Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF – নদী পরিকল্পনা

List of Important River Projects in India PDF

ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ PDF

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ ( List of Important River Projects in India ) এর তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা। এই টপিকটি থেকে থেকে মাঝে মধ্যেই কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। অনেক ক্ষেত্রে কোনো নদীপ্রকল্পের নাম দিয়ে জানতে চাও হয় সেই প্রকল্পের অবস্থান বা কোন নদীর ওপরে প্রকল্পটি অবস্থিত। আমরা তাই ভারতের নদীপ্রকল্পগুলি নিয়ে একটি তালিকা দেওয়ার চেষ্টা করলাম। সাথে দেওয়া রইলো এই নোটটির PDF ফাইল। PDF ডাউনলোড লিংক নোটটির নিচের দিকে পেয়ে যাবে। ( Bharoter Nodiprokolpo , Bharoter Nodi Porikolpona ) । ভারতের বহুমুখী নদীপরিকল্পনা তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা সমূহের তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা সমূহের তালিকা নিচে দেওয়া রইলো। কোন নদীপ্রকল্প কোন নদীর ওপরে অবস্থিত তার তালিকা ।

দেখে নাও : ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India

ক্রমঃপ্রকল্পের নামঅবস্থানযে নদীর ওপরে
কংসাবতী প্রকল্পপশ্চিমবঙ্গকংসাবতী
শিবসমুদ্রম প্রকল্পকর্ণাটককাবেরী
কুণ্ডা প্রকল্পতামিলনাড়ুকুন্ডা
নাগার্জুনসাগর প্রকল্পঅন্ধ্রপ্রদেশকৃষ্ণা
কৃষ্ণা প্রকল্পকর্ণাটককৃষ্ণা
কোয়না প্রকল্পমহারাষ্ট্রকোয়না
নাগপুর পাওয়ার প্রজেক্টমহারাষ্ট্রকোরাদি
কোশী প্রকল্পবিহার, নেপালকোশী
লেট ব্যাঙ্ক ঘর্ঘরাউত্তরপ্রদেশগঙ্গা
১০মধ্যগঙ্গা ক্যানালউত্তরপ্রদেশগঙ্গা
১১গণ্ডক প্রকল্পবিহার, উত্তরপ্রদেশগণ্ডক
১২গিরনা প্রকল্পমহারাষ্ট্রগিরনা
১৩পুচাম্পদ প্রকল্পঅন্ধ্রপ্রদেশগোদাবরী
১৪জয়াকাদি প্রকল্পমহারাষ্ট্রগোদাবরী
১৫ঘাটপ্রভা প্রকল্পকর্ণাটকঘাটপ্রভা
১৬হিডকল প্রকল্পকর্ণাটকঘাটপ্রভা
১৭চম্বল প্রকল্পরাজস্থান, মধ্যপ্রদেশচম্বল
১৮রাণাপ্রতাপ সাগর প্রকল্পরাজস্থানচম্বল
১৯গঙ্গাসাগর প্রকল্পমধ্যপ্রদেশচম্বল
২০জওহর সাগর প্রকল্পরাজস্থানচম্বল
২১দলহস্তী প্রকল্পজন্মু ও কাশ্মীরচেনাব
২২সালাল প্রকল্পজম্মু ও কাশ্মীরচেনাব
২৩তুলবুল প্রকল্পজম্মু ও কাশ্মীরচেনাব
২৪উরি পাওয়ার প্রকল্পজম্মু ও কাশ্মীরঝিলাম
২৫তাওয়া প্রকল্পমধ্যপ্রদেশতাওয়া
২৬কাঁকড়াপাড়া প্রকল্পগুজরাটতাপ্তি
২৭উকাই প্রকল্পগুজরাটতাপ্তি
২৮তুঙ্গভদ্রা প্রকল্পঅন্ধ্রপ্রদেশ, কর্ণাটকতুঙ্গভদ্রা
২৯দামোদর ঘাঁটি প্রকল্পঝাড়খন্ড, পশ্চিমবঙ্গদামোদর
৩০দুর্গা ব্যারেজ প্রকল্পপশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডদামোদর
৩১পাঞ্চেত প্রকল্পঝাড়খন্ড, পশ্চিমবঙ্গদামোদর
৩২নর্মদা সাগর প্রকল্পমধ্যপ্রদেশ, গুজরাটনর্মদা
৩৩সর্দার সরোবর প্রকল্পমধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থাননর্মদা
৩৪ভীমা প্রকল্পমহারাষ্ট্রপাওয়ানা
৩৫পানাম প্রকল্পগুজরাটপানাম
৩৬পূর্ণ প্রকল্পমহারাষ্ট্রপূর্ণ
৩৭উচ্চ পেনগঙ্গা প্রকল্পমহারাষ্ট্রপেনগঙ্গা
৩৮ইদ্দুকী প্রকল্পকেরালাপেরিয়ার
৩৯তিলাইয়া প্রকল্পঝাড়খন্ডবরাকর
৪০বার্গি প্রকল্পমধ্যপ্রদেশবার্গি
৪১মান্ডি প্রকল্পহিমাচলপ্রদেশবিয়াস
৪২পং প্রকল্পপাঞ্জাববিয়াস
৪৩বিয়াস প্রকল্পরাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশবিয়াস
৪৪মাতাতিল্লা প্রকল্পউত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশবেতোয়া
৪৫ভদ্রা প্রকল্পকর্ণাটকভদ্রা
৪৬তেহরি ড্যাম প্রকল্পউত্তরাখন্ডভাগীরথী
৪৭ময়ূরাক্ষী প্রকল্পপশ্চিমবঙ্গময়ূরাক্ষী
৪৮হীরাকুঁদ প্রকল্পওড়িশামহানদী
৪৯মহানদী বদ্বীপ প্রকল্পওড়িশামহানদী
৫০মালপ্রভা প্রকল্পকর্ণাটকমালপ্রভা
৫১মুচকুন্ড প্রকল্পওড়িশা, অন্ধ্রপ্রদেশমুচকুন্দ
৫২রণজিৎ সাগর প্রকল্পপাঞ্জাবরবি
৫৩রামগঙ্গা প্রকল্পউত্তরপ্রদেশরামগঙ্গা
৫৪রিহান্দ প্রকল্পউত্তরপ্রদেশরিহান্দ
৫৫ভাকরা নাঙ্গাল প্রকল্পপাঞ্জাব, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানশতদ্রু
৫৬নাথাপা ঝাকরি প্রকল্পহিমাচলপ্রদেশশতদ্রু
৫৭ইন্দিরা গান্ধী ক্যানালরাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাশতদ্রু
৫৮কোল ড্যাম প্রকল্পহিমাচলপ্রদেশশতদ্রু
৫৯সরহিন্দ প্রকল্পহরিয়ানাশতদ্রু
৬০রাজস্থান ক্যানাল প্রকল্পপাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানশতদ্রু, বিয়াস, রবি
৬১বানসাগর প্রকল্পবিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশশোন
৬২সরস্বতী প্রকল্পকর্ণাটকসরস্বতী
৬৩সারদা প্রকল্পউত্তরপ্রদেশসারদা, গোমতী
৬৪মিনিমাতো বঙ্গ হাসদেও প্রকল্পমধ্যপ্রদেশহাসদেও বঙ্গ
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ

আরও দেখে নাও :

ভারতের বিভিন্ন নদীপরিকল্পনা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি?
ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।

নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ।

তেহরি বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?
ভাগীরথী , উত্তরাখন্ড।

স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি ?
দামোদর ভ্যালি কর্পোরেশন।

উকাই বাঁধটি কোন নদীর ওপরে রয়েছে ?
তাপ্তি।

দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয় ?
মার্কিন যুক্তরাষ্টের টেনেসি ভ্যালি প্রজেক্ট।


এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।

Download Section 

  • File Name : ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF – বাংলা কুইজ
  • File Size : 1949 KB
  • No. of Pages : 05
  • Format : PDF

Covered Topics : বিভিন্ন নদী পরিকল্পনার নাম, ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা, বহুমুখী নদী পরিকল্পনা, বিভিন্ন নদী পরিকল্পনা, Different River Plants in India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button