Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18-19th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন এয়ারলাইন্স ৫০০টি এয়ারবাস প্লেন অর্ডার করে বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি সম্পন্ন করেছে?

(A) Akasa Air
(B) Indigo
(C) Spicejet
(D) Vistara

উত্তর
(B) Indigo
IndiGo-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল ভাটিয়া একটি ভারতীয় এয়ারলাইন দ্বারা সর্বকালের বৃহত্তম অর্ডার দিয়ে ইতিহাস তৈরি করেছেন — প্রায় $৫০ বিলিয়ন মূল্যের ৫০০টি Airbus A320 অর্ডার করেছেন।

২. গুগল ডুডল ১৮ই জুন ২০২৩ সালে কার ১১২তম জন্মদিন উদযাপন করলো ?

(A) কমলা সোহনি
(B) সুচেতা কৃপলানি
(C) রাজকুমারী অমৃত কৌর
(D) নিরজা ভানোট

উত্তর
(A) কমলা সোহনি

  • কমলা সোহনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি বৈজ্ঞানিক বিষয়ে PhD অর্জন করেছিলেন।
  • ১৯১১ সালের ১৮ই জুন ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি।

৩. নিচের কোন দল সিকিমে যুব জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে?

(A) হরিয়ানা
(B) মণিপুর
(C) চণ্ডীগড়
(D) সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড (SSCB)

উত্তর
(D) সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড (SSCB)
৯টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ সহ ১৩টি পদক নিয়ে এই চ্যাম্পিযনশিপ জিতে নিয়েছে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড (SSCB)

৪. নিচের কোন দেশে ভারতীয় সেনাবাহিনীর দল বহুজাতিক শান্তিরক্ষা যৌথ মহড়া Ex Khaan Quest 2023-এ অংশগ্রহণ করে?

(A) তুর্কমেনিস্তান
(B) মঙ্গোলিয়া
(C) কিরগিজস্তান
(D) কাজাখস্তান

উত্তর
(B) মঙ্গোলিয়া

  • ভারতীয় সেনা কন্টিনজেন্ট মঙ্গোলিয়ায় বহুজাতিক শান্তিরক্ষা যৌথ মহড়া এক্স খান কোয়েস্ট 2023-এ অংশগ্রহণ করছে ।
  • ২০টির বেশি দেশের সামরিক কন্টিনজেন্ট এবং পর্যবেক্ষকরা এই মহড়ায় অংশ নিচ্ছেন।
  • মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ এই মহড়ার উদ্বোধন করেন।
  • গাড়ওয়াল রাইফেলসের একটি দল ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে।

৫. সম্প্রতি কোন টলিউড কোরিওগ্রাফার প্রয়াত হয়েছেন ?

(A) প্রভু দেব
(B) সরোজ খান
(C) রাকেশ মাস্টার
(D) উপরের কেউই না

উত্তর
(C) রাকেশ মাস্টার

  • প্রখ্যাত টলিউড কোরিওগ্রাফার এস রামা রাও, যিনি রাকেশ মাস্টার নামে পরিচিত ছিলেন , সম্প্রতি প্রয়াত হয়েছে।
  • তিনি “ডিস্কো ড্যান্সার” সহ হিন্দি ছবিতে বেশ কয়েকটি হিট গানেরও কোরিওগ্রাফ করেছেন।

৬. ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে কে নুযুক্ত হলেন ?

(A) মহেন্দ্র কুমার
(B) সঞ্জয় কুমার
(C) কমল কিশোর চাটিওয়াল
(D) টি কে বিশ্বনাথন

উত্তর
(C) কমল কিশোর চাটিওয়াল

  • কমল কিশোর চাটিওয়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন।
  • সঞ্জয় কুমার IGL-এর পূর্ববর্তী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং GAIL (ইন্ডিয়া) লিমিটেডের পরিচালক (বিপণন) এর ভূমিকা গ্রহণ করেছেন।

৭. ২০২৩ সালে বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day ) -এর থিম কি ছিল ?

(A) World is Family
(B) Hope Away from Home
(C) With Refugees
(D) Together We Welcome

উত্তর
(B) Hope Away from Home

  • বিশ্ব শরণার্থী দিবস হল একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর ২০শে জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত হয়।
  • শরণার্থীদের অবস্থা সম্পর্কিত ১৯৫১ কনভেনশনের ৫০ তম বার্ষিকীর স্বীকৃতি হিসাবে ২০শে জুন ২০০১ এ দিবসটি প্রথম পালন করা হয়।

৮. নিচের কোন রাজ্য ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম MotoGP ইভেন্টের আয়োজন করতে চলেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) অন্ধ্র প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর
(D) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশ ২২ এবং ২৩শে সেপ্টেম্বর গ্রেটার নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে দেশের প্রথম MotoGP রেসিং ইভেন্টের আয়োজন করতে চলেছে৷

৯. নিচের কোন ব্যক্তি ভুবনেশ্বরে আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপে নতুন এশীয় শট পুট রেকর্ড গড়েছেন?

(A) তাজিন্দরপাল সিং তোর
(B) বিকাশ গৌড়া
(C) বাহাদুর সিং সাগু
(D) জ্যোতি ইয়ারাজি

উত্তর
(A) তাজিন্দরপাল সিং তোর

  • ভারতের শীর্ষ শট পুটার, তাজিন্দরপাল সিং তোর ভুবনেশ্বরে আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপে একটি নতুন এশীয় শট পুট রেকর্ড গড়েছেন।
  • ২৮ বছর বয়সী অ্যাথলিট, পাঞ্জাবের প্রতিনিধিত্ব করে, ২১.৭৭ মিটার বিশাল থ্রো দিয়ে তার নিজের পূর্ববর্তী এশিয়ান রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

১০. নিচের কোন ব্যক্তি মধ্যপ্রদেশের জবলপুরে ২০২৩ সালের আন্তর্জাতিক যোগ দিবসে প্রধান অতিথি হতে চলেছেন ?

(A) জগদীপ ধনখার
(B) নরেন্দ্র মোদি
(C) দ্রৌপদী মুর্মু
(D) অমিত শাহ

উত্তর
(A) জগদীপ ধনখার

  • ভারতের উপ-রাষ্ট্রপতি, শ্রী জগদীপ ধনখর ২১শে জুন ২০২৩ -এ জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস (IDY 2023) উদযাপনে প্রধান অতিথি হবেন।
  • IDY 2023-এর মোটো হল “Yoga for ‘Vasudhaiva Kutumbakam’”.

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button