PSC Clerkship Answer Key 2020 – Shift 1
PSC Clerkship Answer Key – Shift 1 – 25/01/2020
General Awareness Part Only
Answer Key Provided by PSC .
১. লােকসভায় আসন সংখ্যা কত?
(A) 540
(B) 543
(C) 545
(D) 550
সঠিক উত্তর হওয়ার উচিত – ৫৫২
বর্তমানে কতগুলি আসন বললে উত্তরটি হবে ৫৪৩ + ২ = ৫৪৫.
২. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন ?
(A) যােগেন চৌধুরী
(B) নন্দলাল বসু
(C) রামকিংকর বেজ
(D) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
( As per PSC official Answer Key )
৩. ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখােপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনও ছিলেন না ?
(A) প্রতিরক্ষা
(B) অর্থ
(C) রেল
(D) বিদেশ
৪. গ্রেটা থুনবার্গ হলেন
(A) একজন অভিনেত্রী
(B) একজন টেনিস খেলােয়াড়
(C) আবহাওয়ার ধ্বংস রােধে সক্রিয় একজন কর্মী
(D) একজন মানবাধিকার কর্মী
৫. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযােদ্ধা ?
(A) দিব্যেন্দু বড়ুয়া
(B) চাদ রাম
(C) মঞ্জু রানি
(D) দীপা কর্মকার
৬. মহাত্মা গাঁধী তার অহিংস অসহযােগ আন্দোলন প্রথম শুরু করেন
(A) যুক্তরাজ্যে
(B) দক্ষিণ আফ্রিকায়
(C) ভারতবর্ষে
(D) জিম্বাবােয়েতে
৭. 2016 সালে অলিম্পিক গেমস্ যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল
(A) লন্ডন
(B) রিও-ডি-জেনেরাে
(C) মস্কো
(D) মেক্সিকো সিটি
৮. সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?
(A) মণিপুর
(B) জম্মু এবং কাশ্মীর
(C) নাগাল্যান্ড
(D) সিকিম
৯. Howdy Modi অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি
(A) লস্ এঞ্জেলস্
(B) নিউ ইয়র্ক
(C) হিউস্টন
(D) ওয়াশিংটন
১০. নিম্নলিখিত দেশগুলাের মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
(A) অস্ট্রেলিয়া
(B) স্কটল্যান্ড
(C) বেলজিয়াম
(D) স্পেন
১১. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম
(A) ক্রিস্টিন লাগার্দ
(B) ক্রিস্টিলিনা জর্জিভা
(C) জাঁ ক্লড জাঙ্কার
(D) ডােনাল্ড টাস্ক
১২. লাওনেল মেসি কোন দেশের নাগরিক?
(A) ব্রাজিল
(B) আর্জেন্টিনা
(C) বলিভিয়া
(D) পাের্তুগাল
১৩. ‘ফিজি’ রাষ্ট্রের অবস্থান
(A) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
(B) উত্তর আটলান্টিক অঞ্চলে
(C) উত্তর আফ্রিকায়
(D) দক্ষিণ আমেরিকায়
১৪. যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল
(A) সুইডেন
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) আমেরিকা
১৫. 2019 সালে বিশ্বব্যাডমিন্টন প্রতিযােগিতায় (মহিলাদের একক) সেরার সম্মান লাভ করেন
(A) সানিয়া মির্জা
(B) সাইনা নেহয়াল
(C) পি. ভি. সিন্ধু
(D) নােজুমি ওকুহারা
১৬. ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম
(A) নিকোলাস সারকোজি
(B) জাঁ মনেট
(C) ইম্যানুয়েল ম্যাকরাে
(D) ফ্রাঁ হল্যান্ড
১৭. প্রথম Asian games ক্রীড়া প্রতিযােগিতা যে শহরে হয়েছিল সেটি হল
(A) জাকার্তা
(B) নয়া দিল্লি
(C) কলম্বাে
(D) ব্যাংকক
১৮. নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?
(A) মেদিনীপুর
(B) দমদম সেন্ট্রাল জেল
(C) মুজাফফরপুর
(D) প্রেসিডেন্সি জেল, কলকাতা
১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি Union Territory নয়?
(A) চণ্ডীগড়
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) পুডুচেরি
(D) ত্রিপুরা
২০. পলাশীর যুদ্ধ হয়েছিল
(A) 1757 সালে
(B) 1758 সালে
(C) 1857 সালে
(D) 1858 সালে
২১. সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে
(A) জেনেভায়
(B) ওয়াশিংটনে
(C) প্যারিসে
(D) লন্ডনে
২২. গৌতম বুদ্ধের জন্মস্থান হল
(A) কপিলাবস্তু
(B) সারনাথ
(C) বুদ্ধগয়া
(D) লুম্বিনি
২৩. বিদ্যাসাগরের জন্মভূমি ‘বীরসিংহ’ গ্রাম
(A) হুগলী জেলায়
(B) নদীয়া জেলায়
(C) পশ্চিম মেদিনীপুর জেলায়
(D) হাওড়া জেলায়
২৪. 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন
(A) স্বপন দাশগুপ্ত
(B) রভীশ কুমার
(C) অর্ণব গােস্বামী
(D) রবীন্দ্র কুমার
২৫. ‘The Third Pillar’ বইটির লেখকের নাম
(A) অমর্ত্য সেন
(B) পদ্মা দেশাই
(C) রঘুরাম রাজন
(D) জগদীশ ভগবতী
২৬. নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?
(A) বাংলাদেশ
(B) মায়ানমার
(C) শ্রীলঙ্কা
(D) নেপাল
২৭. নিম্নে বর্ণিত নদীগুলাের মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না?
(A) গঙ্গা
(B) তিস্তা
(C) আত্রেয়ী
(D) দামােদর
২৮. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডােনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন?
(A) বিল ক্লিন্টন
(B) বারাক ওবামা
(C) কলিন পাওয়েল
(D) জর্জ বুশ (জুনিয়র)
২৯. বর্তমানে চিনে হংকং ছাড়া আর কতগুলাে SARs বয়েছে?
(A) 2
(B) 1
(C) 3
(D) উপরের কোনােটিই নয়
হংকং ও ম্যাকাও
৩০. ‘বালাকোট’ জায়গাটির অবস্থান
(A) ভারতের উত্তর-পূর্বে
(B) পাকিস্তানের উত্তর-পশ্চিমে
(C) আফগানিস্তানে
(D) ইরান-আফগানিস্তান সীমান্তে
৩১. জয়দীপ মুখার্জী কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন?
(A) টেনিস
(B) ব্যাডমিন্টন
(C) ক্রিকেট
(D) ফুটবল
৩২. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মােতায়েন আছেন
(A) ভারতীয় সেনাবাহিনী
(B) সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)
(C) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (CRPF)
(D) Indo-Tibetan Border পুলিশ
৩৩. নীচে উল্লেখিত দেশগুলাের মধ্যে কোন দেশটি 2019-এ Cricket World Cup জয় করেছে?
(A) দক্ষিণ আফ্রিকা
(B) ইংল্যান্ড
(C) নিউ জিল্যান্ড
(D) ভারত
৩৪. মহাত্মা গাঁধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি
(A) 1947 সালে
(B) 1948 সালে
(C) 1949 সালে
(D) 1950 সালে
৩৫. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নােবেল পুরস্কার দেওয়া হয় ?
(A) পিটার হ্যাঙ্কে
(B) বব ডিলন
(C) ওল্পা টোকারজুক
(D) সালমান রুশদি
৩৬. 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বােমার বিস্ফোরণ হয়
(A) ক্রায়েস্টচার্চ শহরে
(B) কলম্বােতে
(C) ব্রাডফোর্ডে
(D) জেরুজালেম শহরে
৩৭. পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
(A) 21
(B) 19
(C) 24
(D) 22
৩৮. রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল
(A) হেলিকপ্টার
(B) যুদ্ধ বিমান
(C) ডুবাে জাহাজ
(D) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র
৩৯. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?
(A) পাটের তৈরি ব্যাগ
(B) প্লাস্টিক ব্যাগ
(C) কাগজের ব্যাগ
(D) কাপড়ের ব্যাগ
৪০. দলাই লামার বাসস্থান কোথায়?
(A) মুসৌরী
(B) রুমটেক মঠ
(C) তাওয়াং
(D) ম্যাকলিওডগঞ্জ, ধর্মশালা
আরো দেখুন :
PSC Clerkship Answer Key 2020 – Shift 2
Download :
PDF file with all Questions – PSC Clerkship Forenoon Shift Booklet C
PDF file with all Questions – PSC Clerkship Afternoon Shift Booklet A
Official Answer key for All Shift by WBPSC
To check our latest Posts - Click Here
goutam Buddha born Kapilavastu hoba..to
কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে । কপিলাবস্তু একটি বড়ো জায়গা । যেহেতু অপশনে লুম্বিনী আছে তাই লুম্বিনী বেটার চয়েস ।