নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা PDF । Nobel Prize 2023 Winners List in Bengali
Complete List of Nobel 2023 Winners
নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা : এই আর্টিকেলে ২০২৩ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ও সময়সূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
Table of Contents
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার হল নির্দিষ্ট কতগুলি বিভাগে অসামান্য কৃতিত্বের জন্য একটি আন্তর্জাতিক পুরস্কার।
১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় আলফ্রেড নোবেলের নামে। তিনি ছিলেন একজন সুইডিশ উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং সমাজসেবী। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত।
নোবেল সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নাও : নোবেল পুরস্কার
কি কি বিভাগে দেওয়া হয় ?
মোট ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। এগুলি হল –
- সাহিত্য
- ফিজিওলজি বা মেডিসিন
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- অর্থনীতি ও
- শান্তি ।
দেখে নাও : নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Nobel Prize 2022 Winner List – PDF
উল্লেখ্য যে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলেও একমাত্র অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। আবার একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে, বাকিগুলি দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে।
নোবেল ২০২৩ সময়সূচি
২০২৩ সালে নোবেল পুরস্কারের সময়সূচি নিচে দেওয়া রইলো ।
বিভাগ | ঘোষণার তারিখ | স্থান |
---|---|---|
ফিজিওলজি বা মেডিসিন | ২ অক্টোবর | করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা |
পদার্থবিদ্যা | ৩ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম |
রসায়ন | ৪ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম |
সাহিত্য | ৫ অক্টোবর | সুইডিশ একাডেমি, স্টকহোম |
শান্তি | ৬ অক্টোবর | নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো |
অর্থনীতি | ৯ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম |
২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া রইলো ।
ফিজিওলজি বা মেডিসিন
ফিজিওলজি বা মেডিসিন বা চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জয়ীদের তথ্য নিচে দেওয়া রইলো ।
ক্যাটালিন কারিকো , হাঙ্গেরি | |
ড্রু উইসম্যান, মার্কিন যুক্তরাষ্ট্র |
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
- নিউক্লিওসাইড বেস পরিবর্তন নিয়ে কাজ করেছেন এ দুই বিজ্ঞানী। তাদের গবেষণা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের বিকাশে অবদান রেখেছে।
পদার্থবিজ্ঞান
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপকদের তথ্য দেওয়া রইলো ।
পিয়েরে অ্যাগোস্টিনি, মার্কিন যুক্তরাষ্ট্র | |
ফেরেঙ্ক ক্রাউস, জার্মানি | |
অ্যান ল’হুইলিয়ার, সুইডেন |
- ২০২৩ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার।
- মঙ্গলবার (৩ অক্টোবর ) নোবেল কমিটি ঘোষণা করেছে তাঁদের নাম।
- এঁদের মধ্যে পিয়েরে মার্কিন নাগরিক। ফেরেঙ্ক জার্মানি ও অ্যান সুইডেনের বাসিন্দা।
- এই তিন বিজ্ঞানীর নাম পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার।
- ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।
রসায়ন
২০২৩ সালে রসায়নে নোবেল প্রাপকদের তথ্য দেওয়া রইলো ।
মৌঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন যুক্তরাষ্ট্র | |
লুইস ই ব্রুস, মার্কিন যুক্তরাষ্ট্র | |
অ্যালেক্সি আই একিমভ, মার্কিন যুক্তরাষ্ট্র |
- রসায়নে নোবেলজয়ী হিসাবে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
- তারা জানিয়েছে, ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন আমেরিকার মৌঙ্গি জি বাওয়েন্ডি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ।
- বর্তমানে আমেরিকার নাগরিক হলেও বাওয়েন্ডি ফরাসী এবং একিমভ রুশ বংশোদ্ভূত।
সাহিত্য
২০২৩ সালে সাহিত্যে নোবেল প্রাপকদের তথ্য দেওয়া রইলো ।
জন ওলাভ ফসে, নরওয়ে |
- ৫ই অক্টোবর ২০২৩ এ এবারের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ওলাভ ফসে (জন ফসে)।
- তিনি এই সম্মান পেয়েছেন “তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য যা অকথ্যকে কণ্ঠ দেয়” ।
শান্তি
২০২৩ সালে শান্তিতে নোবেল প্রাপকদের তথ্য দেওয়া রইলো ।
নার্গিস মোহাম্মদী, ইরান |
- ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অর্থনীতি
২০২৩ সালে অর্থনীতিতে নোবেল প্রাপকদের তথ্য দেওয়া রইলো ।
ক্লডিয়া গোল্ডিন, মার্কিন যুক্তরাষ্ট্র |
- ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
- সোমবার (৯ই অক্টোবর,২০২৩ ) এই পুরস্কারের জন্য মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিনের নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় নারী তিনি।
- ‘নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের ধারণায় অগ্রগতির জন্য’ তাকে এবার এই পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হয়েছে।
একনজরে নোবেলজয়ীদের তালিকা
বিভাগ | নোবেলজয়ী | দেশ |
---|---|---|
চিকিৎসাশাস্ত্র | ক্যাটালিন কারিকো ড্রু উইসম্যান | হাঙ্গেরি মার্কিন যুক্তরাষ্ট্র |
পদার্থ বিজ্ঞান | পিয়েরে অ্যাগোস্টিনি ফেরেঙ্ক ক্রাউস অ্যান ল’হুইলিয়ার | মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি সুইডেন |
রসায়ন | মৌঙ্গি জি বাওয়েন্ডি লুইস এস ব্রুস অ্যালেক্সি আই একিমভ | মার্কিন যুক্তরাষ্ট্র |
সাহিত্য | জন ওলাভ ফসে | নরওয়ে |
শান্তি | নার্গিস মোহাম্মদী | ইরান |
অর্থনীতি | ক্লডিয়া গোল্ডিন | মার্কিন যুক্তরাষ্ট্র |
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: Nobel Prize 2023 Winners List in Bengali
- File Size: 4 MB
- No. of Pages: 05
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here