General Knowledge Notes in BengaliNotes

100+ ভারতীয় সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোত্তর – PDF

Question Answers on Indian Classical Dances and Songs

4.9/5 - (25 votes)

ভারতীয় সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোত্তর

দেওয়া রইলো ভারতীয় সংগীত ও নৃত্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

আরো দেখে নাও :

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | PDF

কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তালিকা –  PDF

১. ড. সােনাল মান সিং কোন ক্ষেত্রে বিশ্ববিখ্যাত?
ওড়িশি নাচে।

২. ‘ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীতও সংস্কৃতি বিকাশ সমিতি’র (SPICMACY) প্রতিষ্ঠাতা কে?
ড. কিরণ শেঠ।

৩. কোন মার্গ সঙ্গীত শিল্পীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের নাম ‘বৈঠকি রবি’?
ওস্তাদ রশিদ খান।

৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা রবি ঠাকুরের গানের নাম বদলে কে প্রথম ‘রবীন্দ্রসঙ্গীত’ শব্দবন্ধ চালু করেন?
পঙ্কজকুমার মল্লিক (আকাশবাণী কলকাতায় রবীন্দ্রসঙ্গীত শেখানাের আসরে)।

৫. উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কী?
পাখােয়াজ।

৬. শ্রীলঙ্কার আনন্দ সমরকুনের লেখা ও রবীন্দ্রনাথ ঠাকুরের সুরের ‘শ্রীলঙ্কা মাতা’ কবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসাবে অনুমােদিত হয়?
১৯৫৩ সালে।

৭. কোন দেশের জাতীয় সঙ্গীতের কিছু শব্দ সরকার বদলানােয় লেখক ক্ষোভে ও দুঃখে আত্মহত্যা করেন?
শ্রীলঙ্কার (আনন্দ সমরকুন)।

৮. কাজী নজরুল ইসলাম কোন বিখ্যাত উপন্যাসভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গােরা।

৯. পরম্পরা গত ‘ভরতনাট্যম’ নাচের সপ্তম প্রজন্মের সেরা নৃত্যশিল্পী কে ছিলেন?
বালাসরস্বতী।

১০. ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরায়’ কোন কোন সঙ্গীত ও নৃত্য শিল্পী ছিলেন?
জুবেদা, বিথাল, এলিজার, পৃথ্বীরাজ কাপুর ও জিল্লু।

১১. কেরলের পরম্পরাগত সর্বাপেক্ষা জনপ্রিয় নৃত্যনাট্যের নাম কী ?
কথাকলি।

১২. কথাকলি নৃত্যনাট্যকে কে প্রথম আধুনিকীকরণ করে প্রাতিষ্ঠানিক রূপ দেন?
পাট্টিক্কামতােড়ি রাভুন্নি মেনন

১৩. শাস্ত্রীয় ও লােকসঙ্গীত, নাচ ও অভিনয়কে মিশিয়ে তামিল সাহিত্যে যে নতুন লিখন শৈলী তৈরি হয়েছিল তার নাম কী ?
কুরাভঞ্জী

১৪. সঙ্গীত শিল্পী হরিহরণের পিতামাতার  নাম কী ?
বিখ্যাত কর্ণাটকী সঙ্গীত শিল্পী এইচ. এ.এস. মানি (বাবা) ও আলামেলু মানি (মা)

১৫. বসন্তলক্ষ্মী কোন ক্ষেত্রের নাচের জন্য বিখ্যাত?
-ভরতনাট্যম

১৬. গীটার ও সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে কে ‘মােহন বীণা’ তৈরি করেছেন ?
‘পদ্মশ্রী’ ও ‘গ্রামি পুরস্কার পাওয়া পন্ডিত বিশ্বমােহন ভাট

১৭. ‘সঙ্গীত রত্নাকর’ বইটির রচয়িতা কে ?
শাগদেব

১৮. কবি গানের ক’টি পর্যায় ও কী কী?
ঊনবিংশ শতাব্দীতে বাংলার শহরাঞ্চলে কবি গানের ৪টি পর্যায় ছিল। যেমন—গুরুদেবের গীত, খীসংবাদ, বিরহ ও খেউড়।

১৯. কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনক কে ?
পুরন্দর দাস।

২০. ‘সিন্থেসাইজার’ বাদ্যযন্ত্র কে আবিষ্কার করেন?
রবার্ট মুগ

২১. তানসেনের প্রকৃত নাম কী?
রামতনু পাণ্ডে

২২. নােরা জোন্স ২০০২ সালে কোন গানের অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পান?
Come Away With Me.

২৩. সন্তুর বাজানাের জন্য বিখ্যাত কিছু শিল্পীর নাম লেখো ।
(১) শিবকুমার শর্মা, (২) ভজন সােপােরি, (৩) তরুণ ভট্টাচার্য।

২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান তিনটি গীতিনাট্যের নাম কী ?
বাল্মিকী প্রতিভা (১৮৮১), কালমৃগয়া। (১৮৮২) ও মায়ার খেলা (১৮৮৯)।

২৫. অতুল প্রসাদের প্রিয় রাগ কোনটি ?
ভৈরবী

২৬. নবদ্বীপ ব্রজবাসী সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?
কীর্তন গানে।

২৭. কেশবচন্দ্র মিত্র কোন বাদ্যযন্ত্র বাজানােয় বিখ্যাত ছিলেন ?
পাখােয়াজ।

২৮. কোন নাট্য সাহিত্যিক ইউরােপীয় সঙ্গীতবিদ্যা শিখে ভারতীয় সঙ্গীতে তার সংমিশ্রণ ঘটান?
দ্বিজেন্দ্রলাল রায়।

২৯. কোন বৈশিষ্ট্যের জন্য রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদের গান অভিন্ন বলে মনে হয় ?
ভাব ও সুরের অভূতপূর্ব সংমিশ্রনের জন্য।

৩০. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কিছু শিল্পীর নাম লেখ।
(১) সুলতান খান, (২) সাবরি খান, (৩) রামনারায়ণ।

৩১. লুডহিক ভান বেটোফেনের জীবনীগ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
রম্যা রলার লেখা “Beethoven : les grandes époques créatrices”

৩২. টুসু গান কোন অঞ্চলের গান?
রাঢ় অঞ্চলের লৌকিক শস্যোৎসব (সাধারণত বাংলা-বিহার সীমান্তে এই গান বেশি শােনা যায়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালভূম, সিংভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলায় পৌষ নবান্ন উৎসবকে লক্ষ্য করে টুসুদেবীর পূজা ও টুসুগান হয়ে থাকে)।

৩৩. আহির ভৈরো (ঊষাকালের) রাগের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের কোনটির মিল আছে ?
অবাদ (Aubade)

৩৪. ‘ক্যারােল’ কী?
সমবেত খ্রিষ্ট্রিয় ধর্মীয় কণ্ঠসঙ্গীতি।

৩৫. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
১) ভেল্লার জি, রামভদ্রন, (২) উমামালপুরম কে, শিবরমণ।

৩৬. সানাই বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
(১) ওস্তাদ বিসমিল্লা খান, (২) বাগেশ্বরী গামার।

৩৭. কায়েদ-এ-আজম মহম্মদ আলি জিন্নাহ’র প্রিয় ছিল পল রােবসনের কোন গান?
The End.

৩৮. ভারতে কে প্রথম ‘জাজ মিউজিক ’আনেন?
কেন ম্যাক (১৯২০ সালে)।

৩৯. ভারতীয় সঙ্গীত শিল্পী মিকি কোরিয়া কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন?
স্যাক্সোফোন।

৪০. গােয়া রাজ্যে কী কী লােকনৃত্য আছে?
ঢালো, ফুগড়ি, মান্ডাে ও কোরির্ডিনহাে।

৪১. জন লেনন সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত?
বীটল গায়ক।

৪২. সঙ্গীতে পুলিৎজার পুরস্কার কবে শুরু হয়?
১৯৪৩ সালে।

৪৩. বালমুরলি কৃষণ কোন ক্ষেত্রে বিখ্যাত?
কর্ণাটকি ঘরাণার কণ্ঠসঙ্গীত শিল্পী।

৪৪. ‘সরস্বতী কল্যাণ’ রাগ কার সৃষ্ট?
আমজাদ আলি খান

৪৫. পদ্মা তলােয়ারকর কোন ঘরানার কণ্ঠসঙ্গীত শিল্পী ?
জয়পুর ঘরানার

৪৬. গুজরাটে নবরাত্রি উৎসবে কোন নাচ হয়?
গর্বা

৪৭. ‘ফাগ নাচ’ কোন রাজ্যের লােকনৃত্য ?
হরিয়ানা।

৪৮. গম্ভীরা গান গাওয়া হয় কোন দেবতার নামে?
শিব।

৪৯. ‘ঝুমুর’ গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয় ?
পুরুলিয়া জেলায়।

৫০. ‘রণসিংহ’, ‘কার্না’, ‘তুরি’ ও ‘কিন্ডারি’বাদ্য যন্ত্র কোন রাজ্যের লােকনৃত্যের সঙ্গে ব্যবহৃত হয়?
হিমাচল প্রদেশ।

৫১. বায়ালাটা কোন রাজ্যের লােকনাট্য?
কর্ণাটক।

৫২. বাঁশের নৃত্য আদিকাল থেকে আছে কোন রাজ্যে?
মিজোরাম।

৫৩. ‘ভাঙরা’ ছাড়া পাঞ্জাবের আর কী কী লােকনৃত্য আছে?
গিদ্দা, ঝুমার, লুদ্দি, জুল্লি, ডাকারা, ধামাল, সাম্মি, জাগাে ও কিকলি।

৫৪. কোন রাজ্যের গুম্ফাতে লামাদের মুখােশ নৃত্য আজও বিখ্যাত?
সিকিম।

৫৫. কোন রাজ্যের মন্দিরে ভরতনাট্টম নাচের উদ্ভব ?
তামিলনাড়ু।

৫৬. ‘বিজু’নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য?
ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের।

৫৭. ‘ঘােরিয়া’ নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য ?
দাদরা ও নগর হাভেলির ‘ডুব’ উপজাতিদের।

৫৮. ওয়াঞো উপজাতিদের ওয়াঞো ওরিয়া নৃত্যোৎসব হয় কোন রাজ্যে ?
অরুণাচল প্রদেশে।

৫৯. ‘কীর্তন’ কোন রাজ্যের নিজস্ব সম্পদ?
পশ্চিমবঙ্গ (ও বাংলাদেশের)।

৬০. অতুলপ্রসাদ সেন কোন ক্ষেত্রে বিখ্যাত?
সঙ্গীত ও কবিতা।

৬১. উস্তাদ রশিদ খান কোন ঘরানার মার্গ সঙ্গীত গায়ক?
রামপুর ঘরানা।

৬২. ভক্তিগীতির গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায় কী নামে সেকালে পরিচিত ছিলেন?
দাদাজি।

৬৩. সারা ভারতের জনপ্রিয় ব্যান্ড গায়ক-গায়িকাদের নিয়ে ভারতের কোথায় সুবিখ্যাত ‘রক উৎসব’ হয়?
ব্যাঙ্গালােরে।

৬৪. প্রথম অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রভিনেতা?
এপ্রিল জ্যানিংস (১৯২৮ সালে)।

৬৫. ‘ঢপ’ কোন শ্রেণির সঙ্গীত?
কবিগান।

৬৬. ‘শিবাঞ্জলী’ রাগটি কার সৃষ্টি?
সরােদ শিল্পী আমজাদ আলি খান।

৬৭. ‘হরি দিন তাে গেল সন্ধ্যা হল’ গানটি কার নামে প্রচলিত?
কাঙাল ফকিরচাঁদ

৬৮. ‘পাঁচালী’ গানের সূচনা পশ্চিমবঙ্গে কবে হয়?
পঞ্চদশ শতাব্দীতে

৬৯. বাংলায় শেষ শক্তিশালী ‘পাঁচালী’ কবিগান রচয়িতা কে ছিলেন?
দাশরথি রায়।

৭০. ব্রজেন্দ্রকুমার দে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
যাত্রার পালাকার।

৭১. কোন সুরকাব যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়ােগ করেন?
ভূতনাথ দাস।

৭২. কোলকাতার বিখ্যাত যাত্রাদল নট্ট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
বৈকুণ্ঠনাথ নট্ট (১৯১৪ সালে)।

৭৩. ‘হুলাবিলা’ গানের অ্যালবামটি কোন বাংলা ব্যান্ডের ?
চন্দ্রবিন্দু।

৭৪. পরীক্ষিৎবালা ও সনজিৎ মন্ডল কোন ধরনের গানে জনপ্রিয়?
লােকগীতি।

৭৫. মলয়ালামভাষী কোন দুই সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত?
মনােজ মুরলী নায়ার ও মণীষা মুরলী নায়ার।

৭৬. কবিয়াল গানে জনপ্রিয় কারা ছিলেন?
ভােলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গী, ভবানী বেনে, রাসু, নিতাই বৈরাগী, রাম বসু, হরণ ঠাকুর, নৃসিংহ।

৭৭. পটের গায়করা হিন্দু দেব-দেবীদের নিয়ে গান গাইলেও তারা সাধারণত কোন ধর্মীয় সম্প্রদায়ের?
মুসলিম।

৭৮. টুসু গান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শােনা যায়?
পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান ও বীরভূমে

৭৯. অরুণাচল প্রদেশের আদিবাসীদের কী কী লােকনৃত্য আছে?
রােঞ্জি, আজি লামু, হীরী খানীঙ্গ, চালাে, সিংহ ও ময়ূর নাচ, পােনাঙ্গ, পােপির, পাসি কোঙ্কি ও রেখম পড়া।

৮০. বিহু ছাড়া অসমের আর কী কী লােকনৃত্য আছে ?
সাত্রিয়া, ওজাপালি, ঘােষা, ধেমালি ও বাগারুম্বা

৮১. রাজেন্দ্র গঙ্গানি ও ফতে সিং গঙ্গানি সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত?
পাখােয়াজ বাজানােয়

৮২. কিষাণ মহারাজ কোন ঘরাণার তবলা বাদক ছিলেন?
তিহাই ঘরাণা

৮৩. মার্গ সঙ্গীতে বেনারস ঘরাণার প্রতিষ্ঠাতা ছিলেন কে ?
পন্ডিত রাম শাহী

৮৪. ঊষা গাঙ্গুলী কোন ক্ষেত্রে বিখ্যাত?
হিন্দি নাটক, অভিনয় ও নির্দেশনায়।

৮৫. রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার কোন নৃত্যের কোরিওগ্রাফি তার লেখা নৃত্যনাট্যে আনেন ?
কান্ড্যন নৃত্য ও মুখােশ নৃত্য

৮৬. ‘নাগাস্বরম’ কী?
দক্ষিণ ভারতের যন্ত্র সঙ্গীত

৮৭. সারেঙ্গীতে কটি পিতলের তার থাকে?
১১টি।

৮৮. তানপুরাতে কতগুলি তার থাকে?
৪টি।

৮৯. হামোনিয়ামে গান গাওয়ার আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির বই বাংলায় কে প্রথম লেখেন?
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

৯০. হিন্দি টপ্পা গানের মূল তাল ও ভাব অক্ষুন্ন রেখে কে প্রথম বাংলা টপ্পা গান লেখেন?
রবীন্দ্রনাথ ঠাকুর।

৯১. আব্বাসউদ্দীন আহমেদ কোন ক্ষেত্রে বিখ্যাত?
বাংলার পল্লী সঙ্গীতে।

৯২. ঝুমুর মূলত কোন অঞ্চলের গান?
বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, সিংভূম

৯৩. ভাটিয়ালী গান কবে কোথায় প্রথম প্রচলিত হয়?
পঞ্চদশ শতাব্দীতে বাংলা, মিথিলা ও আসামে।

৯৪. ‘সােদ’ বাদ্যযন্ত্রে ক’টি তার থাকে?
প্রধান তার ৮টি, ২টি চিকারি ও তরবের ৯-১৫টি

৯৫. গীটার বাজানাের বিখ্যাত শিল্পী কে কে?
বরুণ পাল, সুনীল গাঙ্গালী ও বিশ্বমােহন ভাট।

৯৬. সন্তুর বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
শিবকুমার শর্মা, ভজন সােপােরি ও তরুণ ভট্টাচার্য

৯৭. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৪ সালে কলম্বাে ও জাফনার কোন নৃত্যনাট্যে অভিনয় করেন ?
শাপমােচন।

৯৮. সুরাবাহার বাদ্যযন্ত্র বাজানােয় বিখ্যাত শিল্পী কে?
অন্নপূর্ণা দেবী (আলাউদ্দীন খানের মেয়ে ও রবিশঙ্করের প্রথম স্ত্রী)

৯৯. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কে কে?
সুলতান খান, সাবরি খান ও রামনারায়ণ

১০০. চন্দ্ৰসারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন?
ওস্তাদ আলাউদ্দীন খা।

১০১. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
ভেল্লোর জি. রামভদ্রন ও উমায়ালপুরম কে. শিবরমণ

১০২.‘লুট’ কী?
পাশ্চাত্য সঙ্গীতে ম্যান্ডােলিনের মতাে এক প্রকার জন্তুর তন্তু দিয়ে গঠিত বাদ্যযন্ত্র।

১০৩. সানাই বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
ওস্তাদ বিসমিল্লা খান ও বাগেশ্বরী গামার।

১০৪. ‘জাইলোফোন’ কী?
কাঠের তৈরী একধরণের বাদ্যযন্ত্র

১০৫. বাঁশী বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘােষ ও টি.আর.মহালিঙ্গম

১০৬. সাক্সোফোন’ কী ?
আদলফে সাক্সের সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশী।

১০৭.পাখােয়াজ বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে?
গােপালদাস পানসে ও ছত্রপতি সিং।

১০৮. ভারতে ‘সেতার’ কে প্রবর্তন করেন?
আমীর খসরু।

১০৯. কেনি জি কোন সঙ্গীত যন্ত্র বাজানাের জন্য বিশ্বখ্যাত?
স্যাক্সোফোন।

Download Section 

File Name : ভারতীয় সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোত্তর
File Size : 273 KB
No. of Pages : 06
Download : Click Here 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker