Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (28th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বুদ্ধদেব ভট্টাচার্য সম্প্রতি (২০২২ সালের) পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

(A) পশ্চিমবঙ্গ
(B) ঝাড়খণ্ড
(C) আসাম
(D) ওড়িশা

[spoiler title=”উত্তর : “] (A) পশ্চিমবঙ্গ

  • এই প্রত্যাখানের কারণ তাঁকে আগে থেকে কোনো ভাবে জানানোই হয়নি যে তিনি পদ্ম ভূষণ পেতে চলেছেন।
  • তিনি ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
  • গায়ক কিংবদন্তি সন্ধ্যা মুখার্জিও পদ্মশ্রী পুরস্কারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
[/spoiler]

২. সম্প্রতি চরণজিৎ সিং মারা যান। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) হকি
(B) বাস্কেটবল
(C) ক্রিকেট
(D) ফুটবল

[spoiler title=”উত্তর : “] (A) হকি

  • ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক, চরণজিৎ সিং, সম্প্রতি মারা গেলেন।
  • তিনি ১৯৬২ এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী ভারতীয় দলেরও একজন অংশ ছিলেন।
[/spoiler]

৩. ব্যাডমিন্টনে, ‘ওড়িশা ওপেন’-এর প্রথম সংস্করণ ২৫শে জানুয়ারী ২০২২ থেকে কোন শহরের ‘জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম’-এ শুরু হয়েছে?

(A) ভুবনেশ্বর
(B) রাউরকেলা
(C) পুরী
(D) কটক

[spoiler title=”উত্তর : “] (D) কটক
এটি ওড়িশা ওপেনের প্রথম সংস্করণ এবং এটি ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হচ্ছে। [/spoiler]

৪. সুনামির প্রেক্ষাপটে ভারত কোন দেশকে সম্প্রতি ২ লাখ মার্কিন ডলার-এর তাৎক্ষণিক ত্রাণ সহায়তা ঘোষণা করেছে?

(A) টোঙ্গা
(B) ভানুয়াতু
(C) কিরিবাতি
(D) ফিজি

[spoiler title=”উত্তর : “] (A) টোঙ্গা


১৫ই জানুয়ারী, ২০২২-এ, একটি সুনামি টোঙ্গা দেশে আঘাত হানে যা দেশের জনসংখ্যার বিশাল অংশকে প্রভাবিত করে এবং অনেকটা ক্ষতি করে।

[/spoiler]

৫. ভারতের পার্লামেন্ট সম্প্রতি যে ডিজিটাল অ্যাপ চালু করেছে তার নাম কী?

(A) Internet Sansad App
(B) Connect Your Sansad App
(C) Sansad Vichaar App
(D) Digital Sansad App

[spoiler title=”উত্তর : “] (D) Digital Sansad App


    • সংসদ একটি নতুন অ্যাপ চালু করেছে যার নাম ‘ডিজিটাল সংসদ’।
    • ভবিষ্যতে, সংসদ সদস্যরা উপস্থিতির জন্য App এই log in করতে পারেন এবং প্রশ্নোত্তর বা নোটিশ সাবমিট করতে পারেন এই App এর মাধ্যমে।
        [/spoiler]

৬.নিচের কোন রাজ্য সম্প্রতি প্রথম ODF Plus (Open Defecation Free)- গ্রাম ঘোষণা করেছে?

(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) নাগাল্যান্ড
(D) আসাম

[spoiler title=”উত্তর : “] (A) মিজোরাম

মিজোরামের আইজল জেলার আইবক ব্লকের দক্ষিণ মাউবুয়াং গ্রামকে সম্প্রতি ODF Plus (উন্মুক্ত মলত্যাগবিহীন) গ্রাম ঘোষণা করা হয়েছে।

[/spoiler]

৭. ‘বিশ্ব শুল্ক সংস্থা’ (WCO) এর উদ্বোধনী অধিবেশনকে স্মরণ করার জন্য, প্রতি বছর কোন দিনটিতে ‘আন্তর্জাতিক শুল্ক দিবস’ (International Customs Day) পালিত হয়?

(A) ৫ই অক্টোবর
(B) ২৬শে জানুয়ারী
(C) ২৫শে জানুয়ারী
(D) ২০শে অক্টোবর

[spoiler title=”উত্তর : “] (B) ২৬শে জানুয়ারী


        • ১৯৫৩ সালে এই দিনে অনুষ্ঠিত World Customs Organisation (WCO) এর উদ্বোধনী অধিবেশনকে স্মরণ করার জন্য ২৬শে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত হয়।
        • বিশ্ব শুল্ক সংস্থা ১৯৫২ সালে কাস্টমস কো-অপারেশন কাউন্সিল (CCC) নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

৮. স্বাস্থ্য গবেষণায় সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) জাপান
(B) অস্ট্রেলিয়া
(C) ফ্রান্স
(D) আমেরিকা

[spoiler title=”উত্তর : “] (C) ফ্রান্স


        • ২৫শে জানুয়ারী ২০২২-এ ভারতের CSIR এবং ফ্রান্সের Institut Pasteur এর মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
        • উভয় দেশই যৌথভাবে গবেষণা করবে এবং সংক্রামক রোগ এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধিগুলির চিকিৎসার ক্ষেত্রে উন্নতি ঘটাবে।
[/spoiler]

৯. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, ফ্রান্সের মিলেনা সালভিনি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি ছিলেন?

(A) যোগ শিক্ষিকা
(B) কথাকলি নৃত্যশিল্পী
(C) অভিনেত্রী
(D) সুরকার

[spoiler title=”উত্তর : “] (B) কথাকলি নৃত্যশিল্পী


        • পারফর্মিং আর্টের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ২০১৯ সালে পদ্মশ্রী দ্বারা ভূষিত করেছিল।
        • তিনি ছিলেন একজন ইতালীয় বংশোদ্ভূত ফরাসি উদ্যোক্তা এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের শিক্ষিকা।
[/spoiler]

১০. কোন কোম্পানি সম্প্রতি Air India এর দায়িত্ব পেলো?

(A) Tata Group
(B) Reliance Group
(C) CESC
(D) Adhani Power

[spoiler title=”উত্তর : “] (A) Tata Group


TATA :

        • প্রতিষ্ঠা : ১৮৬৮
        • সদর দপ্তর : মুম্বাই
        • চেয়ারম্যান : এন চন্দ্রশেখরন
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button