General Knowledge Notes in BengaliNotes

ভারতের বিখ্যাত দুর্গ তালিকা – List of Major Forts in India – PDF

List of Major Forts in India

Rate this post

ভারতের বিখ্যাত দুর্গ তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের কিছু বিখ্যাত দুর্গ (List of Major Forts in India ) সম্পর্কে । ঐতিহাসিক এই দুর্গগুলি সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝে মধ্যেই একটা দুটো প্রশ্ন এসেই থাকে । তাই তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের বিখ্যাত দুর্গ তালিকা । কোন দুর্গ কোন রাজ্যে অবস্থিত। bharoter durgo talika ।

দুর্গতথ্য
মেহেরানগড় দুর্গ
  • পঞ্চদশ শতকে নির্মিত
  •  নির্মাণ করেন – রাও যোধা
  • রাজস্থানের যোধপুরে অবস্থিত
  • সূর্য দুর্গ বা The Sun Fort নামে পরিচিত
  • রুডয়ার্ড কিপলিং এই দুর্গ সম্পর্কে বলেছেন – “Not a work of men but giants”
লাল কেল্লা
  • ১৬৪৮ খ্রিস্টাব্দে নির্মিতি হয়
  • নির্মাণ করেন – শাহ জাহান
  • দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত
  • ভারতের সার্বভৌমত্বের শক্তিশালী প্রতীক
  • ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে এই দুর্গ থেকে দেশকে সম্বোধন করেন এবং এই দুর্গে পতাকা উত্তলোন করেন
গোয়ালিয়র দুর্গ
  • পঞ্চদশ শতকে নির্মিত
  • নির্মাণ করেন রানা মান সিং তোমার
  • মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অবস্থিত
গোলকোন্ডা ফোর্ট
  • কাকাতিয়া রাজারা নির্মাণ করেন।
  • সংস্কার করেন রানী রুদ্রমাদেবী
  • তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত
  • নামকরণ করা হয় “Shepherd’s Hill” -এর নাম অনুসারে ।
  • কুতুবসাহি রাজবংশের রাজধানী ছিল
  • এই অঞ্চল থেকে বিখ্যাত কোহিনুর হীরা পাওয়া গিয়েছিলো
জয়সলমীর দুর্গ
  • দ্বাদশ শতকে নির্মিত
  • নির্মাণ করেছিলেন রাওয়াল যশওয়াল
  • পৃথিবীর অন্যতম মরুভূমি দুর্গ
  • রাজস্থানের পাহাড়ী দুর্গসমূহ ২০১৩ সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়। এই দুর্গগুলির মধ্যে একটি হলো জয়সলমীর দুর্গ ।
  • এই দুর্গই সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি “সোনার কেল্লা”-র দুর্গ
সিটি প্যালেস
  • অষ্টাদশ শতকে নির্মিত
  • দ্বিতীয় সাওয়াই জয় সিং এই দুর্গ নির্মাণ করেন
  • রাজস্থানের জয়পুরে অবস্থিত
কাংড়া দুর্গ
  • ৪৩০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত
  • নির্মাণ করেছিলেন ত্রিগারথ রাজবংশের ভূমা চারিদ
  • হিমাচলপ্রদেশের কাংড়াতে অবস্থিত
  • এটিকে ভারতের প্রাচীনতম দুর্গ মনে করা হয়
চিতোরগড় দুর্গ
  • পঞ্চদশ শতকে নির্মিত
  • নির্মাণ করেন মহরানা কুম্ভ
  • রাজস্থানের চিতোরগড়ে অবস্থিত
  • তৎকালীন সময়ে এই দুর্গে প্রচুর জলাশয় ছিল
পানহালা দুর্গ
  • ১১৭৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়
  • নির্মাণ করেন দ্বিতীয় ভোজ, আদিল শাহ
  • মহারাষ্ট্রের কোলহাপুরে অবস্থিত
শ্রীরঙ্গপত্তম দুর্গ
  • ১৪৫৪ খ্রিস্টাব্দে নির্মিত হয়
  • তৈরী করেন তিম্মাননা নায়ক
  • কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনমে অবস্থিত
  • এটিকে টিপু সুলতানের প্রাসাদ ও বলা হয়ে থাকে
অম্বর দুর্গ
  • নির্মাণ করেন রাজা মান সিং
  • রাজস্থানের অম্বরে অবস্থিত
  • রাজস্থানের প্রবেশদ্বার বা “Gateway of Rajasthan” নামে পরিচিত
  • এই দুর্গোটিকে কেউ জয় করতে পারেনি
দৌলতাবাদ দুর্গ
  • চতুর্দশ শতকে নির্মিত
  • নির্মাণ করেন মহম্মদ বিন তুঘলক
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত
জুনাগড় দুর্গ
  • ১৫৮৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়
  • নির্মাণ করেন মহারাজা রাই সিং
  • রাজস্থানের বিকানেরে অবস্থিত
রায়গড় দুর্গ
  • নির্মাণ করেন চন্দ্ররাওজি মোরে
  • পূর্বনাম ছিল রাইরি দুর্গ কিন্তু শিবাজী এই দুর্গ দখল করে এর নাম দেন রায়গড় দুর্গ ( অর্থাৎ রাজার দুর্গ বা King’s Fort )
  • মহারাষ্ট্রের রায়গড়ে অবস্থিত
  • শিবাজীর রাজ্যাভিষেক এই দুর্গে হয়েছিল

 Download in PDF Format

  • File Name : ভারতের কিছু বিখ্যাত দুর্গ
  • File Size : 100 KB
  • No. of Pages :  03
  • Format : PDF
  • Subject : Indian History

Click Here Download

আরো দেখে নাও : 

History of Maratha Empire | মারাঠা সাম্রাজ্যের ইতিহাস | PDF

গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস | Gupta dynasty | PDF

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য

গুরুত্বপূর্ণ সংবাদপত্র | Historical Newspaper of India | PDF

গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ

ঐতিহাসিক লিপিসমূহ ( PDF )

প্রথম ও শেষ সম্রাট

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali