বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন – Types of Corona Vaccines
Different Types of Corona Vaccines
বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন
বর্তমানে করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যেখানে ভীত, সন্ত্রস্ত সেখানে কিছুটা হয়েও আশার আলো দেখিয়েছে বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন। এই করোনা ভ্যাকসিন বা টীকাগুলি প্রস্তুত করেছে বিভিন্ন সংস্থা এবং এর কার্যকারিতা এক এক রকম। মানব ইতিহাসের সবচেয়ে বড়ো টিকাদান কর্মসূচি গোটা বিশ্বজুড়ে চালু হলেও ঠিক কতদিন এই টীকাগুলি কার্যকর থাকবে বা আদৌ নতুন ধরণের করোনা ভাইরাসকে প্রতিহত করতে এই টীকাগুলি সক্ষম কিনা সেসম্পর্কে সঠিক কোনো তথ্য কিছু এখনও আমাদের কাছে নেই।
তবুও করোনা ভ্যাকসিন প্রস্তুতিতে বা সমগ্র বিশ্বে বিপুল হারে সহজলভ্য মূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে ভারত ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
আজকে আমরা এই টপিকে দেখে নেব বিশ্বের বিভিন্ন সংস্থার তৈরী প্রধান প্রধান করোনা ভ্যাকসিন সম্পর্কিত কিছু তথ্য।
বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিনের তালিকা
ভ্যাকসিনের নাম | ভ্যাকসিনের ধরণ | প্রস্তুতকারী সংস্থা | প্রস্তুতকারী দেশ | কার্যকরিতা |
---|---|---|---|---|
অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) | ভাইরাল ভেক্টর | অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার,সিরাম ইনস্টিটিউট | ইংল্যান্ড,ভারত | ৮১.৩% |
কোভ্যাক্সিন | ইন্যাক্টিভেটেড | ভারত বায়োটেক | ভারত | ৮১% |
মডার্না | mRNA | National Institute of Allergy and Infectious Diseases,Biomedical Advanced Research and Development Authority,Moderna | মার্কিন যুক্তরাষ্ট্র | ৯০% |
ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা (কমিরনাটি ) | mRNA | ফাইজার (Pfizer) ও বায়োএনটেক | জার্মানি,মার্কিন যুক্তরাষ্ট্র | ৯১.৩% |
স্পুটনিক – V | ভাইরাল ভেক্টর | গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজি | রাশিয়া | ৯১.৬% |
কনভিডেসিয়া | ভাইরাল ভেক্টর | ক্যানসিনো বায়োলজিকস | চীন | মাঝারি ক্ষেত্রে-৬৫.৭% গুরুতর ক্ষেত্রে – ৯০.৯৮% |
জনসন এন্ড জনশন কোভিড-১৯ ভ্যাকসিন | ভাইরাল ভেক্টর | জেনসেন ভ্যাকসিন,জেনসেন ফার্মাসিউটিক্যালস | নেদারল্যান্ড,বেলজিয়াম ,আমেরিকা যুক্তরাষ্ট্র। | গুরুতর ক্ষেত্রে – ৮৫% হস্পিটালাইজেশন এর ক্ষেত্রে -১০০% |
নোভাভেক্স কোভিড-১৯ ভ্যাকসিন | সাব ইউনিট | নোভাভেক্স,কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইননোভেশনস | আমেরিকা | ৯৬.৪%(আসল স্ট্রেন ) ৫৫%(আফ্রিকান স্ট্রেন) |
করোনা ভ্যাক (সিনোভাক) | ইন্যাক্টিভেটেড | সিনোভাক বায়োটেক | চীন | সংক্রমণ রোধে- ৫০.৪% মাঝারি ক্ষেত্রে-৭৮% গুরুতর ক্ষেত্রে – ১০০% |
আরও দেখে নাও :
মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম
বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF
পরিবেশ দূষণ ও তার প্রতিকার – রচনা
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
To check our latest Posts - Click Here