন আইনটি ২০২৪ সালের শেষের দিকে কার্যকর করা হবে।
  • এটি প্রতি বছর কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো (১৯৫ মিলিয়ন ডলার) সাশ্রয় করবে এবং প্রতি বছর এক হাজার টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য কমাবে বলে আশা করা হচ্ছে।

৪. অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (AMFI) চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে পুনরায় নির্বাচিত হয়েছেন?

(A) এ বালাসুব্রামানিয়ান
(B) সিদ্ধার্থ রাজু
(C) এম সুব্রানমানিয়াম
(D) রাধিকা গুপ্তা

উত্তর
(A) এ বালাসুব্রামানিয়ান

  • আদিত্য বিড়লা সান লাইফের MD এবং CEO এ বালাসুব্রমানিয়ান, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)-এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন৷
  • এছাড়াও রাধিকা গুপ্তা AMFI-এর ভাইস-চেয়ারপারসন হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
  • AMFI হল ভারতে SEBI-নিবন্ধিত মিউচুয়াল ফান্ডের সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (AMCs) একটি অ্যাসোসিয়েশন।

৫. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্য অলিম্পিকের উদ্বোধন করলেন?

(A) পাঞ্জাব
(B) ছত্তিশগড়
(C) গুজরাট
(D) হরিয়ানা

উত্তর
(B) ছত্তিশগড়

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৬ই অক্টোবর ২০২২-এ ছত্তিশগড় অলিম্পিকের উদ্বোধন করেছেন।
  • ইভেন্টটি ৬ই অক্টোবর, ২০২২ থেকে ৬ই জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে।

৬. ভারত সরকার কর্তৃক UAPA ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) পঙ্কজ ভাটিয়া
(B) রাজীব মিশ্র
(C) বিবেক ভার্মা
(D) দীনেশ কুমার শর্মা

উত্তর
(D) দীনেশ কুমার শর্মা

  • ভারত সরকার বিচারপতি দীনেশ কুমারকে বেআইনি কার্যকলাপ আইন (UAPA) ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে।
  • তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং এর সহযোগীদের বিষয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।

৭. বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য ‘ধূলি-বিরোধী অভিযান’ শুরু করেছে?

(A) উত্তরপ্রদেশ
(B) পাঞ্জাব
(C) দিল্লি
(D) হরিয়ানা

উত্তর
(C) দিল্লি

  • দিল্লি সরকার আসন্ন শীতের মরসুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে নির্মাণস্থলগুলিতে ধূলি-বিরোধী অভিযান শুরু করেছে।
  • দুই মাসব্যাপী এই অভিযানের সূচনা করেছেন পরিবেশমন্ত্রী গোপাল রায়।
  • প্রচারাভিযানে, সমস্ত নির্মাণ সাইটের জন্য ১৪টি ধুলা-বিরোধী নিয়ম জারি করা হয়েছে।

৮. কোন কোম্পানি ভারতের প্রথম মাইক্রো ক্যাটাগরি ড্রোন সার্টিফিকেশন পেয়েছে?

(A) Shivayu Aerospace
(B) Throttle Aerospace Systems Pvt Ltd
(C) Aadyah Aerospace Pvt Ltd
(D) Asteria Aerospace Limited

উত্তর
(D) Asteria Aerospace Limited

  • Asteria Aerospace Limited ভারতের প্রথম মাইক্রো-ক্যাটাগরি ড্রোন টাইপ সার্টিফিকেশন পেয়েছে।
  • কোম্পানিটি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) দ্বারা দেশীয়ভাবে ডিজাইন করা A200 ড্রোনের জন্য স্বীকৃত হয়েছে।
  • GIS, কৃষি, নির্মাণ, খনি এবং অন্যান্য শিল্পে জরিপ এবং ম্যাপিং অ্যাপ্লিকেশনের জন্য ড্রোনটি তৈরি করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button