NotesGeneral Knowledge Notes in Bengali
কোন বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে – Number of Strings in Different Musical Instruments
Number of Strings in Different Musical Instruments
কোন বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে
কোন বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে ( Number of Strings in Different Musical Instruments ) তার একটি তালিকা নিচে দেওয়া রইলো। কোন বাদ্যযন্ত্রের কয়টি তার সেটির ধারণা আজকের এই পোস্টে তোমরা পেয়ে যাবে।
বিভিন্ন বাদ্যযন্ত্রে তারের সংখ্যা
নং | বাদ্যযন্ত্র | তারের সংখ্যা |
---|---|---|
১ | একতারা | ১টি |
২ | দোতারা | ২-৫টি |
৩ | সেতার | ৩টি |
৪ | তানপুরা | ৪টি |
৫ | বীণা | ৪টি |
৬ | সারেঙ্গি | ৪টি |
৭ | এসরাজ | ৪টি |
৮ | বেহালা | ৪টি |
৯ | ব্যাঞ্জো | ৪টি |
১০ | ম্যান্ডলিন | ৪-৫ জোড়া |
১১ | সরোদ | ৬টি |
১২ | অ্যাকুস্টিক গিটার | ৬টি |
১৩ | সন্তুর | ১০০টি |
১৪ | আধুনিক সন্তুর | ৭২-১০০টির বেশি |
আরও দেখে নাও :
ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
To check our latest Posts - Click Here