ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO ) – PDF
List of ISRO Chairman – their Tenure, Terms and Contributions
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO ) সম্পর্কিত কিছু তথ্য ও ইসরোর চেয়ারম্যানের তালিকা নিয়ে ( List of ISRO Chairman in Bengali ) । সাথে দেওয়া রইলো এই নোটটির সম্পূর্ণ PDF ফাইল তোমাদের অফলাইন পড়ার সুবিধার্থে ।
Table of Contents
আরো দেখে নাও :
- ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ – PDF
- গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিষ্ঠাতা এর তালিকা । List of Companies and their Founders। PDF
- গুরুত্বপূর্ণ সংস্থার CEO ও সদর দপ্তর এর তালিকা । List of Companies and their CEO in India । PDF
- বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা
- ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর
- পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ( PDF )
জেনে নিশ্চয় ভারতীয়ও মহাকাশ সংস্থা সম্পর্কে কিছু তথ্য ।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ( Indian Space Research Organisation )
ইসরো (Indian Space Research Organisation ) বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। অতীতের কয়েকটি সুপরিকল্পিত প্রচেষ্টার পরে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে। এর সদর দপ্তর রয়েছে – কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে।
১৯৬৯ সালের আগে ইসরোর প্রতিষ্ঠার পথ সুগম করতে ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল Indian National Committee for Space Research (INCOSPAR)। INCOSPAR এর প্রতিষ্ঠায় বিক্রম সারাভাই এর ভূমিকা অপরিসীম। INCOSPAR তিরুবনন্তপুরমের থুম্বায় ভারতের প্রথম রকেট উৎক্ষেপ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল।
ইসরোর চেয়ারম্যানের তালিকা
দেওয়া রইলো ইসরোর চেয়ারম্যানের তালিকা ।
ইসরো চেয়ারম্যান | মেয়াদ | কার্যকাল |
---|---|---|
এস সোমনাথ | কার্যরত | ১২ই জানুয়ারি ২০২২ – বর্তমান |
কে সিভান | ৪ বছর | জানুয়ারি ২০১৮ – জানুয়ারি ২০২২ |
এ এস কিরণ কুমার | ৩ বছর | ২০১৫ থেকে ২০১৮ |
শৈলেশ নায়ক | ১২ দিন | ১লা জানুয়ারী ২০১৫ – ১৫ই জানুয়ারী ২০১৫ |
কে রাধাকৃষ্ণন | ৫ বছর | ২০০৯ – ২০১৪ |
জি মাধবন নায়ার | ৬ বছর | ২০০৩ – ২০০৯ |
কে কস্তুরীরঙ্গন | ৯ বছর | ১৯৯৪ – ২০০৩ |
ইউ আর রাও | ১০ বছর | ১৯৮৪ – ১৯৯৪ |
সতীশ ধাওয়ান | ১২ বছর | ১৯৭২ – ১৯৮৪ |
এম জি কে মেনন | ৯ মাস | জানুয়ারি ১৯৭২ – সেপ্টেম্বর ১৯৭২ |
বিক্রম সারাভাই | ৯ বছর | ১৯৬৩ – ১৯৭২ |
ইসরোর চেয়ারম্যানেদের কিছু উল্লেখযোগ্য অবদান
এস সোমনাথ
- এস সোমনাথ ইসরোর বর্তমান চেয়ারম্যান।
- ১২ই জানুয়ারি ২০২২ সালে তাঁকে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
- এর আগে ইসরো-র অধীনে থাকা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান পদে ছিলেন তিনি।
- এস সোমনাথের নেতৃত্বে ইসরো ভারতের চন্দ্রযান ৩ মিশন ২০২৩ সালের ২৩শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছয়।
দেখে নাও : চন্দ্রযান ৩ মিশন সম্পর্কিত বিস্তারিত তথ্য
কে সিভান
- ১৯৮২ সালে তিনি ISRO তে যোগদান করেছিলেন।
- এক প্রান্তিক কৃষি পরিবারে জন্মগ্রহণ করে আধপেটা খেয়ে কলেজের পড়া শেষ করে তাঁর ইসরোর চেয়ারম্যান হয়ে ওঠার গল্প আজও যুবজগৎকে অনুপ্রানিত করে।
- তিনি ইসরোর বিভিন্ন মিশনের মিশন প্ল্যান, ডিজাইন, ইন্টিগ্রেশন প্রভৃতি ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন।
- তিনি SITARA নামক ইসরোর মিশন প্লানিং এবং রকেট উৎক্ষেপণের সফটওয়্যার নির্মাণের প্রধান আর্কিটেক্ট ছিলেন ।
- MARS মিশনের সাফল্যের পিছনেও তাঁর গুরুত্ব অপরিসীম।
- একটিমাত্র PSLV এর সাহায্যে ১০৪টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের মিশনের চিফ মিশন আর্কিটেক্ট ছিলেন তিনি।
- তাঁর তত্বাবধানে ইসরোর চন্দ্রায়ণ ২ মিশন শুরু হয়েছিল ২০১৯ সালের ২২শে জুলাই।
এ এস কিরণ কুমার
- বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজেতা আলুর সেলিন কিরণ কুমার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ২০১৪ সালে।
- চন্দ্রযান ১ ও Cratosatমিশনের দায়িত্বে ছিলেন তিনি।
- তিনি Indian National Regional Navigation System (IRNSS) এবং GAGAN ডেভেলপ করেছিলেন।
কে রাধাকৃষ্ণন
- কে রাধাকৃষ্ণন -এর তত্ত্বাবধানে ভারতের প্রথম আন্তঃ-গ্রহ মিশন মঙ্গলযান শুরু হয়েছিল।
- মার্স অরবিটার মিশন সহ ৩৭টি মহাকাশ মিশনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
জি মাধবন নায়ার
- ভারতের প্রথম চন্দ্র-অভিযান মিশন চন্দ্রায়ণ -১ এর নেতৃত্বে ছিলেন তিনি।
- ASTROSAT এর কর্ণধার ছিলেন ছিলেন।
- তিনি ভারতে টেলি-এডুকেশন, টেলি-মেডিসিন শুরু করেছিলেন।
- তাঁর অধীনে ইসরোর ইনফ্রাস্ট্রাকচার এর প্রভূত উন্নতি ঘটেছিল।
কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন
- চেয়ারম্যান হিসাবে ডঃ কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গনের নেতৃত্বে ইসরো স্পেস প্রোগ্রাম PSLV এবং গেস্লাভ মতো অনেক মাইলফলক অর্জন করেছিল।
- তিনি ভাস্কার -১ এবং ২ নামক পরীক্ষামূলক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ মিশনের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।
- তিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং কসমিক X-ray এর উৎস, সেলেস্টিয়াল গামা রশ্মি এবং নিম্ন বায়ুমণ্ডলে কসমিক X-ray এর প্রভাবের মতো গবেষণায় বেশ কয়েকটি অবদান রেখেছেন।
অধ্যাপক উদুপি রামচন্দ্র রাও
- ডঃ রাও ভারতে রকেট প্রযুক্তির বিকাশের কাজ করেছিলেন।
- ১৯৯২ সালে ASLV রকেটের সফল লঞ্চের পিছনে তিনিই ছিলেন।
- তিনি অপারেশনাল লঞ্চ ভেহিকেল GSLV এবং ক্রায়োজেনিক প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন।
অধ্যাপক সতীশ ধাওয়ান
- তাঁর প্রচেষ্টার ফলে INSAT (টেলিযোগাযোগ উপগ্রহ), IRS (ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট), এবং PSLV (পোলার স্যাটেলাইট লঞ্চ যানবাহন) এর মতো অপারেশনাল সিস্টেম কর্মক্ষম হয়ে উঠতে পেরেছিলো।
- ১৯৭১ সালে তিনি পদ্মভূষণ এবং ১৯৮১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন।
ডঃ বিক্রম সারাভাই
- বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়া তিনি পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানও ছিলেন।
- ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি।
- ১৯৬৬ সালে পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় তাকে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ব্যাঙ্গালুরু, কর্ণাটক
ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
এস সোমনাথ
ভারতের মহাকাশ গবেষণার জনক কে ?
বিক্রম সারাভাই
ভারতের প্রথম মহাকাশ যানের নাম কি?
আর্যভট্ট
ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৫ইআগস্ট, ১৯৬৯
Download Section
- File Name : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যানের তালিকা – বাংলা কুইজ
- File Size : 2466 KB
- Format: PDF
- No. of Pages : 06
- Language : Bengali
To check our latest Posts - Click Here