2021 Current Affairs in Bengali – MCQ – ফেব্রুয়ারি ২০২১ : ১৫ – ২১
Daily Current Affairs MCQ in Bangla
2021 Current Affairs in Bengali – MCQ – ফেব্রুয়ারি ২০২১ : ১৫ – ২১
দেওয়া রইলো ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2021 Current Affairs in Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও –
- পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
- ২০২১ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান
- কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ । Union Budget 2021-22
- নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
- কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
দেখে নাও ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের – এর ২০টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
বাংলা কুইজ ফেসবুক পেজDaily Current Affairs MCQ in Bengali
১. কোন অ্যাপ/ওয়েব পোর্টালটিকে ‘আরোগ্য সেতু’ অ্যাপ এর সাথে যুক্ত করা হল?
(A) e-Sampada App
(B) Jeevan Seva App
(C) Co-Win portal
(D) NariShakti App
কোভিড-19 ট্রেসিং অ্যাপ ‘Aarogya Setu’ এবং কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ‘Co-Win portal’ কে একসাথে জুড়ে দিয়েছে কেন্দ্র সরকার।
এই সংযুক্তিকরণের ফলে ব্যবহারকারী যারা কমপক্ষে ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন, তারা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
[/spoiler]২. ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ ২০২১ কোথায় অনুষ্ঠিত হল?
(A) মুম্বাই
(B) ব্যাঙ্গালুরু
(C) নতুন দিল্লী
(D) ভোপাল
- কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে সম্প্রতি ৫দিনের ‘ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার’ অনুষ্ঠিত হল।
- থিম- “হর্টিকালচার ফর স্টার্ট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ ইন্ডিয়া”।
- কর্ণাটকঃ (আগের নাম মহীশূর)
- রাজধানী- ব্যাঙ্গালুরু (ব্যাঙ্গালোর এর নাম বদলে ব্যাঙ্গালুরু হয় ২০১৪ সালে)।
- মুখ্যমন্ত্রী- বি এস ইয়েদুরাপ্পা রাজ্যপাল- ভাজুভাই ভালা
৩. তিন দিনের ‘Kanchoth Festival’ কোথায় পালিত হল?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাত
(C) উত্তরপ্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর
- সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হল ‘Kanchoth Festival’।
- প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষে প্রাচীন নাগ সংস্কৃতির একটি অন্যতম নিদর্শন এই ‘Kanchoth Festival’ অনুষ্ঠিত হয় চন্দ্রভাগা নদীর উপত্যকায়।
- জম্মু ও কাশ্মীরের বর্তমান উপ-রাজ্যপাল হলেন মনোজ সিনহা।
৪. তিন দিনের ‘মান্দু উৎসব’ কোন রাজ্যে পালন করা হল?
(A) গুজরাত
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ
- মধ্যপ্রদেশ এর ধর জেলার মান্দু তে তিনদিন ব্যাপি এই উৎসব পালিত হল।
- এর থিম ছিল- “Khojne Mein Kho Jao(Feel Lost in Discovering)”
- মধ্যপ্রদেশঃ রাজধানী- ভোপাল
- মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান রাজ্যপাল- আনন্দীবেন প্যাটেল(অতিরিক্ত দায়িত্ব)
৫. Dr. Ngozi Okonjo Iweala নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হতে চলেছেন?
(A) ওয়ার্ল্ড ব্যাঙ্ক
(B) ইউনেস্কো
(C) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
(D) আই.এম.এফ
- প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রধান হতে চলেছেন নাইজেরিয়ার Dr. Ngozi Okonjo Iweala ।
- আগামী ১লা মার্চ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ড এর জেনেভা তে।
৬. বছরের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
এবছর সেরা সেরা মুখ্যমন্ত্রী হিসাবে ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন অন্ধ্রপ্রদেশ এর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।
[/spoiler]৭. সম্প্রতি পুদুচেরি র উপ-রাজ্যপাল এর দায়িত্ব পেলেন কে?
(A) কিরণ বেদী
(B) ডঃ তথাগত রায়
(C) আনন্দীবেন প্যাটেল
(D) তামিলিসাই সৌন্দরারাজন
- তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।
- পুদুচেরি র উপ-রাজ্যপাল হিসাবে তিনি কিরণ বেদীর স্থলাভিষিক্ত হলেন।
৮. International Childhood Cancer Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়?
(A) ফেব্রুয়ারি ১২
(B) ফেব্রুয়ারি ১৩
(C) ফেব্রুয়ারি ১৪
(D) ফেব্রুয়ারি ১৫
- প্রতিবছর ১৫ই ফেব্রুয়ারি International Childhood Cancer Day পালন করা হয়।
- এবছর ২০তম International Childhood Cancer Day পালন করা হল।
৯. সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প লঞ্চ করলেন?
(A) অরুণাচল প্রদেশ
(B) আসাম
(C) ত্রিপুরা
(D) মেঘালয়
- সম্প্রতি প্রধানমন্ত্রী আসামে ‘Mahabahu Brahmaputra’ প্রকল্প লঞ্চ করলেন।
- আসামঃ
- রাজধানী- দিসপুর
- মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল রাজ্যপাল- জগদীশ মুখী
১০. কোন সংস্থা ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে?
(A) ইউনাইটেড নেশনস
(B) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স
(C) সার্ক
(D) ওয়ার্ল্ড ব্যাঙ্ক
- ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ‘ওয়ার্ল্ড সোলার ব্যাঙ্ক’ লঞ্চ করার পরিকল্পনা করেছে।
- ২০২১ এর নভেম্বরে গ্লাসগো তে যে ইউনাইটেড নেশনস জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে এই ঘোষণা টি করা হবে বলে মনে করা হচ্ছে।
- ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ভারত এবং ফ্রান্স।
১১. সম্প্রতি Mario Draghi কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন?
(A) জার্মানি
(B) ব্রিটেন
(C) জাপান
(D) ইটালি
- Mario Draghi সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন।
- ইটালির বর্তমান রাষ্ট্রপতি হলেন- Sargio Mattarella
১২. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘COVID-19 Warrior Memorial’ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) ওড়িশা
(B) অন্ধ্রপ্রদেশ
(C) হিমাচলপ্রদেশ
(D) কেরালা
- কোভিড যোদ্ধাদের অবদান কে সম্মান জানিয়ে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এ গড়ে তোলা হবে ‘COVID-19 Warrior Memorial’
- ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার বর্তমান রাজ্যপাল গণেশী লাল
১৩. কোথায় ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে?
(A) জম্মু ও কাশ্মীর
(B) লাদাখ
(C) পুডুচেরি
(D) চণ্ডীগড়
পূর্ব লাদাখের পুগা গ্রামে ভারতের প্রথম জিওথার্মাল পাওয়ার প্রোজেক্ট গড়ে উঠতে চলেছে। এটি ২০২২ এর শেষ দিক থেকে কাজ করা শুরু করবে বলে মনে করা হচ্ছে।
[/spoiler]১৪. টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় পেসার হিসাবে কে ৩০০ উইকেটের অধিকারী হলেন?
(A) জসপ্রীত বুমরা
(B) মহম্মদ সামি
(C) ইশান্ত শর্মা
(D) উমেশ যাদব
কপিল দেব এবং জাহির খান এর পর তৃতীয় ভারতীয় পেসার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের অধিকারী হলেন ইশান্ত শর্মা।
[/spoiler]১৫. একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ কোথায় আয়োজন করা হল?
(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ
- ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচীর অধীনে একাদশ ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার প্যালেসে।
- এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
১৬. United Kingdom থেকে ভারতের কোন রাজ্যে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে?
(A) মহারাষ্ট্
(B) কর্ণাটক
(C) উত্তরপ্রদেশ
(D) পাঞ্জাব
- Grant Thornton Bharat’s Britain Meets India রিপোর্ট অনুযায়ী United Kingdom থেকে সর্বাধিক Foreign Direct investment(FDI) এসেছে মহারাষ্ট্রে।
- মহারাষ্ট্রের রাজধানী মুম্বই (বোম্বে থেকে মুম্বই নাম পরিবর্তন হয় ১৯৯৫ এ)
- বর্তমান মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে
- বর্তমান রাজ্যপাল- ভগত সিং কোশিয়ারী
১৭. ভারতের কোন শহরকে 2020 Tree City of the World আখ্যা দেওয়া হল?
(A) মুম্বাই
(B) নতুন দিল্লী
(C) হায়দ্রাবাদ
(D) ব্যাঙ্গালুরু
- The Arbor Day Foundation এবং United Nations Food And Agriculture Organisation হায়দ্রাবাদ শহর কে 2020 Tree City of the World আখ্যা দিয়েছে।
- United Nations Food And Agriculture Organisation এর সদরদপ্তর রয়েছে ইটালির রোমে।
১৮. টেস্ট ইতিহাসে প্রথমবার কোন বোলার বাঁহাতি ক্রিকেটারদের ২০০বার আউট করার কৃতিত্ব অর্জন করলেন?
(A) কুলদীপ যাদব
(B) রবিচন্দ্রন আশ্বিন
(C) মইন আলী
(D) ইশান্ত শর্মা
- ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যিনি ২০০বার বাঁহাতি ক্রিকেটারদের আউট করার কৃতিত্ব অর্জন করলেন।
- টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট দখল করেছেন- মুথাইয়া মুরলিধরন (ভারতীয়দের মধ্যে, অনিল কুম্বলে ) ।
১৯. কোন দিনটি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ হিসাবে পালন করা হয়?
(A) ফেব্রুয়ারি ১৯
(B) ফেব্রুয়ারি ২০
(C) ফেব্রুয়ারি ২১
(D) ফেব্রুয়ারি ২২
- প্রতিবছর ২০শে ফেব্রুয়ারি ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ (World Day of Social Justice) হিসাবে পালন করা হয়।
- এবছরের থিম- A Call for Social Justice in the Digital Economy
২০. সম্প্রতি কোন দেশের নির্বাচন কমিশন সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে?
(A) সুদান
(B) কঙ্গো
(C) ইরান
(D) ইরাক
সম্প্রতি ইরাকের ‘ইনডিপেন্ডেন্ট হাই ইলেক্টরাল কমিশন (IHEC)’ সেই দেশের নির্বাচন নিরীক্ষণ করার জন্য ৫২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।
[/spoiler]২১. ২০২১ ফেব্রুয়ারিতে কোন রাজ্যে Covid-19 টিকা দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে?
(A) ওড়িশা
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব
বিহার:
- লোকসভা আসন সংখ্যা – ৪০।
- রাজ্যসভার আসন সংখ্যা – ১৬।
- রাষ্ট্রীয় প্রাণী – গৌর।
- রাজ্য পাখি – চড়ুই পাখি।
২২. প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ?
(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) গোয়া
(D) মধ্য প্রদেশ
১৬ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে চিত্তৌরা হ্রদে মহারাজা সুহেলদেব স্মৃতি ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
উত্তর প্রদেশ:
- মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
- রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
- জেলার সংখ্যা – ৭৫।
২৩. বসন্তের প্রথম দিনটিতে নিম্নলিখিত কোন শহরে সম্প্রতি ‘পহেলা ফাগুন’ উৎসব পালিত হলো ?
(A) ঢাকা
(B) করাচি
(C) কাঠমান্ডু
(D) পোখরান
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
[/spoiler]২৪. কোন দিনটিতে দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ?
(A) ১৪ ফেব্রুয়ারি
(B) ১৫ ফেব্রুয়ারি
(C) ১৬ ফেব্রুয়ারি
(D) ১৭ ফেব্রুয়ারি
- ১৬ই ফেব্রুয়ারি দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
- ২০২১ সালে দিল্লি পুলিশের ৭৪তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, অমিত শাহ দিল্লি পুলিশের দায়িত্বে আছেন।
২৫. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কে নিখরচায় ইন্টারনেট পরিষেবা KFON (কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক) চালু করেছে?
(A) কোদিয়ারী বালাকৃষ্ণন
(B) কে কে শায়লাজা
(C) পিনারাই বিজয়ন
(D) আরিফ মহম্মদ খান
কেরালার ১৪টি জেলার প্রায় ২০ লক্ষ বিপিএল পরিবারকে এই পরিষেবা দেওয়া হবে।
কেরালা:
- মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।
- রাজ্যপাল – আরিফ মোহাম্মদ খান।
- জেলার সংখ্যা – ১৪।
২৬. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র ৫ টাকায় দরিদ্রদের খাবার সরবরাহের জন্য ‘মা’ নামে একটি প্রকল্প চালু করেছেন ?
(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) গুজরাট
(D) পাঞ্জাব
এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রতিদিন বিকাল ১ টা থেকে ৩ টের মধ্যে রান্নাঘর পরিচালনা করবে এবং চাল, ডাল, একটি সব্জি এবং ডিমের তরকারি সরবরাহ করবে। এই প্রকল্পের জন্য, রাজ্য সরকার প্লেট প্রতি ১৫ টাকা ভর্তুকি বহন করবে।
পশ্চিমবঙ্গ:
- মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যপাল – জগদীপ ধানখার।
- লোকসভা আসন – ৪২।
- রাজ্যসভার আসন – ১৬।
২৭. ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ কাজাকস্থান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে “Progress 77 ” নামক একটি মালবাহী কার্গো মহাকাশযান প্রেরণ করেছে ?
(A) জাপান
(B) রাশিয়া
(C) চীন
(D) আমেরিকা
রাশিয়া:
- রাজধানী – মস্কো
- মুদ্রা – রাশিয়ান রুবেল
- রাষ্ট্রপতি – ভ্লাদিমির পুতিন।
- প্রধানমন্ত্রী- মিখাইল মিশুস্তিন।
২৮. হোন্ডা মোটর কোম্পানির এর প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাহিরো হাচিগো পদত্যাগ করতে চলেছেন। তাঁর জায়গায় নতুন CEO হিসেবে কে আসতে চলেছেন ?
(A) কার্লোস ঘোসন
(B) তোশিহিরো মিবে
(C) হিরোটো সাইকাওয়া
(D) মৌনা সেপেহরি
২৯. ২০২১ সালের ১৯শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের কততম জন্মবার্ষিকী পালন করা হলো ?
(A) ৩৮৭ তম
(B) ৩৮৯ তম
(C) ৩৯১ তম
(D) ৩৯৩ তম
শিবাজী ভোঁসলে অথবা ছত্রপতি শিবাজী রাজে ভোঁসলে (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০)হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজি ১৬৩০ খ্রিষ্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে ও মাতা জীজাবাঈ।
[/spoiler]৩০. ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিন্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে ?
(A) বৃন্দাবন
(B) মথুরা
(C) হরিদ্বার
(D) উজ্জয়ন
এবারে দর্শনার্থীদের COVID-19 নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে ।
[/spoiler]৩১. সম্প্রতি ফেসবুক কোন দেশের সংবাদপত্রকে ফেসবুকে নিষিদ্ধ ঘোষণা করেছে ?
(A) জাপান
(B) অস্ট্রেলিয়া
(C) আমেরিকা
(D) কানাডা
ফেসবুক ব্যবহারকারীরা আর অস্ট্রেলিয়ার সংপাদপত্র ফেসবুকে পড়তে ও শেয়ার করতে পারবেন না ।
অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় একটি বিল উথ্থাপন করা হয়েছে যেটি পাস্ হয়ে গেলে সমস্ত টেক প্লাটফর্মকে অস্ট্রেলিয়ার সংবাদপত্র প্রকাশকদের অর্থ প্রদান করতে হবে তাদের কোনো খবর সেই প্লাটফর্মে প্রকাশ করার জন্য । এরই প্রতিবাদে ফেসবুক এই সিদ্ধান্ত নিয়েছে ।
অস্ট্রেলিয়া:
- রাজধানী – ক্যানবেরা।
- মুদ্রা – অস্ট্রেলিয়ান ডলার
- প্রধানমন্ত্রী – স্কট মরিসন।
- জাতীয় ক্রীড়া – অস্ট্রেলিয়ান ফুটবল।
৩২. ২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Most Versatile Actor’ সম্মানে কোন অভিনেতা সম্মানিত হয়েছে ?
(A) নীরজ পান্ডে
(B) করণ ট্যাকার
(C) মনোজ বাজপেয়ী
(D) কে কে মেনন
২০২১ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Most Versatile Actor’ সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা “কে কে মেনন” ।
কে কে মেনন (কৃষ্ণ কুমার মেনন, জন্ম ২ অক্টোবর ১৯৬৬) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা যিনি মূলত হিন্দি সিনেমা এবং গুজরাটি, তামিল, মারাঠি এবং তেলেগু সিনেমায় কাজ করেছেন ।
[/spoiler]৩৩. BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করলো কোন দেশ?
(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) ভারত
চীনে সম্প্রতি BBC World News চ্যানেলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । চীনের National Radio and Television Administration (NRTA) এর দাবি অনুযায়ী BBC World News চীনের ব্রডকাস্ট গাইডলাইন লঙ্ঘন করেছে ।
[/spoiler]৩৪. রাজ্যে অপুষ্টি দূর করতে সেই রাজ্যের ছাত্রীদের রোজ ২০০ মিলিলিটার দুধ বিনামূল্যে প্রদান করতে কোন রাজ্যসকার ‘Free Gift Milk to Girl Students’ স্কিম শুরু করলো ?
(A) উত্তরপ্রদেশ
(B) সিকিম
(C) বিহার
(D) মনিপুর
সিকিম
- রাজধানী- গ্যাংটক
- মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং
- রাজ্যপাল- গঙ্গা প্রসাদ
৩৫. সাপ সম্পর্কে রাজ্যবাসীর জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে “Snakepedia” মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ?
(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
কেরালা
- রাজধানী- তিরুবন্তপূরম
- মুখ্যমন্ত্রী- পিনারায়ী বিজয়ন
- রাজ্যপাল- আরিফ মহম্মদ খান
৩৬. .‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ২১শে ফেব্রুয়ারি
(B) ২২শে ফেব্রুয়ারি
(C) ২৩শে ফেব্রুয়ারি
(D) ২৪শে ফেব্রুয়ারি
২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল – Fostering multilingualism for inclusion in education and society.
[/spoiler]৩৭. স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে ফাঁসিতে মৃত্যুদন্ড পেতে চলেছে উত্তরপ্রদেশের মথুরার কোন মহিলা?
(A) আকিরা বেগম
(B) শবনম আলী
(C) জাহানারা খাতুন
(D) শবনম ফারিয়া
বাড়ির সাত সদস্যকে কুপিয়ে খুন করেন তিনি ।
[/spoiler]৩৮. ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেনিফার ব্র্যাডিকে পরাজিত করে নাওমি ওসাকা তাঁর কততম গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করলেন ?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ
৩৯. ‘Maverick Messiah’’ শীর্ষক গ্রন্থটির রচয়িতা কে?
(A) শশী থারুর
(B) রোহিংটন মিস্ত্রি
(C) রমেশ কান্দুলা
(D) বিক্রম চন্দ্র
‘Maverick Messiah’ হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত শ্রী এন টি রামা রাওয়ের রাজনৈতিক জীবনী। বইটির রচয়িতা প্রবীণ সাংবাদিক রমেশ কান্দুলা।
[/spoiler]আরো দেখে নাও
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
বিভিন্ন সূচকে ভারতের র্যাঙ্কিং – ২০২০ । Rank of India
To check our latest Posts - Click Here