4th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
4th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৪ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটি প্রতিবছর আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস (International Firefighters Day) হিসেবে পালিত হয়?
(A) ১লা মে
(B) ৩রা মে
(C) ২রা মে
(D) ৪ঠা মে
- এটি ৪ঠা মে, ১৯৯৯ সাল থেকে পালিত হচ্ছে।
- দিনটি জেজে এডমন্ডসন দ্বারা প্রবর্তিত হয়েছিল।
- অগ্নিনির্বাপকদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়।
২. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ লস অ্যাঞ্জেলেস (IFFLA)-এ সেরা ফিচার ফিল্মের জন্য কোন সিনেমাটি ‘গ্র্যান্ড জুরি পুরস্কার’-এ ভূষিত হয়েছে?
(A) Jaggi
(B) The Kashmir Files
(C) Once Upon a Time in Calcutta
(D) K.G.F: Chapter 2
- আদিত্য বিক্রম সেনগুপ্তের ”Once Upon a Time in Calcutta” ২০২২ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ লস অ্যাঞ্জেলেস (IFFLA)-এর সমাপনী অনুষ্ঠানে সেরা ফিচার ফিল্মের জন্য গ্র্যান্ড জুরি পুরস্কারে ভূষিত হয়েছে।
- অনমোল সিধুর ”Jaggi” সিনেমাটি অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।
৩. কোন রাজ্য সরকার সম্প্রতি অসুস্থ খামার পশুদের জন্য ভ্রাম্যমান ভেটেরিনারি স্বাস্থ্য পরিষেবা (mobile veterinary health services) চালু করেছে?
(A) অরুণাচল প্রদেশ
(B) গুজরাট
(C) মধ্য প্রদেশ
(D) ত্রিপুরা
- ১২টি ভেটেরিনারি মোবাইল ভ্যান সার্জারি সুবিধা, ল্যাবরেটরি এবং ডাক্তার দিয়ে সজ্জিত গরু, ছাগল এবং শূকরের মতো অসুস্থ প্রাণীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে।
- একটি রাজ্য-স্তরের টোল-ফ্রি নম্বর চালু করা হবে এবং খামার পশু মালিকদের কাছ থেকে কল পাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে সহায়তা প্রদান করা হবে।
৪. বার্ষিক ICC র্যাঙ্কিং-এ বিশ্বের ১ নং টি-20 টিমের তকমা পেলো কোন দেশ?
(A) অস্ট্রেলিয়া
(B) ভারত
(C) নিউজিল্যান্ড
(D) পাকিস্তান
- প্রকাশিত হয়েছে বার্ষিক ICC র্যাঙ্কিং-এর তালিকা।
- ভারত টি–20 ক্যাটেগরিতে শীর্ষে থাকলেও টেস্ট ক্যাটেগরিতে স্থান ধরে রাখতে পারেনি।
- টেস্ট ক্যাটেগরিতে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া এবং ODI ক্যাটেগরিতে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
৫. সম্প্রতি কে ‘জন সুরজ’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করলেন?
(A) অভিষেক ব্যানার্জী
(B) ভাগবত সিং মান
(C) মদন মিত্র
(D) প্রশান্ত কিশোর
- বিহার থেকেই নিজের এই নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
- প্রশান্ত কিশোরের কংগ্রেসে যুক্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়লেও তিনি অবশেষে নিজের দল গঠন করতে চলেছেন।
- ‘জন সুরজ’ এর বাংলা করলে হয় ‘জনতার সূর্য’, অর্থাৎ মানুষের সুশাসনকে নিশ্চিত করছেন তিনি।
৬. উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভের নতুন পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রজনীশ কুমার
(B) এলভি বৈদ্যনাথন
(C) বিশাখা মুল্যে
(D) নরেশ কুমার
- নরেশ কুমারকে উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভের নতুন ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে।
- এই টাইগার রিসার্ভটি উত্তরাখণ্ডের সোনা যদি রেঞ্জ-এ অবস্থিত।
- ভারতের সমস্ত জাতীয় উদ্যানের মধ্যে এখানেই সর্বোচ্চ সংখ্যক বাঘ রয়েছে।
৭. মেঘালয়ের শিলং-এ, মেঘালয় গেমস-২০২২-এর কোন সংস্করণটি সম্প্রতি শুরু হয়েছে?
(A) ২য়
(B) ৫ম
(C) ৪র্থ
(D) ৩য়
- ২রা মে থেকে গেমস গুলি শুরু হয়েছে।
- ৫০ তম রাজ্য দিবস উদযাপনের অংশ হিসাবে আয়োজিত এই মেগা স্পোর্টস ইভেন্টে ১৯টি বিভিন্ন শাখার মোট ২,৫০০ টিরও বেশি ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছে
- গেমগুলি ৭ই মে ২০২২ এ শেষ হবে।
৮. ভারোত্তোলনে, কে সম্প্রতি গ্রীসের হেরাক্লিয়নে IWF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়ে ইতিহাস রচনা করলেন?
(A) বেদান্ত মাধবন
(B) বরুণ তোমর
(C) হর্ষদা শারদ গরুড়
(D) সরতাজ সিং টিওয়ানা
- ভারোত্তোলনে, হর্ষদা শারদ গারুড় ২রা মে ২০২২-এ গ্রিসের হেরাক্লিয়নে IWF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়ে ইতিহাস রচনা করেছেন।
- তিনি ৪৫-কিলোগ্রাম বিভাগে ১৫৩-কিলোগ্রামের ভার উত্তোলন করেছিলেন, যার মধ্যে স্ন্যাচে ৭০ কিলোগ্রাম অন্তর্ভুক্ত ছিল।
- তুরস্কের বেকতাস ক্যানসু রৌপ্য পদক জিতেছেন এবং মোল্দোভার তেওডোরা-লুমিনিতা হিঙ্কু ব্রোঞ্জ পদক জিতেছেন।
৯. “ফিওদর” শিরোনামে সম্প্রতি কে বই লিখলেন?
(A) মমতা ব্যানার্জী
(B) পার্থ চট্টোপাধ্যায়
(C) ব্রাত্য বসু
(D) অভিষেক ব্যানার্জী
- ফিওদর দস্তয়েভস্কি ছিলেন একজন রুশ ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, ও দার্শনিক।
- তার বিষয়েই কিছু কথা ব্যক্ত রয়েছে এই বইতে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here