General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন – Types of Corona Vaccines

Different Types of Corona Vaccines

বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন

বর্তমানে করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যেখানে ভীত, সন্ত্রস্ত সেখানে কিছুটা হয়েও আশার আলো দেখিয়েছে বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন। এই করোনা ভ্যাকসিন বা টীকাগুলি প্রস্তুত করেছে বিভিন্ন সংস্থা এবং এর কার্যকারিতা এক এক রকম। মানব ইতিহাসের সবচেয়ে বড়ো টিকাদান কর্মসূচি গোটা বিশ্বজুড়ে চালু হলেও ঠিক কতদিন এই টীকাগুলি কার্যকর থাকবে বা আদৌ নতুন ধরণের করোনা ভাইরাসকে প্রতিহত করতে এই টীকাগুলি সক্ষম কিনা সেসম্পর্কে সঠিক কোনো তথ্য কিছু এখনও আমাদের কাছে নেই।

তবুও করোনা ভ্যাকসিন প্রস্তুতিতে বা সমগ্র বিশ্বে বিপুল হারে সহজলভ্য মূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে ভারত ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

আজকে আমরা এই টপিকে দেখে নেব বিশ্বের বিভিন্ন সংস্থার তৈরী প্রধান প্রধান করোনা ভ্যাকসিন সম্পর্কিত কিছু তথ্য।

বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিনের তালিকা

ভ্যাকসিনের নামভ্যাকসিনের ধরণপ্রস্তুতকারী সংস্থাপ্রস্তুতকারী দেশকার্যকরিতা
অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড)ভাইরাল ভেক্টরঅক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার,সিরাম ইনস্টিটিউটইংল্যান্ড,ভারত৮১.৩%
কোভ্যাক্সিনইন্যাক্টিভেটেডভারত বায়োটেকভারত৮১%
মডার্নাmRNANational Institute of Allergy and Infectious Diseases,Biomedical Advanced Research and Development Authority,Modernaমার্কিন যুক্তরাষ্ট্র৯০%
ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা (কমিরনাটি )mRNAফাইজার (Pfizer) ও বায়োএনটেকজার্মানি,মার্কিন যুক্তরাষ্ট্র৯১.৩%
স্পুটনিক – Vভাইরাল ভেক্টরগামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজিরাশিয়া৯১.৬%
 কনভিডেসিয়াভাইরাল ভেক্টরক্যানসিনো বায়োলজিকসচীনমাঝারি ক্ষেত্রে-৬৫.৭%
গুরুতর ক্ষেত্রে – ৯০.৯৮%
জনসন এন্ড জনশন কোভিড-১৯ ভ্যাকসিনভাইরাল ভেক্টর জেনসেন ভ্যাকসিন,জেনসেন ফার্মাসিউটিক্যালসনেদারল্যান্ড,বেলজিয়াম ,আমেরিকা যুক্তরাষ্ট্র।গুরুতর ক্ষেত্রে – ৮৫%
হস্পিটালাইজেশন এর ক্ষেত্রে -১০০%
নোভাভেক্স কোভিড-১৯ ভ্যাকসিনসাব ইউনিটনোভাভেক্স,কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইননোভেশনসআমেরিকা৯৬.৪%(আসল স্ট্রেন )
৫৫%(আফ্রিকান স্ট্রেন)
করোনা ভ্যাক (সিনোভাক)ইন্যাক্টিভেটেডসিনোভাক বায়োটেকচীনসংক্রমণ রোধে- ৫০.৪%
মাঝারি ক্ষেত্রে-৭৮%
গুরুতর ক্ষেত্রে – ১০০%

আরও দেখে নাও :

মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম

বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF

পরিবেশ দূষণ ও তার প্রতিকার – রচনা

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button