Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th September Current Affairs Quiz 2022   – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 15th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘মিশন অমৃত সরোবর’ বাস্তবায়নে উত্তরপ্রদেশ রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে। অমৃত সরোবর মিশন কবে উদ্বোধন করা হয়?

(A) এপ্রিল ২০২২
(B) সেপ্টেম্বর ২০২২
(C) জুন ২০২২
(D) জুলাই ২০২২

উত্তর
(A) এপ্রিল ২০২২
৮৪৬২টি অমৃত সরোবর তৈরী করে এই মিশনে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ ।

২. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ১৫ই সেপ্টেম্বর, ২০২২ থেকে সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে প্রাতঃরাশের প্রকল্প ঘোষণা করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) রাজস্থান
(C) তামিলনাড়ু
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(C) তামিলনাড়ু

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ১৫ই সেপ্টেম্বর ২০২২-এ এই স্কিমটির ঘোষণা করেছেন।
  • এই স্কিমটি তাদের জন্য প্রযোজ্য যারা রাজ্য-চালিত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ১ থেকে ৫ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করছে ।

৩. বিশ্ব ওজোন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ১৬ জুন
(B) ১৫ সেপ্টেম্বর
(C) ১৬ সেপ্টেম্বর
(D) ১৯ জুলাই

উত্তর
(C) ১৬ সেপ্টেম্বর

  • এই দিবসটি ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়।
  • ২০২২ সালের বিশ্ব ওজন দিবসের থিম ছিল –   ‘Global cooperation protecting life on earth’

৪. কে ১৫ সেপ্টেম্বর ২০২২ -এ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করলেন ?

(A) জেরেমিয়াস চিতুন্ডা
(B) আরলিতে চিম্বিন্দা
(C) আবদেলমাজিদ তেবোউন
(D) জোয়াও লরেঙ্কো

উত্তর
(D) জোয়াও লরেঙ্কো

দ্বিতীয়বারের জন্য অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন জোয়াও লরেঙ্কো।

অ্যাঙ্গোলা:

  •     রাষ্ট্রপতি: জোয়াও লরেঙ্কো
  •     রাজধানী: লুয়ান্ডা
  •     মুদ্রা: অ্যাঙ্গোলান কোয়ানজা
  •     মহাদেশ: আফ্রিকা

৫. কাশ্মীরের কোন হ্রদে, ভারতীয় নৌবাহিনী ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদানের জন্য নৌ-প্রশিক্ষণ এলাকাকে পুনরুজ্জীবিত করেছে?

(A) ডাল লেক
(B) উলার লেক
(C) সুরিনসার লেক
(D) মানসবল লেক

উত্তর
(D) মানসবল লেক

ভারতীয় নৌবাহিনী ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৩৩ বছর পর কাশ্মীরের গান্ডারবাল জেলার মানসবল লেকের নৌ প্রশিক্ষণ এলাকাটিকে পুনরুজ্জীবিত করেছে।

National Cadet Corps (NCC ):

  •     মহাপরিচালক: লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং
  •     নীতিবাক্য: Unity and Discipline
  •     সদর দপ্তর: নয়াদিল্লি
  •     প্রতিষ্ঠিত: ১৯৪৮ সালে
  •     প্রতিষ্ঠাতা: এইচ এন কুনজরু

৬. কোন শহরটি সম্প্রতি ডিজিটাল ঠিকানা সহ দেশের প্রথম “স্মার্ট সিটি” হওয়ার জন্য ফার্ম Pataa Navigations সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) রায়পুর
(B) ইন্দোর
(C) আহমেদাবাদ
(D) লখনউ

উত্তর
(B) ইন্দোর
মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি ডিজিটাল ঠিকানা সহ দেশের প্রথম স্মার্ট সিটি হতে চলেছে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button