NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী তালিকা – PDF – গোয়েন্দা সংস্থা

List of Intelligence Agencies of Different Countries in Bengali

5/5 - (1 vote)

বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী তালিকা / বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তালিকা (List of Intelligence Agencies of Different Countries in Bengali ) নিয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো একটি গোয়েন্দা সংস্থার নাম দিয়ে জানতে চাওয়া হয় সেটি কোন দেশের গোয়েন্দা সংস্থা। নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই ধরণের প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব।

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম – 

Table of Contents

ভারতের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)
  • ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি (DIA)
  • সেন্ট্রাল ব্যুরাে অব্‌ ইনভেস্টিগেশন (CBI)
  • ইনটেলিজেন্স ব্যুরাে (IB)
ভারতের গোয়েন্দা সংস্থা গুলির নাম
ভারতের গোয়েন্দা সংস্থা গুলির নাম

পাকিস্তানের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি(FIA)
  • ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (ISI)
  • মিলিটারি ইনটেলিজেন্স (MI)
  • ইনটেলিজেন্স ব্যুরাে (IB)

বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স(NSI)
  • ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)

ব্রিটেনের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • জয়েন্ট ইনটেলিজেন্স অর্গানাইজেশন (JIO)
  • ডিফেন্স
  • ইনটেলিজেন্স (DI)
  • সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস (SIS)
  • সিকিউরিটি সার্ভিস/MI5
  • ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA)

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (CIA)
  • ফেডারেল ব্যুরাে অব ইনভেস্টিগেশন (FBI)
  • ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA)
  • ব্যুরাে অব ইনটেলিজেন্স অ্যান্ড রিসার্চ (INR)
  • ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)

রাশিয়ার গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB )
  • ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (SVR )
  • মেন্ ইন্টেলিজেন্স ডিরেক্টরেট (GRU )
  • ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (FSO )

চীনের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (MSS )
  • পিপলস লিবারেশন আর্মি স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স (তৃতীয় দপ্তর )

দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • স্টেট সিকিউরিটি এজেন্সি
  • সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স ইনটেলিজেন্স ডিভিসন
  • ক্রাইম ইনটেলিজেন্স ডিভিসন (সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস)

অস্টেলিয়ার গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (ASIO)
  • অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (ASIS)
  • ডিফেন্স ইনটেলিজেন্স অর্গানাইজেশন (DIO)
  • অফিস অব ন্যাশনাল অ্যাসেসমেন্ট (ONA)

ইরাকের  গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • জেনারেল সিকিউরিটি ডিরেকটোরেট (GSD)
  • ইরাকি ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (INIS)

ইজিপ্টের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • জেনারেল ইন্টেলিজেন্স ডিরেকটোরেট (গিহাজ আল-মুখাবারাত আল-আম্মাহ)
  • অফিস অব মিলিটারি ইনটেলিজেন্স অ্যান্ড রিকনিসস্ (ইদারাত আল-মুখাবারাত আল-হরব্যা ওয়া আল-ইসতিতলা )

সৌদি আরবের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • আল মুখাবারাট আল আম্মাহ (জেনারেল ইনটেলিজেন্স প্রেসিডেন্সি)

ইজরায়েলের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • মােসাদ (ফরেন ইনটেলিজেন্স অ্যান্ড স্পেশ্যাল অপারেশনস)
  • সিনবেট (ইনটারনাল সিকিউরিটি সার্ভিস)
  • আমান (মিলিটারি ইনটেলিজেন্স)
  • লাহাভ 433 (পুলিশ ইনটেলিজেন্স)

ইরানের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি (MOIS)
  • ওগহ্যাব 2 (নিউক্লিয়ার সিকিউরিটি)
  • সাভাক 

জাপানের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • ক্যাবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিস (Naicho) / নাইচো 
  • ক্যাবিনেট স্যাটেলাইট ইনটেলিজেন্স সেন্টার (CSICE)
  • ডিফেন্স ইনটেলিজেন্স ডিভিসন (DID)

ফ্রান্সের গোয়েন্দা বাহিনীগুলির নাম

  • জেনারেল ডিরেক্টরেট ফর ইন্টারনাল সিকিউরিটি (DGSI )
  • ডিরেক্টরেট-জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি (DGSE )
  • ডিরেক্টরেট অব প্রটেকশন এন্ড ডিফেন্স সিকিউরিটি (DPSD )

১. মোসাদ কোন দেশের গোয়েন্দা বিভাগের নাম ?

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইজরায়েলের প্রধানমন্ত্রীই হন মোসাদের প্রধান।

২. সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থা ?

সাভাক হলো ইরানের গুপ্ত পুলিশ। ইরানের মোহাম্মদ রেজা শাহ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের সহায়তায় এই সংগঠন গঠন করেছিলেন।

৩. আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা ?

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা আমান।

৪. নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা ?

নাইচো জাপানের গোয়েন্দা সংস্থা ।

৫. ব্ল্যাক ওয়াটার কোন দেশের গোয়েন্দা সংস্থা ?

ব্ল্যাক ওয়াটার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

আরও দেখে নাও :

বিভিন্ন দেশের জাতির জনক / প্রতিষ্ঠাতা – Father of the Nation – PDF
বিভিন্ন দেশের জাতীয় খেলা – National Sport of Different Countries
বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎসব তালিকা – PDF
বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF
বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম – PDF

PDF Download Link provided below.

Download Section

File Name : বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী তালিকা – PDF – গোয়েন্দা সংস্থা – বাংলা কুইজ
File Size: 2.8 MB
No of Pages: 04
Format: PDF

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker