Daily Current Affairs in BengaliCurrent Affairs

2021 Current Affairs in Bengali – MCQ – ফেব্রুয়ারি ২০২১ : ১৫ – ২১

Daily Current Affairs MCQ in Bangla

2021 Current Affairs in Bengali – MCQ – ফেব্রুয়ারি ২০২১ : ১৫ – ২১

দেওয়া রইলো ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2021 Current Affairs in Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


দেখে নাও ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের – এর ২০টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ 

Daily Current Affairs MCQ in Bengali

১. কোন অ্যাপ/ওয়েব পোর্টালটিকে ‘আরোগ্য সেতু’ অ্যাপ এর সাথে যুক্ত করা হল?

(A) e-Sampada App
(B) Jeevan Seva App
(C) Co-Win portal
(D) NariShakti App

[spoiler title=”উত্তর : “] (C) Co-Win portal

কোভিড-19 ট্রেসিং অ্যাপ ‘Aarogya Setu’ এবং কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ‘Co-Win portal’ কে একসাথে জুড়ে দিয়েছে কেন্দ্র সরকার।

এই সংযুক্তিকরণের ফলে ব্যবহারকারী যারা কমপক্ষে ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন, তারা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

[/spoiler]

২. ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ ২০২১ কোথায় অনুষ্ঠিত হল?

(A) মুম্বাই
(B) ব্যাঙ্গালুরু
(C) নতুন দিল্লী
(D) ভোপাল

[spoiler title=”উত্তর : “] (B) ব্যাঙ্গালুরু

  • কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে সম্প্রতি ৫দিনের ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ অনুষ্ঠিত হল।
  • থিম- “হর্টিকালচার ফর স্টার্ট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ ইন্ডিয়া”।
  • কর্ণাটকঃ (আগের নাম মহীশূর)
  • রাজধানী- ব্যাঙ্গালুরু (ব্যাঙ্গালোর এর নাম বদলে ব্যাঙ্গালুরু হয় ২০১৪ সালে)।
  • মুখ্যমন্ত্রী- বি এস ইয়েদুরাপ্পা            রাজ্যপাল- ভাজুভাই ভালা
[/spoiler]

৩. তিন দিনের ‘Kanchoth Festival’ কোথায় পালিত হল?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাত
(C) উত্তরপ্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

[spoiler title=”উত্তর : “] (D) জম্মু ও কাশ্মীর

  • সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হল ‘Kanchoth Festival’।
  • প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষে প্রাচীন নাগ সংস্কৃতির একটি অন্যতম নিদর্শন এই ‘Kanchoth Festival’ অনুষ্ঠিত হয় চন্দ্রভাগা নদীর উপত্যকায়।
  •  জম্মু ও কাশ্মীরের বর্তমান উপ-রাজ্যপাল হলেন মনোজ সিনহা।
[/spoiler]

৪. তিন দিনের ‘মান্দু উৎসব’ কোন রাজ্যে পালন করা হল?

(A) গুজরাত
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

[spoiler title=”উত্তর : “] (B) মধ্যপ্রদেশ

  •  মধ্যপ্রদেশ এর ধর জেলার মান্দু তে তিনদিন ব্যাপি এই উৎসব পালিত হল।
  • এর থিম ছিল- “Khojne Mein Kho Jao(Feel Lost in Discovering)”
  • মধ্যপ্রদেশঃ     রাজধানী- ভোপাল
  • মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান    রাজ্যপাল- আনন্দীবেন প্যাটেল(অতিরিক্ত দায়িত্ব)
[/spoiler]

৫. Dr. Ngozi Okonjo Iweala নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হতে চলেছেন?

(A) ওয়ার্ল্ড ব্যাঙ্ক
(B) ইউনেস্কো
(C) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
(D) আই.এম.এফ

[spoiler title=”উত্তর : “] (C) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন

  • প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রধান হতে চলেছেন নাইজেরিয়ার Dr. Ngozi Okonjo Iweala ।
  • আগামী ১লা মার্চ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
  • ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ড এর জেনেভা তে।
[/spoiler]

৬. বছরের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান

[spoiler title=”উত্তর : “] (B) অন্ধ্রপ্রদেশ

এবছর সেরা সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন অন্ধ্রপ্রদেশ এর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।

[/spoiler]

৭. সম্প্রতি পুদুচেরি র উপ-রাজ্যপাল এর দায়িত্ব পেলেন কে?

(A) কিরণ বেদী
(B) ডঃ তথাগত রায়
(C) আনন্দীবেন প্যাটেল
(D) তামিলিসাই সৌন্দরারাজন

[spoiler title=”উত্তর : “] (D) তামিলিসাই সৌন্দরারাজন

  • তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।
  • পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে তিনি কিরণ বেদীর স্থলাভিষিক্ত হলেন।
[/spoiler]

৮. International Childhood Cancer Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়?

(A) ফেব্রুয়ারি ১২
(B) ফেব্রুয়ারি ১৩
(C) ফেব্রুয়ারি ১৪
(D) ফেব্রুয়ারি ১৫

[spoiler title=”উত্তর : “] (D) ফেব্রুয়ারি ১৫

  • প্রতিবছর ১৫ই ফেব্রুয়ারি International Childhood Cancer Day পালন করা হয়।
  • এবছর ২০তম International Childhood Cancer Day পালন করা হল।
[/spoiler]

৯.  সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প  লঞ্চ করলেন?

(A) অরুণাচল প্রদেশ
(B) আসাম
(C) ত্রিপুরা
(D) মেঘালয়

[spoiler title=”উত্তর : “] (B) আসাম

  • সম্প্রতি প্রধানমন্ত্রী আসামে ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প লঞ্চ করলেন।
  • আসামঃ
  • রাজধানী- দিসপুর
  • মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল                 রাজ্যপাল- জগদীশ মুখী
[/spoiler]

১০. কোন সংস্থা ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে?

(A) ইউনাইটেড নেশনস
(B) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স
(C) সার্ক
(D) ওয়ার্ল্ড ব্যাঙ্ক

[spoiler title=”উত্তর : “] (B) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স

  • ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে।
  • ২০২১ এর নভেম্বরে গ্লাসগো তে যে ইউনাইটেড নেশনস জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে এই ঘোষণা টি করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ভারত এবং ফ্রান্স।
[/spoiler]

১১. সম্প্রতি Mario Draghi কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন?

(A) জার্মানি
(B) ব্রিটেন
(C) জাপান
(D) ইটালি

[spoiler title=”উত্তর : “] (D) ইটালি

  • Mario Draghi সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন।
  • ইটালির বর্তমান রাষ্ট্রপতি হলেন- Sargio Mattarella
[/spoiler]

১২. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘COVID-19 Warrior Memorial’ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ওড়িশা
(B) অন্ধ্রপ্রদেশ
(C)  হিমাচলপ্রদেশ
(D) কেরালা

[spoiler title=”উত্তর : “] (A) ওড়িশা

  • কোভিড যোদ্ধাদের অবদান কে সম্মান জানিয়ে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এ গড়ে তোলা হবে ‘COVID-19 Warrior Memorial’
  • ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক    ওড়িশার বর্তমান রাজ্যপাল গণেশী লাল
[/spoiler]

১৩. কোথায় ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) লাদাখ
(C) পুডুচেরি
(D) চণ্ডীগড়

[spoiler title=”উত্তর : “] (B) লাদাখ

পূর্ব লাদাখের পুগা গ্রামে ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে। এটি ২০২২ এর শেষ দিক থেকে কাজ করা শুরু করবে বলে মনে করা হচ্ছে।

[/spoiler]

১৪.  টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় পেসার হিসাবে কে ৩০০ উইকেটের অধিকারী হলেন?

(A) জসপ্রীত বুমরা
(B) মহম্মদ সামি
(C) ইশান্ত শর্মা
(D) উমেশ যাদব

[spoiler title=”উত্তর : “] (C) ইশান্ত শর্মা

কপিল দেব এবং জাহির খান এর পর তৃতীয় ভারতীয় পেসার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের অধিকারী হলেন ইশান্ত শর্মা।

[/spoiler]

১৫. একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ কোথায় আয়োজন করা হল?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ

[spoiler title=”উত্তর : “] (A) পশ্চিমবঙ্গ

  • ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচীর অধীনে একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার প্যালেসে।
  • এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
[/spoiler]

১৬.  United Kingdom থেকে ভারতের কোন রাজ্যে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে?

(A) মহারাষ্ট্
(B) কর্ণাটক
(C) উত্তরপ্রদেশ
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (A) মহারাষ্ট্

  • Grant Thornton Bharat’s Britain Meets India রিপোর্ট অনুযায়ী United Kingdom থেকে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে মহারাষ্ট্রে।
  • মহারাষ্ট্রের রাজধানী মুম্বই (বোম্বে থেকে মুম্বই নাম পরিবর্তন হয় ১৯৯৫ এ)
  • বর্তমান মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে
  • বর্তমান রাজ্যপাল- ভগত সিং কোশিয়ারী
[/spoiler]

১৭. ভারতের কোন শহরকে 2020 Tree City of the World আখ্যা দেওয়া হল?

(A) মুম্বাই
(B) নতুন দিল্লী
(C) হায়দ্রাবাদ
(D) ব্যাঙ্গালুরু

[spoiler title=”উত্তর : “] (C) হায়দ্রাবাদ

  • The Arbor Day Foundation এবং United Nations Food And Agriculture Organisation হায়দ্রাবাদ শহর কে 2020 Tree City of the World আখ্যা দিয়েছে।
  • United Nations Food And Agriculture Organisation এর সদরদপ্তর রয়েছে ইটালির রোমে।
[/spoiler]

১৮. টেস্ট ইতিহাসে প্রথমবার কোন বোলার বাঁহাতি ক্রিকেটারদের ২০০বার আউট করার কৃতিত্ব অর্জন করলেন?

(A) কুলদীপ যাদব
(B) রবিচন্দ্রন আশ্বিন
(C) মইন আলী
(D) ইশান্ত শর্মা

[spoiler title=”উত্তর : “] (B) রবিচন্দ্রন আশ্বিন

  • ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যিনি ২০০বার বাঁহাতি ক্রিকেটারদের আউট করার কৃতিত্ব অর্জন করলেন।
  • টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট দখল করেছেন- মুথাইয়া মুরলিধরন (ভারতীয়দের মধ্যে, অনিল কুম্বলে ) ।
[/spoiler]

১৯. কোন দিনটি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ হিসাবে পালন করা হয়?

(A) ফেব্রুয়ারি ১৯
(B) ফেব্রুয়ারি ২০
(C) ফেব্রুয়ারি ২১
(D) ফেব্রুয়ারি ২২

[spoiler title=”উত্তর : “] (B) ফেব্রুয়ারি ২০

  • প্রতিবছর ২০শে ফেব্রুয়ারি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ (World Day of Social Justice) হিসাবে পালন করা হয়।
  • এবছরের থিম- A Call for Social Justice in the Digital Economy
[/spoiler]

২০. সম্প্রতি কোন দেশের নির্বাচন কমিশন সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে?

(A) সুদান
(B) কঙ্গো
(C) ইরান
(D) ইরাক

[spoiler title=”উত্তর : “] (D) ইরাক

সম্প্রতি ইরাকের ‘ইনডিপেন্ডেন্ট হাই ইলেক্টরাল কমিশন (IHEC)’  সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

[/spoiler]

২১. ২০২১ ফেব্রুয়ারিতে কোন রাজ্যে Covid-19 টিকা দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে?

(A) ওড়িশা
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (B) বিহার

বিহার:

  •     লোকসভা আসন সংখ্যা  – ৪০।
  •     রাজ্যসভার আসন সংখ্যা – ১৬।
  •     রাষ্ট্রীয় প্রাণী – গৌর।
  •     রাজ্য পাখি – চড়ুই পাখি।
[/spoiler]

২২. প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) গোয়া
(D) মধ্য প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (A) উত্তর প্রদেশ

১৬ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে  চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

উত্তর প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
  •     রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
  •     জেলার সংখ্যা – ৭৫।
[/spoiler]

২৩. বসন্তের প্রথম দিনটিতে নিম্নলিখিত কোন শহরে সম্প্রতি ‘পহেলা ফাগুন’ উৎসব পালিত হলো ?

(A) ঢাকা
(B) করাচি
(C) কাঠমান্ডু
(D) পোখরান

[spoiler title=”উত্তর : “] (A) ঢাকা

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

[/spoiler]

২৪. কোন দিনটিতে দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ?

(A) ১৪ ফেব্রুয়ারি
(B) ১৫ ফেব্রুয়ারি
(C) ১৬ ফেব্রুয়ারি
(D) ১৭ ফেব্রুয়ারি

[spoiler title=”উত্তর : “] (C) ১৬ ফেব্রুয়ারি

  • ১৬ই ফেব্রুয়ারি দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
  • ২০২১ সালে দিল্লি পুলিশের ৭৪তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।   স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, অমিত শাহ দিল্লি পুলিশের দায়িত্বে আছেন।
[/spoiler]

২৫. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কে নিখরচায় ইন্টারনেট পরিষেবা  KFON (কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক) চালু করেছে?

(A) কোদিয়ারী বালাকৃষ্ণন
(B) কে কে শায়লাজা
(C) পিনারাই বিজয়ন
(D) আরিফ মহম্মদ খান

[spoiler title=”উত্তর : “] (C) পিনারাই বিজয়ন

কেরালার ১৪টি জেলার প্রায় ২০ লক্ষ বিপিএল পরিবারকে এই পরিষেবা দেওয়া হবে।

কেরালা:

  •  মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।
  •  রাজ্যপাল – আরিফ মোহাম্মদ খান।
  •  জেলার সংখ্যা – ১৪।
[/spoiler]

২৬. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র ৫ টাকায় দরিদ্রদের খাবার সরবরাহের জন্য ‘মা’ নামে একটি প্রকল্প চালু করেছেন ?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) গুজরাট
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (B) পশ্চিমবঙ্গ

এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রতিদিন বিকাল ১ টা থেকে ৩ টের মধ্যে রান্নাঘর পরিচালনা করবে এবং চাল, ডাল, একটি সব্জি এবং ডিমের তরকারি সরবরাহ করবে। এই প্রকল্পের জন্য, রাজ্য সরকার প্লেট প্রতি ১৫ টাকা ভর্তুকি বহন করবে।

পশ্চিমবঙ্গ:

  •     মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
  •     রাজ্যপাল – জগদীপ ধানখার।
  •     লোকসভা আসন – ৪২।
  •     রাজ্যসভার আসন – ১৬।
[/spoiler]

২৭. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ কাজাকস্থান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে “Progress 77 ” নামক একটি মালবাহী কার্গো মহাকাশযান প্রেরণ করেছে ?

(A) জাপান
(B) রাশিয়া
(C) চীন
(D) আমেরিকা

[spoiler title=”উত্তর : “] (B) রাশিয়া

রাশিয়া:

  •     রাজধানী – মস্কো
  •     মুদ্রা – রাশিয়ান রুবেল
  •     রাষ্ট্রপতি – ভ্লাদিমির পুতিন।
  •     প্রধানমন্ত্রী- মিখাইল মিশুস্তিন।
[/spoiler]

২৮. হোন্ডা মোটর কোম্পানির এর প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাহিরো হাচিগো পদত্যাগ করতে চলেছেন। তাঁর জায়গায় নতুন CEO হিসেবে কে আসতে চলেছেন ?

(A) কার্লোস ঘোসন
(B) তোশিহিরো মিবে
(C) হিরোটো সাইকাওয়া
(D) মৌনা সেপেহরি

[spoiler title=”উত্তর : “] (B) তোশিহিরো মিবে  [/spoiler]

২৯. ২০২১ সালের ১৯শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের কততম জন্মবার্ষিকী পালন করা হলো ?

(A) ৩৮৭ তম
(B) ৩৮৯ তম
(C) ৩৯১ তম
(D) ৩৯৩ তম

[spoiler title=”উত্তর : “] (C) ৩৯১ তম

শিবাজী ভোঁসলে অথবা ছত্রপতি শিবাজী রাজে ভোঁসলে (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০)হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজি ১৬৩০ খ্রিষ্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে ও মাতা জীজাবাঈ।

[/spoiler]

৩০. ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিন্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) বৃন্দাবন
(B) মথুরা
(C) হরিদ্বার
(D) উজ্জয়ন

[spoiler title=”উত্তর : “] (C) হরিদ্বার

এবারে দর্শনার্থীদের COVID-19 নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে ।

[/spoiler]

৩১. সম্প্রতি ফেসবুক কোন দেশের সংবাদপত্রকে ফেসবুকে নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) জাপান
(B) অস্ট্রেলিয়া
(C) আমেরিকা
(D) কানাডা

[spoiler title=”উত্তর : “] (B) অস্ট্রেলিয়া

ফেসবুক ব্যবহারকারীরা আর অস্ট্রেলিয়ার সংপাদপত্র ফেসবুকে পড়তে ও শেয়ার করতে পারবেন না ।

অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় একটি বিল উথ্থাপন করা হয়েছে যেটি পাস্ হয়ে গেলে সমস্ত টেক প্লাটফর্মকে অস্ট্রেলিয়ার সংবাদপত্র প্রকাশকদের অর্থ প্রদান করতে হবে তাদের কোনো খবর সেই প্লাটফর্মে প্রকাশ করার জন্য । এরই প্রতিবাদে ফেসবুক এই সিদ্ধান্ত নিয়েছে ।

অস্ট্রেলিয়া:

  •     রাজধানী – ক্যানবেরা।
  •     মুদ্রা – অস্ট্রেলিয়ান ডলার
  •     প্রধানমন্ত্রী – স্কট মরিসন।
  •     জাতীয় ক্রীড়া – অস্ট্রেলিয়ান ফুটবল।
[/spoiler]

৩২. ২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  ‘Most Versatile Actor’  সম্মানে কোন অভিনেতা সম্মানিত হয়েছে ?

(A) নীরজ পান্ডে
(B) করণ ট্যাকার
(C) মনোজ বাজপেয়ী
(D) কে কে মেনন

[spoiler title=”উত্তর : “] (D) কে কে মেনন

২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  ‘Most Versatile Actor’  সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা “কে কে মেনন” ।

কে কে মেনন (কৃষ্ণ কুমার মেনন, জন্ম ২ অক্টোবর ১৯৬৬) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা যিনি মূলত হিন্দি সিনেমা এবং গুজরাটি, তামিল, মারাঠি এবং তেলেগু সিনেমায় কাজ করেছেন ।

[/spoiler]

৩৩. BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করলো কোন দেশ?

(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (B) চীন

চীনে সম্প্রতি BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । চীনের National Radio and Television Administration (NRTA) এর দাবি অনুযায়ী BBC World News চীনের ব্রডকাস্ট গাইডলাইন লঙ্ঘন করেছে ।

[/spoiler]

৩৪. রাজ্যে অপুষ্টি দূর করতে সেই রাজ্যের ছাত্রীদের রোজ ২০০ মিলিলিটার দুধ বিনামূল্যে প্রদান করতে কোন রাজ্যসকার  ‘Free Gift Milk to Girl Students’ স্কিম শুরু করলো ?

(A) উত্তরপ্রদেশ
(B) সিকিম
(C) বিহার
(D) মনিপুর

[spoiler title=”উত্তর : “] (B) সিকিম

সিকিম 

  • রাজধানী- গ্যাংটক
  • মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং
  • রাজ্যপাল- গঙ্গা প্রসাদ
[/spoiler]

৩৫. সাপ সম্পর্কে রাজ্যবাসীর জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে  “Snakepedia” মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (B) কেরালা

কেরালা

  • রাজধানী- তিরুবন্তপূরম
  • মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন
  • রাজ্যপাল- আরিফ মহম্মদ খান
[/spoiler]

৩৬. .‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২১শে ফেব্রুয়ারি
(B) ২২শে ফেব্রুয়ারি
(C) ২৩শে ফেব্রুয়ারি
(D) ২৪শে ফেব্রুয়ারি

[spoiler title=”উত্তর : “] (A) ২১শে ফেব্রুয়ারি

২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল – Fostering multilingualism for inclusion in education and society.

[/spoiler]

৩৭. স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে ফাঁসিতে মৃত্যুদন্ড পেতে চলেছে উত্তরপ্রদেশের মথুরার কোন মহিলা?

(A) আকিরা বেগম
(B) শবনম আলী
(C) জাহানারা খাতুন
(D) শবনম ফারিয়া

[spoiler title=”উত্তর : “] (B) শবনম আলী

বাড়ির সাত সদস্যকে কুপিয়ে খুন করেন তিনি ।

[/spoiler]

৩৮. ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেনিফার ব্র্যাডিকে পরাজিত করে নাওমি ওসাকা তাঁর কততম গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করলেন ?

(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ

[spoiler title=”উত্তর : “] (B) চতুর্থ  [/spoiler]

৩৯. ‘Maverick Messiah’’ শীর্ষক গ্রন্থটির রচয়িতা কে?

(A) শশী থারুর
(B) রোহিংটন মিস্ত্রি
(C) রমেশ কান্দুলা
(D) বিক্রম চন্দ্র

[spoiler title=”উত্তর : “] (C) রমেশ কান্দুলা

‘Maverick Messiah’  হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত শ্রী এন টি রামা রাওয়ের রাজনৈতিক জীবনী। বইটির রচয়িতা প্রবীণ সাংবাদিক রমেশ কান্দুলা।

[/spoiler]

আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং – ২০২০ । Rank of India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button