ভারতের বিভিন্ন জনগোষ্ঠী – Racial Classification of Indian Population
Racial Classification of Indian Population
ভারতের বিভিন্ন জনগোষ্ঠী
ভারত একটি মিশ্রজাতির দেশ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এদেশে আর্য-অনার্য দ্রাবিড়-শক-হুন-পাঠান-মোঘল প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভাষাগোষ্ঠীর মানুষ এসেছেন। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের চিরকালীন এক বৈশিষ্ট্য। ভিনসেন্ট স্মিথ এই কারণে ভারতে কে ‘ নৃ-তত্বের এক জাদুঘর‘ (Anthropological Museum ) বলে অভিহিত করেছেন। আজকে আমরা এই পোস্টে এরকমই ভারতের বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে আলোচনা করবো।কোন জনগোষ্ঠী ভারতের কোথায় অবস্থান করে, তাদের আদি নিবাস কোথায় ছিল, তাদের দৈহিক বৈশিষ্ট্যাবলী কি এরকম বিভিন্ন তথ্য তোমরা আজকের এই পোস্টে পেয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূল পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।
নেগ্রিটো
- নেগ্রিটো : Negritos
- ভারতে অবস্থান : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিবাঙ্কুর, কোচিন, আসাম, বিহারের রাজমহল পাহাড়।
- আদি নিবাস : আফ্রিকা (নিগ্রোজাতি )
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- গায়ের রঙ কালো
- মাথার চুল কোঁকড়ানো
- ঠোঁট পুরু ও ওল্টানো, নাক চ্যাপ্টা,
- খর্বাকৃতি।
মঙ্গোলীয়
- মঙ্গোলীয় : Mongoloids
- ভারতে অবস্থান : আসাম, ত্রিপুরার পার্বত্য অঞ্চল, সিকিম
- আদি নিবাস : মধ্য এশিয়া (মঙ্গোল উপজাতি )
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- গায়ের রঙ হলুদ,
- বাঁকা চোখ,
- মুখমন্ডল ও সারাশরীর লোমহীন এবং চ্যাপ্টা নাক,
- খর্বাকৃতির হয়।
প্রোটো অস্ট্রালয়েড
- প্রোটো অস্ট্রালয়েড :Proto-Australoids
- ভারতে অবস্থান : মূলত মধ্যভারত। কোল, ভিল, মুন্ডা এবং উত্তর ভারতের কিছু অর্ধ-হিন্দু উপজাতি।
- আদি নিবাস : অস্ট্রেলিয়া
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- গায়ের রঙ কালো,
- নাসিকা মোটা, মাঝারি,
- কপাল চওড়া এবং মাথার চুল তামাটে,
- খর্বাকৃতির হয়।
দেখে নাও : ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
ভূমধ্যসাগরীয়
- ভুমধ্যসাগরীয় : Mediterraneans
- ভারতে অবস্থান : পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল
- আদি নিবাস : ভূমধ্যসাগরীয় অঞ্চলে
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- গায়ের রঙ হালকা ফর্সা,
- নাক উঁচু ও দীর্ঘ,
- চুল ঘন কালো,
- আকৃতিতে মধ্যম থেকে দীর্ঘ।
ওয়েস্টার্ন ব্রাকি-সিফেলাস
- ওয়েস্টার্ন ব্রাকি-সিফেলাস : Western Brachycephals
- ভারতে অবস্থান : বাংলা, বিহার, ওড়িশা, মুম্বাই, গুজরাট, কাথিয়াবার অঞ্চল, কন্নড় ভাষাভাষী অঞ্চল
- আদি নিবাস : মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- চওড়া মাথাবিশিষ্ট,
- গায়ের রং কালো ও ফর্সা,
- নাক চ্যাপ্টা হয়।
নর্ডিক
- নর্ডিক : Nordics . এদেরকে আর্য বলা হয়ে থাকে।
- ভারতে অবস্থান : পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, গাঙ্গেয় উপত্যকা, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ
- আদি নিবাস : উত্তর ইউরোপ বিশেষত স্ক্যান্ডেনেভিয়ার অধিবাসী
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- এরা দীর্ঘকায়,
- উন্নত নাসিকাযুক্ত,
- গায়ের রং গৌরবর্ণ,
- সোনালী চুল, নীলাভ চোখ।
এদের ভাষা থেকে সংস্কৃত ভাষার সৃষ্টি হয়েছে। এই জাতিই ভারতে হিন্দু সভ্যতার জনক ।
দ্রাবিড় গোষ্ঠী
- দ্রাবিড় গোষ্ঠী : Dravidians
- ভারতে অবস্থান : দক্ষিণ ভারত
- আদি নিবাস : ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী
- দৈহিক বৈশিষ্ট্যাবলী :
- গায়ের রং কালো,
- মাথার ছিল অনেক সময় কোঁকড়ানো,
- কপাল চওড়া,
- উচ্চতা মাঝারি।
আরও দেখে নাও :
Download Section :
File Name : ভারতের বিভিন্ন জনগোষ্ঠী – Racial Classification of Indian Population – বাংলা কুইজ
File Size : 2.5 MB
No. of Pages : 04
Format : PDF
To check our latest Posts - Click Here