সাম্প্রতিকী – জানুয়ারি ২৩, ২৪, ২৫ – ২০২০

Table of Contents
Daily Current Affairs MCQ – 23rd, 24th, 25th January, 2020
১. ২০২০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত Social Mobility Index -এ ভারতের র্যাঙ্ক কত ?
(A) ৩৯
(B) ৪৭
(C) ৭৬
(D) ৫৩
উত্তর :
১ – ডেনমার্ক , ২ – নরওয়ে , ৩ – ফিনল্যাণ্ড, ৪ – সুইডেন
২. ২০২০ সালের ২১শে জানুয়ারি কোন রাজ্য তার ৪৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত করলো ?
(A) মিজোরাম
(B) নাগাল্যান্ড
(C) মেঘালয়
(D) আসাম
উত্তর :
১৯৭২ সালের এই দিনটিতে মেঘালয় নতুন রাজ্যের তকমা পেয়েছিলো । মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলে – কনরাড কে সংমা
৩. মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা সম্প্রতি চালু করেছে কোন রাজ্য ?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) ঝাড়খণ্ড
(D) ছত্তিশগড়
উত্তর :
ক্ষেতে কাজ করার সময় মারা যাওয়া বা প্রতিবন্ধী হয়ে যাওয়া কৃষকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে।
৪. ২০২০ সালের 2020 গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (Global Talent Competitiveness Index ) – এ ভারতের র্যাঙ্ক কত ?
(A) ৫৬
(B) ৬৪
(C) ৮০
(D) ৭২
উত্তর :
১ – সুইজারল্যান্ড, ২ – আমেরিকা, ৩ – সিঙ্গাপুর , ৭২ – ভারত
৫. নিম্নলিখিত কোন শিক্ষা প্রতিষ্ঠান উত্তরপ্রদেশ পুলিশকে ভিড় পরিচালনা এবং কার্যকর যোগাযোগের বিষয়ে শিক্ষা দেবে ?
(A) IIM লক্ষ্নৌ
(B) IIM কোজিকোড
(C) IIM কানপুর
(D) IIM ইন্দোর
উত্তর :
৬. ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্রিনপিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে, নিচের কোন শহরটি ভারতের সবচেয়ে দূষিত শহর ?
(A) ঝরিয়া
(B) দিল্লি
(C) কলকাতা
(D) পুনে
উত্তর :
গ্রিনপিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে – ঝাড়খণ্ডের ঝরিয়া হলো ভারতের দূষিততম শহর । দিল্লি ১০ নম্বর স্থানে রয়েছে ।
৭. ২০২০ সালের জানুয়ারিতে “এক ভারত শ্রেষ্ঠ ভারত” প্রোগ্রামের অংশ হিসাবে দু’দিনের ওড়িশা মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) কেরালা
(D) গুজরাট
উত্তর :
৮. ২০২০ সালে নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াচে কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে ?
(A) ১০
(B) ১৪
(C) ১৬
(D) ২০
উত্তর :
১০টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে ।
৯. ২০২০ সালের জানুয়ারিতে, কোন রাজ্য ১৫ বছরেরও বেশি পুরানো এবং জীবাশ্ম জ্বালানীতে চালিত থ্রি-হুইলারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ?
(A) বিহার
(B) পাঞ্জাব
(C) হরিয়ানা
(D) গুজরাট
উত্তর :
১০. ভারতের প্রথম কোন রাজ্য কৃষিজমি লিজ (Lease ) দেবার সিদ্ধান্ত নিয়েছে ?
(A) উত্তর প্রদেশ
(B) কেরালা
(C) উত্তরাখন্ড
(D) বিহার
উত্তর :
উত্তরাখন্ড সরকার ৩০ বছরের জন্য কৃষিজমি লিজ (Lease ) দেবার সিদ্ধান্ত নিয়েছে । জমি ভাড়ার টাকা পাবে কৃষিজমির মালিক ।
১১. আন্তর্জাতিক শিক্ষা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৫ই সেপ্টেম্বর
(B) ৫ই অক্টোবর
(C) ২৪শে জানুয়ারি
(D) ১২ই জানুয়ারী
উত্তর :
২০২০ সালের থিম ছিল – Learning for people, planet, prosperity and peace
১২. ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ কোনটি ?
(A) আমেরিকা
(B) রাশিয়া
(C) জাপান
(D) ইন্দোনেশিয়া
উত্তর :
২৯শে জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে ।
১৩. ২০২০ সালের জানুয়ারিতে কোন দেশের অনুরোধে ভারত ৩০ হাজার হাম ও রুবেলা টিকা সেই দেশকে সরবরাহ করেছে ?
(A) শ্রীলংকা
(B) ইন্দোনেশিয়া
(C) মালদ্বীপ
(D) মায়ানমার
উত্তর :
১৪. ২০২০ সালের জানুয়ারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রস্তুত করা দুর্নীতি উপলব্ধি সূচক (Corruption Perception Index ) -এ ভারতের র্যাঙ্ক কত?
(A) ৫০
(B) ৭৭
(C) ৮২
(D) ৮০
উত্তর :
১ – ডেনমার্ক ও নিউজিল্যান্ড , ২ – ফিনল্যাণ্ড , ৩ – সিঙ্গাপুর, ৮০ ভারত ।
১৫. যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা ঘোড়া, কুকুর প্রভৃতি পশুর স্মৃতিসৌধ ভারতের কোন শহরে শুরু হতে চলছে ?
(A) আগ্রা
(B) মিরাট
(C) সুলতানপুর
(D) মথুরা
উত্তর :
উত্তরপ্রদেশের মিরাটে হতে চলেছে ।
১৬. ২০২০ সালের জানুয়ারীতে কোন দেশ প্যালেস্টাইনের থেকে ২০২০ সালের জন্য G77 গ্রুপের সভাপতির দায়িত্ব গ্রহণ করলো ?
(A) ভারত
(B) ইউক্রেন
(C) মালদ্বীপ
(D) গুয়েনা
উত্তর :
G77 গ্রুপের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৪ খ্রিস্টাব্দে জেনেভাতে ।
১৭. ‘Women with wheels’ ট্যাক্সি পরিষেবা সম্প্রতি কোন এয়ারপোর্টে শুরু হলো ?
(A) বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর
(B) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর
(D) স্বামী বিবেকানন্দ বিমানবন্দর
উত্তর :
সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত এই পরিষেবা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো ।
১৮. ২০২০ সালের জানুয়ারিতে, RBI নীচের কোন ডিজিটাল পেমেন্ট ওয়ালেটের অনুমোদনের শংসাপত্র (Certificate of Authorisation ) বাতিল করেছে?
(A) PayUMoney
(B) Vodafone m-pesa Limited
(C) Mobikwik
(D) Citrus
উত্তর :
১৯. ২০২০ সালের ২৫শে জানুয়ারি থেকে কোন রাজ্য প্রতি শনিবার বিদ্যালয়ে সংবিধানের মুখবন্ধ (Preamble ) পাঠ বাধ্যতামূলক করেছে ?
(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ
উত্তর :
২০. জাতীয় কন্যা শিশু দিবস ভারতে কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জানুয়ারি ২৪
(B) জানুয়ারি ২৫
(C) জানুয়ারি ২৩
(D) জানুয়ারি ২৯
উত্তর :
প্রতিবছরই জানুয়ারি মাসের ২৪ তারিখ পালিত হয় জাতীয় বালিকা/কন্যা দিবস(National Girl Child Day)। মূলত লিঙ্গ বৈষম্যতা দূরীকরণে এই দিনটি পালন করা হয়ে থাকে। ২০১২ সালের ১১ই অক্টোবর এই দিনটি প্রথম পালন করা শুরু হয়। এ
বছরের থিমের নাম ‘গার্ল ফোর্সঃআনস্ক্রিপটেড অ্যান্ড আনস্টপেবেল’। গতবছরএর থিম ছিল ‘এম্পাওয়ারিং গার্লস ফর আ ব্রাইট টুমরো’।
আরো দেখুন :
সাম্প্রতিকী – জানুয়ারি ২০, ২১, ২২ – ২০২০
সাম্প্রতিকী – জানুয়ারি ১৮, ১৯ – ২০২০
সাম্প্রতিকী – জানুয়ারি ১৩, ১৪ – ২০২০
To check our latest Posts - Click Here