General Knowledge Notes in BengaliNotes

ভারতের মহারত্ন সংস্থা তালিকা PDF – 12 Maharatna Companies of India 2023

12 Maharatna Companies of India 2023

ভারতের মহারত্ন সংস্থা তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের মহারত্ন সংস্থা তালিকা নিয়ে। এই তালিকা নিয়ে আলোচনা করার আগে দেখে নিয়ে মহারত্ন সংস্থা কাকে বলে।

ভারতের পাবলিক সেক্টর কোম্পানি গুলিকে তিনভাগে ভাগ করা হয় –

  1. মহারত্ন কোম্পানি
  2. নবরত্ন কোম্পানি এবং
  3. মিনিরত্ন কোম্পানি।

মিনিরত্ন কোম্পানিগুলিকে আবার দুই ভাবে ভাগ করা হয় –

  1. ক্যাটাগরি ১
  2. ক্যাটাগরি ২

আমরা নবরত্ন ও মিনিরত্ন সংস্থাগুলি সম্পর্কে পরে আলোচনা করবো। আজকের এই টপিকে আমরা ভারতের মহারত্ন কোম্পানি সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে নেবো।


আরও দেখে নাও :


মহারত্ন সংস্থা হবার যোগ্যতা

  • পরপর তিন বছর গড় লাভ হতে হবে ৫০০০ কোটি টাকা বা তার বেশি।
  • ৩ বছরের বার্ষিক গড় লাভ ১৫ হাজার কোটি টাকা বা তার বেশি হতে হবে।
  • ৩ বছরের বার্ষিক গড় টার্নওভার হওয়া চায় ২৫,০০০ কোটি টাকা।
  • মোট বিনিয়োগের পরিমান ১ হাজার টাকা ৫ হাজার কোটি অথবা মোট সম্পদের ১৫% এর বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।

বর্তমানে ভারতে মোট ১২টি মহারত্ন সংস্থা বা কোম্পানি আছে ( ৩১.১২.২০২২ পর্যন্ত )।

ক্রমসংস্থার নামপ্রধান কার্যালয়
অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)নতুন দিল্লী
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড  (IOCL)নতুন দিল্লী
কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)কলকাতা
গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)নতুন দিল্লী
ন্যাশনাল থার্মল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)নতুন দিল্লী
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL )গুরুগ্রাম
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)মুম্বাই
ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (BHEL)নতুন দিল্লী
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড  (SAIL)নতুন দিল্লী
১০হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)মুম্বাই
১১পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড (PFC )নতুন দিল্লী
১২রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড (REC )নতুন দিল্লী

ভারতের বিভিন্ন মহারত্ন সংস্থা সম্পর্কিত কিছু তথ্য :

১. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৫৬ সালের ১৪ই আগস্ট।
  • ভারত সরকার ২০১০ সালের নভেম্বর মাসে ONGC কে মহরত্নের মর্যাদা প্রদান করে।
  • ONGC দেশের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা। ভারতের অভ্যন্তরীণ গ্যাস ও তৈল উৎপাদনের প্রায় ৭৫ শতাংশ ওএনজিসি পূরণ করে।
  • দেশের সাতটি গ্যাস উৎপাদনকারী বেসিনের মধ্যে ছয়টি আবিষ্কার করেছে ONGC।

২. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড  (IOCL)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৫৯ সালের ৩০শে জুন।
  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ভারতের বৃহত্তম বাণিজ্যিক তেল সংস্থা।
  • শ্রীলঙ্কা, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসে এর সহায়ক সংস্থা রয়েছে।

৩. কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)

  • সদর দপ্তর : পশ্চিমবঙ্গের কলকাতা।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৭৫ সালে।
  • এটি বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি।
  • সংস্থাটি ভারতে মোট কয়লা উৎপাদনে প্রায় ৮২% কোল ইন্ডিয়া লিমিটেড উৎপন্ন করে।
  • ২০১১ সালের এপ্রিল মাসে ভারত সরকার কর্তৃক কোল ইন্ডিয়া লিমিটেডকে মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত করা হয়।

৪. গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৮৪ সালে।
  • ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারি ভারত সরকার কর্তৃক গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত করা হয়।

৫. ন্যাশনাল থার্মল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৭৫ সালের ৭ই নভেম্বর।
  • ভারতের ৭০টি স্থানে, শ্রীলংকাতে একটি এবং বাংলাদেশের ২টি কেন্দ্র রয়েছে NTPC এর।
  • ২০১০ সালের মে মাসে মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত হয়।

৬. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (POWERGRID)

  • সদর দপ্তর : গুরুগ্রাম ।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৮৯ সালের ২৩শে অক্টোবর ( কোম্পানিস এক্ট ১৯৫৬ অনুসারে )।
  • ২০১৯ সালের অক্টোবর মাসে এটি মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত হয়।

৭. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)

  • সদর দপ্তর : মুম্বাই ।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৮৯ সালের ২৩শে অক্টোবর ( কোম্পানিস এক্ট ১৯৫৬ অনুসারে )।
  • ১৯৭৬ সালে এই সংস্থার জাতীয়করণ হয়।
  • ২০১৭ সালে BPCL মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত হয়।

৮. ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (BHEL)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৬৪ সালে।
  • BHEL ভারতের বৃহত্তম বৃহদাকার ইলেকট্রিকাল যন্ত্রপাতি নির্মাণ সংস্থা।
  • ২০০৯ সালের ডিসেম্বর মাসে BHEL মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত হয়।

৯. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড  (SAIL)

  • সদর দপ্তর : নতুন দিল্লি।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৫৪ সালের ১৯শে জানুয়ারি।
  • ভিলাই, রাউরকেলা, দুর্গাপুর, বোকারো এবং বার্নপুর (আসানসোল) -এ SAIL এর ইন্টগ্রেটেড স্টিল প্লান্ট রয়েছে। এছাড়াও সালেম, দুর্গাপুর এবং ভদ্রাবতীতে ৩ টি বিশেষ ইস্পাত প্লান্ট পরিচালনা করে SAIL।
  • ২০১০ সালে ভারত সরকার কর্তৃক স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত করা হয়।

১০. হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)

  • সদর দপ্তর : মুম্বাই।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ১৯৭৪ সালে।
  • এটি ONGC এর একটি সহায়ক সংস্থা। ONGC এর ৫১.১১% অংশীদার ধরে রেখেছে।
  • ২০১৯ সালের ২৪ অক্টোবর সংস্থাটি মহারত্ন সংস্থার মর্যাদায় ভূষিত হয়।

১১. পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড (PFC )

  • সদর দপ্তর :নতুন দিল্লি ।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : জুলাই ১৯৮৬ সালে।
  • ১২ই অক্টোবর ২০২১ সালে এটি নবরত্ন থেকে মহারত্নে উন্নীত হয় ভারত সরকার দ্বারা।

১২. রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড (REC )

  • সদর দপ্তর :নতুন দিল্লি ।
  • প্রতিষ্ঠিত হয়েছিল : ২৫শে জুলাই ১৯৬৯
  • এটি ভারতের ১২তম মহারত্ন কোম্পানি।

Download Section

  • File Name : ভারতের মহারত্ন সংস্থা তালিকা – 10 Maharatna Companies – বাংলা কুইজ
  • File Size : 2.5 MB

আরও দেখে নাও : 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO ) – PDF

গুরুত্বপূর্ণ সংস্থার CEO ও সদর দপ্তর এর তালিকা । List of Companies and their CEO in India । PDF

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা

বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন –  Types of Corona Vaccines

কিছু প্রশ্ন ও উত্তর

ভারতে বর্তমানে মোট কতগুলি মহারত্ন সংস্থা রয়েছে ?

১২ টি

ভারতের ১২তম মহারত্ন সংস্থা কোনটি ?

ভারতের ১২তম মহারত্ন সংস্থা হল – রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড

ONGC কত সালে প্রতিষ্ঠিত হয়?

ONGC প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ১৪ই আগস্ট ।

ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

বসন্ত কুঞ্জ , নতুন দিল্লি

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

One Comment

Back to top button