আইসিসি একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
List of ICC Men's ODI World Cup Winners (1975-2019)
একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো আইসিসি একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা। ১৯৭৫ সালে প্রথম বার পুরুষদের আইসিসি একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ চালু হয়। প্রথমবার অনুষ্ঠিত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ক্লাইভ লয়েড এর ওয়েস্ট ইন্ডিজ। ৪ বছর অন্তর আয়োজিত হওয়া এই বিশ্বকাপ এখনো পর্যন্ত মোট ১২ বার অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া দল সর্বাধিক ৪ বার এই আইসিসি আয়োজিত একদিবসীয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা দেওয়া রইলো ।
দেখে নাও একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা:
সাল | বিজয়ী দল | বিজয়ী দলের অধিনায়ক | রানার্স আপ দল |
---|---|---|---|
১৯৭৫ | ওয়েস্ট ইন্ডিজ | ক্লাইভ লয়েড | অস্ট্রেলিয়া |
১৯৭৯ | ওয়েস্ট ইন্ডিজ | ক্লাইভ লয়েড | ইংল্যান্ড |
১৯৮৩ | ভারত | কপিল দেব | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৭ | অস্ট্রেলিয়া | অ্যালান বর্ডার | ইংল্যান্ড |
১৯৯২ | পাকিস্তান | ইমরান খান | ইংল্যান্ড |
১৯৯৬ | শ্রীলঙ্কা | অর্জুনা রানাতুঙ্গা | অস্ট্রেলিয়া |
১৯৯৯ | অস্ট্রেলিয়া | স্টিভ ওয়াহ | পাকিস্তান |
২০০৩ | অস্ট্রেলিয়া | রিকি পন্টিং | ভারত |
২০০৭ | অস্ট্রেলিয়া | রিকি পন্টিং | শ্রীলঙ্কা |
২০১১ | ভারত | মহেন্দ্র সিং ধোনি | শ্রীলঙ্কা |
২০১৫ | অস্ট্রেলিয়া | মাইকেল ক্লার্ক | নিউজিল্যান্ড |
২০১৯ | ইংল্যান্ড | ইয়ন মর্গ্যান | নিউজিল্যান্ড |
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৪৫ – ক্রিকেট বিশ্বকাপ কুইজ
আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More
বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস
আইসিসি একদিবসীয় বিশ্বকাপ – প্রশ্ন উত্তর
আইসিসি একদিবসীয় বিশ্বকাপ (পুরুষদের ) প্রথম কবে অনুষ্ঠিত হয় ?
১৯৭৫ সালে
আইসিসি একদিবসীয় বিশ্বকাপে প্রথম “Man of the Tournament” কে পান ?
শচীন টেন্ডুলকার
২০২৩ সালের আইসিসি একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ আয়োজন করতে চলেছে ?
ভারত
ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন বছর ?
১৯৮৩ সালে (কপিল দেবের নেতৃত্বে )
প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয় ?
ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কে হ্যাটট্রিক করেন?
চেতন শর্মা ( ১৯৮৭ )
To check our latest Posts - Click Here