Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 8th October Current Affairs Quiz 2023 – Bengali


১. সম্প্রতি অরুণাচল প্রদেশ থেকে নিচের কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে?

(A) ইয়াক চুরপি
(B) খামতি চাল
(C) তাংসা টেক্সটাইল
(D) উপরের সবগুলো

উত্তর
(D) উপরের সবগুলো

ইয়াক চুরপি: চুর্পি হল অরুণাচলি ইয়াকের দুধ থেকে তৈরি একটি পনিরের মত পণ্য যা ভারত, নেপাল এবং ভুটানের হিমালয় অঞ্চলে ব্যাপকভাবে খাওয়া হয়। এটি মূলত অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় উৎপাদিত হয়।

তাংসা টেক্সটাইল: চাংলাং জেলার তাংসা উপজাতির টেক্সটাইল পণ্যগুলি তাদের বহিরাগত নকশা এবং রঙের জন্য বিখ্যাত।

খামতি চাল: এটি নামসাই জেলায় উৎপাদিত এক প্রকার আঠালো চাল।

২. এশিয়ান গেমস ২০২২ ( ২০২৩ সালে আয়োজিত ) -এ ভারত মোট কতগুলি স্বর্ণপদক জিতেছে?

(A) ২৭
(B) ২৮
(C) ২৯
(D) ৩০

উত্তর
(B) ২৮

এশিয়ান গেমস ২০২২ -এ ২৮টি স্বর্ণপদক সহ ভারত মোট ১০৭টি পদক জিতেছে।

দেখে নাও : এশিয়ান গেমস ২০২২ সম্পর্কিত বিস্তাতির তথ্য ও ভারতের পদক তালিকা

৩. বিশ্ব ডাক দিবস (World Post Day) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ৯
(B) সেপ্টেম্বর ৯
(C) ডিসেম্বর ৯
(D) আগস্ট ৯

উত্তর
(A) অক্টোবর ৯

  • বিশ্ব ডাক দিবস প্রতি বছর 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়।
  • ১৮৭৪ সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) তৈরির স্মরণে প্রতি বছর ৯ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়।

৪. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন –

(A) জোশুয়া অ্যাগ্রিস্ট
(B) গুইডো ইমবেনস
(C) ক্লডিয়া গোল্ডিন
(D) ফিলিপ এইচ ডিবভিগ

উত্তর
(C) ক্লডিয়া গোল্ডিন

২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন । ‘নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের ধারণায় অগ্রগতির জন্য’ তাকে এবার এই পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হয়েছে।

দেখে নাও : নোবেল পুরস্কার ২০২৩ – সমস্ত বিজেতাদের তালিকা

৫. কোন শহর অলিম্পিক ২০২৮ হোস্ট করবে?

(A) লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
(B) বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
(C) প্যারিস, ফ্রান্স
(D) রিও ডি জেনিরো, ব্রাজিল

উত্তর
(A) লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক হচ্ছে একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতার আসর যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের ২১ জুলাই হতে ৬ই আগস্ট পর্যন্ত পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

৬. নিচের কোন দেশ ২০২৩ সালের জলবায়ু পরিবর্তন এবং পারমাণবিক শক্তির আন্তর্জাতিক সম্মেলন (International Conference on Climate Change and Nuclear Energy) এর সভাপতিত্ব করেছে ?

(A) ব্রিটেন
(B) ভারত
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(C) সংযুক্ত আরব আমিরাত

  • সংযুক্ত আরব আমিরাত ৯ থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত জলবায়ু পরিবর্তন এবং পারমাণবিক শক্তি সম্পর্কিত ২০২৩ সালের আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করছে।
  • সম্মেলনের লক্ষ্য হল সদস্য দেশগুলিকে পারমাণবিক শক্তির ভূমিকা সম্পর্কে তথ্য বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।
  • অনুষ্ঠানটির আয়োজন করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)।

৭. কোন জায়গায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী রাজা রাও রামবক্ষ সিংয়ের মূর্তি উন্মোচন করেছেন?

(A) কানপুর
(B) আগ্রা
(C) উন্নাও
(D) লখনউ

উত্তর
(C) উন্নাও

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের উন্নাও জেলার দৌন্দিয়াখেদা গ্রামে স্বাধীনতা সংগ্রামী রাজা রাও রামবক্ষ সিংয়ের অশ্বারোহী মূর্তি উন্মোচন করেছেন।
    এর সাথে তিনি ৮০৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৮. মোহাম্মদরেজা শাদলুই চিয়ানেহ প্রো কাবাডি লিগের নিলামের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। তিনি কোন দেশের খেলোয়াড় ?

(A) ইরান
(B) ইরাক
(C) সৌদি আরব
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(A) ইরান
পুনেরি পল্টন সম্প্রতি প্রো কাবাডি লিগের নিলামে ইরানের মোহাম্মদরেজা শাদলুই চিয়ানেহ প্রো কে ২.৩৫ কোটি টাকায় কিনে নিয়েছে।

৯. তফসিলি জাতি (scheduled caste) ছাত্রদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিচের কোন প্রকল্প চালু করা হয়েছে?

(A) DHRUV
(B) NIRVIK
(C) SVAMITVA
(D) SHRESHTA

উত্তর
(D) SHRESHTA
SHRESHTA = Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button